মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
‘নৌকায় ভোট দিতে ইচ্ছা না হলে বিএনপির ভাইদের কেন্দ্রে যাওয়ার দরকার নাই। আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী, আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি সে-ই আমাদের এমপি হবে।’ টাঙ্গাইলের মির্জাপুরে বার্ষিক ওয়াজ মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এ কথা বলেছেন। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত রোববার রাতে উপজেলার ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন।
ওই বক্তব্যে আব্দুর রউফ চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘আগামী ৭ তারিখ নির্বাচন। আপনারা কেউ ঝগড়া করবেন না। ঝগড়া করবেন না তার কারণ, বিএনপি কিন্তু নির্বাচনে আসেনি। খালি আওয়ামী লীগ নির্বাচনে আসছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, আরেকজন বিদ্রোহী দাঁড়াইছে। তাঁর অবস্থা জানেন। অসুস্থ মানুষ, হঠাৎ করে উদ্যোগ নিয়েছে। আশা করব বিএনপির ভাইয়েরা যদি নৌকা মার্কায় ভোট দিতে ইচ্ছুক না হন, তাহলে আর কেন্দ্রে যাওয়ার দরকার নাই। তার কারণ, আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী। আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি, সে-ই আমাদের এমপি হবে। ঠিক কি না?’
এদিকে ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাঁরা বলেন, যেখানে সরকার ও নির্বাচন কমিশন একটি স্বতঃস্ফূর্ত উৎসবমুখর নির্বাচন করতে ভোটারদের নানাভাবে ভোটকেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে, সেখানে তাঁর এই বক্তব্য খুবই দুঃখজনক।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আনতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। রউফ চেয়ারম্যান ভোটারদের কেন্দ্রে না আসার কথা বলেছেন। তাঁর এই বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এই বক্তব্যের দায় শুধু তাঁকেই বহন করতে হবে।’
এ ব্যাপারে বক্তব্য জানতে ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের ব্যক্তিগত মোবাইলে নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম এ ব্যাপারে আজকের পত্রিকাকে বলেন, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘নৌকায় ভোট দিতে ইচ্ছা না হলে বিএনপির ভাইদের কেন্দ্রে যাওয়ার দরকার নাই। আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী, আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি সে-ই আমাদের এমপি হবে।’ টাঙ্গাইলের মির্জাপুরে বার্ষিক ওয়াজ মাহফিলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এ কথা বলেছেন। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত রোববার রাতে উপজেলার ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রউফ সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন।
ওই বক্তব্যে আব্দুর রউফ চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘আগামী ৭ তারিখ নির্বাচন। আপনারা কেউ ঝগড়া করবেন না। ঝগড়া করবেন না তার কারণ, বিএনপি কিন্তু নির্বাচনে আসেনি। খালি আওয়ামী লীগ নির্বাচনে আসছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ, আরেকজন বিদ্রোহী দাঁড়াইছে। তাঁর অবস্থা জানেন। অসুস্থ মানুষ, হঠাৎ করে উদ্যোগ নিয়েছে। আশা করব বিএনপির ভাইয়েরা যদি নৌকা মার্কায় ভোট দিতে ইচ্ছুক না হন, তাহলে আর কেন্দ্রে যাওয়ার দরকার নাই। তার কারণ, আমরা আওয়ামী লীগের দুজন প্রার্থী। আমরাই ভোট দিয়ে যাকে মনোনীত করি, সে-ই আমাদের এমপি হবে। ঠিক কি না?’
এদিকে ইউপি চেয়ারম্যানের এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাঁরা বলেন, যেখানে সরকার ও নির্বাচন কমিশন একটি স্বতঃস্ফূর্ত উৎসবমুখর নির্বাচন করতে ভোটারদের নানাভাবে ভোটকেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে, সেখানে তাঁর এই বক্তব্য খুবই দুঃখজনক।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আনতে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। রউফ চেয়ারম্যান ভোটারদের কেন্দ্রে না আসার কথা বলেছেন। তাঁর এই বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। এই বক্তব্যের দায় শুধু তাঁকেই বহন করতে হবে।’
এ ব্যাপারে বক্তব্য জানতে ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের ব্যক্তিগত মোবাইলে নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম এ ব্যাপারে আজকের পত্রিকাকে বলেন, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে