টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। ৮৩ বছর ধরে এ আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে ছিল হাঁড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল চালানো প্রতিযোগিতা। এসব দেখতে হাজারো মানুষের ঢল নামে।
সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার বিকেলে এসব প্রতিযোগিতা হয়। দ্যাইনা ঘোড়দৌড় কমিটি ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের দিন ঘোড়দৌড়সহ বিভিন্ন গ্রামীণ খেলা এবং মেলার আয়োজন করে আসছে।
উৎসবের মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড়। প্রতিযোগিতা দেখতে আসে নানা বয়সী মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে স্কুল মাঠ। অনেকে পাশের বাড়ির ছাদে উঠে প্রতিযোগিতা উপভোগ করে। এ উপলক্ষে মেলা বসে। এতে হরেক রকমের পণ্যের পসরা সাজান দোকানিরা। শিশুদের জন্য ছিল নাগরদোলা, চরকাসহ বিভিন্ন রাইড।
দর্শনার্থীরা জানান, ঈদের দিন এমন আয়োজন আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এতে সবাই মুগ্ধ। পরিবার-পরিজন নিয়ে তারা এ উৎসব উপভোগ করেছেন। প্রতিবছরই এমন আয়োজন অব্যাহত থাকার দাবি জানান তাঁরা।
বৃদ্ধ আজিজুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই ঘোড়দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বিসহ সব বয়সের মানুষ এগুলো উপভোগ করে।’
অরিক নামের এক দর্শনার্থী বলেন, ‘ছেলেমেয়ে নিয়ে দেখতে এসেছি। খুব ভালো লেগেছে। আমাদের পরবর্তী প্রজন্মও যাতে এমন আয়োজন দেখতে পারে।’
সানজিদা ও আফরিন নামের দুই শিশু জানায়, তারা মা-বাবা সঙ্গে এসে ঘোড়ার দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা দেখেছে। অনেক ভালো লেগেছে।
আয়োজক কমিটির পক্ষে সানজিদা করিম কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ‘৮৩তম বারের মতো এমন আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা এমন আয়োজন করেছেন। এর ধারাবাহিতায় আমরাও আয়োজন করেছি। এ ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। তিনি বলেন, ‘ঈদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে এমন আয়োজন প্রশংসনীয়। আশা করছি এ আয়োজন অব্যাহত থাকবে।’
রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, সহসভাপতি মামুন সরকার, জেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।
টাঙ্গাইলে ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। ৮৩ বছর ধরে এ আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে ছিল হাঁড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল চালানো প্রতিযোগিতা। এসব দেখতে হাজারো মানুষের ঢল নামে।
সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার বিকেলে এসব প্রতিযোগিতা হয়। দ্যাইনা ঘোড়দৌড় কমিটি ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের দিন ঘোড়দৌড়সহ বিভিন্ন গ্রামীণ খেলা এবং মেলার আয়োজন করে আসছে।
উৎসবের মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড়। প্রতিযোগিতা দেখতে আসে নানা বয়সী মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে স্কুল মাঠ। অনেকে পাশের বাড়ির ছাদে উঠে প্রতিযোগিতা উপভোগ করে। এ উপলক্ষে মেলা বসে। এতে হরেক রকমের পণ্যের পসরা সাজান দোকানিরা। শিশুদের জন্য ছিল নাগরদোলা, চরকাসহ বিভিন্ন রাইড।
দর্শনার্থীরা জানান, ঈদের দিন এমন আয়োজন আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এতে সবাই মুগ্ধ। পরিবার-পরিজন নিয়ে তারা এ উৎসব উপভোগ করেছেন। প্রতিবছরই এমন আয়োজন অব্যাহত থাকার দাবি জানান তাঁরা।
বৃদ্ধ আজিজুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই ঘোড়দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বিসহ সব বয়সের মানুষ এগুলো উপভোগ করে।’
অরিক নামের এক দর্শনার্থী বলেন, ‘ছেলেমেয়ে নিয়ে দেখতে এসেছি। খুব ভালো লেগেছে। আমাদের পরবর্তী প্রজন্মও যাতে এমন আয়োজন দেখতে পারে।’
সানজিদা ও আফরিন নামের দুই শিশু জানায়, তারা মা-বাবা সঙ্গে এসে ঘোড়ার দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা দেখেছে। অনেক ভালো লেগেছে।
আয়োজক কমিটির পক্ষে সানজিদা করিম কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ‘৮৩তম বারের মতো এমন আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা এমন আয়োজন করেছেন। এর ধারাবাহিতায় আমরাও আয়োজন করেছি। এ ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। তিনি বলেন, ‘ঈদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে এমন আয়োজন প্রশংসনীয়। আশা করছি এ আয়োজন অব্যাহত থাকবে।’
রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, সহসভাপতি মামুন সরকার, জেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে