প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
ঠিক এক বছর আগে করোনায় প্রাণ হারিয়েছেন গিরীশচন্দ্র কর্মকার। মৃত্যুর সময় তিনি অক্সিজেনটাও পাননি। তাঁর চিরবিদায়ের এক বছর কেটে গেলেও বিদায় নেয়নি করোনা। এখনো করোনায় মারা যাচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতে গিরীশচন্দ্রের মৃত্যুবার্ষিকীতে শ্রাদ্ধের বদলে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবার।
ছলছল চোখে গিরীশচন্দ্রের ছোট ছেলে কৃষ্ণ কুমার কর্মকার বলেন, 'আজ এক বছর হলো আমরা ছয় ভাইবোন পিতৃহীন হয়েছি। গত বছরের ৫ আগস্ট ঘাতক করোনা আমাদের বাবাকে কেড়ে নিয়েছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও করোনা তার ভয়াবহ রূপ দেখিয়েই যাচ্ছে। থামছে না মৃত্যুর মিছিল। হাসপাতালগুলোতেও অক্সিজেন সংকট। তাই বাবার মৃত্যুবার্ষিকীতে লোকজন খাওয়ানোর অনুষ্ঠান বন্ধ রাখলাম। প্রথাগত শ্রাদ্ধানুষ্ঠান করার পরিবর্তে সেই খরচে করোনা রোগীদের অক্সিজেন দিয়েছি।'
জানা যায়, টাঙ্গাইলের সখীপুর পৌরসভার অঙ্গশ্রী জুয়েলার্সের প্রতিষ্ঠাতা ছিলেন গিরীশচন্দ্র কর্মকার। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজনে প্রস্তুতি সভায় চলছিল। এ সময় গিরীশচন্দ্রের বড় ছেলে স্বপন চন্দ্র প্রস্তাব করেন, আমরা কি করোনা রোগীদের জন্য কিছু করতে পারি না? মা বললেন হ্যাঁ, রোগীদের সেবা দিতে পারাই হবে উত্তম কাজ। এতেই তোমাদের বাবার আত্মা বেশি শান্তি পাবে। তোমাদের বাবার মতো অক্সিজেনের অভাবে যেন সখীপুরে আর কাউকে মরতে না হয় সেই ব্যবস্থা কর। পরে পরিবারের সম্মতিতে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার কিনে দেওয়ার সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার সকালে গিরীশচন্দ্রের সহধর্মিণী পারুল বালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, ডা. আবদুস সোবহান, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রয়াত গিরীশচন্দ্র কর্মকারের বড় ছেলে স্বপন চন্দ্র কর্মকার বলেন, মানুষ যেন মানবিক দিকটাকে গুরুত্ব দিয়ে সমাজের কথা ভাবে। শ্রাদ্ধানুষ্ঠান করে লোকজন খাওয়ালে তা পেটে থাকবে না। কিন্তু সমাজের জন্য স্থায়ী কিছু করলে তা দীর্ঘদিন ধরে সেবা দেবে। এ চিন্তা থেকেই বাবার মৃত্যুবার্ষিকীতে করোনা রোগীদের অক্সিজেন দিতে পেরে শান্তি পাচ্ছি। যদি কিছু মানুষ সেবা পায়, তাহলে আমার বাবার পরলোকগত আত্মা শান্তি পাবে বলে আমাদের পরিবারের সকলের বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারি বলেন, এ বিষয়ে যতটা না প্রকাশ করতে পারব তার চেয়ে বেশি ভালো লেগেছে। করোনায় বাবার মৃত্যু বেদনাদায়ক। রোগীদের অসহায়ত্ব মন থেকে উপলব্ধি করতে পারলেই কেবল এমন মানবিক চিন্তা জাগ্রত হয়। এমন চিন্তাধারাকে আমি সব সময় স্বাগত জানাই।
ঠিক এক বছর আগে করোনায় প্রাণ হারিয়েছেন গিরীশচন্দ্র কর্মকার। মৃত্যুর সময় তিনি অক্সিজেনটাও পাননি। তাঁর চিরবিদায়ের এক বছর কেটে গেলেও বিদায় নেয়নি করোনা। এখনো করোনায় মারা যাচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতে গিরীশচন্দ্রের মৃত্যুবার্ষিকীতে শ্রাদ্ধের বদলে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার উদ্যোগ নিয়েছে পরিবার।
ছলছল চোখে গিরীশচন্দ্রের ছোট ছেলে কৃষ্ণ কুমার কর্মকার বলেন, 'আজ এক বছর হলো আমরা ছয় ভাইবোন পিতৃহীন হয়েছি। গত বছরের ৫ আগস্ট ঘাতক করোনা আমাদের বাবাকে কেড়ে নিয়েছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও করোনা তার ভয়াবহ রূপ দেখিয়েই যাচ্ছে। থামছে না মৃত্যুর মিছিল। হাসপাতালগুলোতেও অক্সিজেন সংকট। তাই বাবার মৃত্যুবার্ষিকীতে লোকজন খাওয়ানোর অনুষ্ঠান বন্ধ রাখলাম। প্রথাগত শ্রাদ্ধানুষ্ঠান করার পরিবর্তে সেই খরচে করোনা রোগীদের অক্সিজেন দিয়েছি।'
জানা যায়, টাঙ্গাইলের সখীপুর পৌরসভার অঙ্গশ্রী জুয়েলার্সের প্রতিষ্ঠাতা ছিলেন গিরীশচন্দ্র কর্মকার। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজনে প্রস্তুতি সভায় চলছিল। এ সময় গিরীশচন্দ্রের বড় ছেলে স্বপন চন্দ্র প্রস্তাব করেন, আমরা কি করোনা রোগীদের জন্য কিছু করতে পারি না? মা বললেন হ্যাঁ, রোগীদের সেবা দিতে পারাই হবে উত্তম কাজ। এতেই তোমাদের বাবার আত্মা বেশি শান্তি পাবে। তোমাদের বাবার মতো অক্সিজেনের অভাবে যেন সখীপুরে আর কাউকে মরতে না হয় সেই ব্যবস্থা কর। পরে পরিবারের সম্মতিতে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার কিনে দেওয়ার সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার সকালে গিরীশচন্দ্রের সহধর্মিণী পারুল বালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, ডা. আবদুস সোবহান, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রয়াত গিরীশচন্দ্র কর্মকারের বড় ছেলে স্বপন চন্দ্র কর্মকার বলেন, মানুষ যেন মানবিক দিকটাকে গুরুত্ব দিয়ে সমাজের কথা ভাবে। শ্রাদ্ধানুষ্ঠান করে লোকজন খাওয়ালে তা পেটে থাকবে না। কিন্তু সমাজের জন্য স্থায়ী কিছু করলে তা দীর্ঘদিন ধরে সেবা দেবে। এ চিন্তা থেকেই বাবার মৃত্যুবার্ষিকীতে করোনা রোগীদের অক্সিজেন দিতে পেরে শান্তি পাচ্ছি। যদি কিছু মানুষ সেবা পায়, তাহলে আমার বাবার পরলোকগত আত্মা শান্তি পাবে বলে আমাদের পরিবারের সকলের বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারি বলেন, এ বিষয়ে যতটা না প্রকাশ করতে পারব তার চেয়ে বেশি ভালো লেগেছে। করোনায় বাবার মৃত্যু বেদনাদায়ক। রোগীদের অসহায়ত্ব মন থেকে উপলব্ধি করতে পারলেই কেবল এমন মানবিক চিন্তা জাগ্রত হয়। এমন চিন্তাধারাকে আমি সব সময় স্বাগত জানাই।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে