সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করায় বিপাকে পড়েছেন শতাধিক নার্সারি মালিক ও কৃষক। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৪০ লাখ চারা উৎপাদন করা হয়েছে। হঠাৎ এই নিষেধাজ্ঞায় চারা বিক্রি তো দূরের কথা—এখন সেগুলোর ভবিষ্যৎ নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রতিমা বংকী, শোলা প্রতিমা, বোয়ালীসহ বিভিন্ন গ্রামে ব্যাপক হারে বাণিজ্যিকভাবে আকাশমণি ও ইউক্যালিপটাসের চারা উৎপাদন হয়ে থাকে। প্রতিবছর এই উপজেলায় প্রায় ৬০ লাখ চারা তৈরি করেন নার্সারির মালিকেরা, যা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
স্থানীয় কৃষক ও নার্সারির মালিকদের ভাষ্য, উচ্চ মুনাফার আশায় ফলদ ও দেশি গাছ বাদ দিয়ে অধিকাংশ জমিতে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা লাগানো হচ্ছে। বন বিভাগের সামাজিক বনায়নের বাইরেও ব্যক্তি উদ্যোগে বাড়ছে এসব গাছের চাষ।
তবে উদ্ভিদবিদ ও পরিবেশবিদদের মতে, ইউক্যালিপটাস ও আকাশমণি প্রজাতির গাছ মাটির উর্বরতা নষ্ট করে এবং ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নামিয়ে আনে। এই প্রেক্ষাপটে ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করা হয়।
প্রতিমা বংকী গ্রামের শরিফুল ইসলাম, আব্দুর রহিম, নাসির উদ্দিন ও শহিদুল ইসলাম জানান, তাঁরা সবাই মিলে প্রায় ৩ লাখ ৭০ হাজার চারা উৎপাদন করেছেন। এখন এসব চারা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি হারুন-অর রশিদ বলেন, ‘চারা উৎপাদন হয়ে গেছে। এখন যদি বিক্রি না করা যায়, তাহলে কৃষকেরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। তাই আমরা সরকারি ভর্তুকির দাবি জানাচ্ছি।’
সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী আমরা বিষয়টি নার্সারির মালিকদের জানিয়েছি। তবে সরকারি সহযোগিতার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।’
টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, ‘প্রজ্ঞাপন অনুযায়ী আগের বাগানগুলো রাখা গেলেও নতুন করে এসব চারা উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ। ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এলেই ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করায় বিপাকে পড়েছেন শতাধিক নার্সারি মালিক ও কৃষক। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৪০ লাখ চারা উৎপাদন করা হয়েছে। হঠাৎ এই নিষেধাজ্ঞায় চারা বিক্রি তো দূরের কথা—এখন সেগুলোর ভবিষ্যৎ নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রতিমা বংকী, শোলা প্রতিমা, বোয়ালীসহ বিভিন্ন গ্রামে ব্যাপক হারে বাণিজ্যিকভাবে আকাশমণি ও ইউক্যালিপটাসের চারা উৎপাদন হয়ে থাকে। প্রতিবছর এই উপজেলায় প্রায় ৬০ লাখ চারা তৈরি করেন নার্সারির মালিকেরা, যা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
স্থানীয় কৃষক ও নার্সারির মালিকদের ভাষ্য, উচ্চ মুনাফার আশায় ফলদ ও দেশি গাছ বাদ দিয়ে অধিকাংশ জমিতে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা লাগানো হচ্ছে। বন বিভাগের সামাজিক বনায়নের বাইরেও ব্যক্তি উদ্যোগে বাড়ছে এসব গাছের চাষ।
তবে উদ্ভিদবিদ ও পরিবেশবিদদের মতে, ইউক্যালিপটাস ও আকাশমণি প্রজাতির গাছ মাটির উর্বরতা নষ্ট করে এবং ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নামিয়ে আনে। এই প্রেক্ষাপটে ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করা হয়।
প্রতিমা বংকী গ্রামের শরিফুল ইসলাম, আব্দুর রহিম, নাসির উদ্দিন ও শহিদুল ইসলাম জানান, তাঁরা সবাই মিলে প্রায় ৩ লাখ ৭০ হাজার চারা উৎপাদন করেছেন। এখন এসব চারা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি হারুন-অর রশিদ বলেন, ‘চারা উৎপাদন হয়ে গেছে। এখন যদি বিক্রি না করা যায়, তাহলে কৃষকেরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। তাই আমরা সরকারি ভর্তুকির দাবি জানাচ্ছি।’
সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী আমরা বিষয়টি নার্সারির মালিকদের জানিয়েছি। তবে সরকারি সহযোগিতার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।’
টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, ‘প্রজ্ঞাপন অনুযায়ী আগের বাগানগুলো রাখা গেলেও নতুন করে এসব চারা উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ। ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এলেই ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে