প্রতিনিধি, বিয়ানীবাজার (সিলেট)
অধ্যক্ষ ছাড়াই চলছে পূর্ব সিলেটের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজ। নতুন অধ্যক্ষের পদায়ন না হওয়ায় এক বছর ধরে উপাধ্যক্ষ দিয়ে একাই চালাতে হচ্ছে কলেজের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম। কলেজে সর্বশেষ অধ্যক্ষ ছিলেন বিয়ানীবাজারের ভূমিপুত্র প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ। তিনি ২০২০ সালের ২৮ জুন অবসরে চলে যান। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন কলেজের উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম।
কলেজ সূত্রে জানা যায়, অর্ধশতক ধরে এই অঞ্চলের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে বিয়ানীবাজার সরকারি কলেজ। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত কলেজটি প্রথমে উচ্চ মাধ্যমিক দিয়ে যাত্রা করে জাতীয়করণ করা হয় ১৯৮২ সালে। পরবর্তীকালে কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু হয়। বর্তমানে কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা এই ৫টি বিভাগে অনার্স ও মাস্টার্স কোর্স রয়েছে। পাশাপাশি রয়েছে ইংরেজি ও দর্শন বিভাগে অনার্স কোর্স। কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাস) কোর্সসমূহ ছাড়াও ৭টি বিভাগে অনার্স ও ৫টি বিভাগে মাস্টার্স কোর্স মিলিয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর পাঠদান। কলেজে শিক্ষকের পদ ৪৮ টি। এর মধ্যে দীর্ঘদিন থেকে ২০টি পদই শূন্য রয়েছে। আর কর্মরত রয়েছেন ২৮ জন শিক্ষক।
কলেজের শিক্ষার্থীরা বলছেন, প্রিন্সিপাল স্যার না থাকায় সকল কাজের জন্যই ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে যেতে হয়। তখন দেখা যায় স্যার কোন না কোন অফিশিয়াল কাজে ব্যস্ত আছেন। দুটি পদের দায়িত্ব পালন করতে গিয়ে তাই স্যারের ওপর অত্যধিক কাজের চাপ পড়ছে। ফলে কখনো কখনো আমাদের কাজগুলো দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে না। তাই শিগগিরই নতুন অধ্যক্ষের পদায়ন দরকার।
কলেজের সহযোগী অধ্যাপক মো. শহীদুল আলম বলেন, কলেজের শীর্ষ পদটি শূন্য থাকায় কলেজের প্রশাসনিক কাজের সম্পন্ন হতে সাময়িক অসুবিধা হলেও বর্তমান এই করোনাকালেও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্যার তাঁর সাধ্যের শতভাগ দিয়েই চেষ্টা করছেন দায়িত্ব পালন করার।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম বলেন, এক বছরে পার হলেও কলেজের অধ্যক্ষ পদটি শূন্য। অধ্যক্ষ ছাড়া কলেজের প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটতে পারে, এটা স্বাভাবিক। তবুও সমস্যা, সংকটের মাঝেও আমরা আন্তরিকভাবে কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং কার্যকর পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার ব্রতে আমরা নিবেদিত।
অধ্যক্ষ ছাড়াই চলছে পূর্ব সিলেটের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজ। নতুন অধ্যক্ষের পদায়ন না হওয়ায় এক বছর ধরে উপাধ্যক্ষ দিয়ে একাই চালাতে হচ্ছে কলেজের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম। কলেজে সর্বশেষ অধ্যক্ষ ছিলেন বিয়ানীবাজারের ভূমিপুত্র প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ। তিনি ২০২০ সালের ২৮ জুন অবসরে চলে যান। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন কলেজের উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম।
কলেজ সূত্রে জানা যায়, অর্ধশতক ধরে এই অঞ্চলের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে বিয়ানীবাজার সরকারি কলেজ। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত কলেজটি প্রথমে উচ্চ মাধ্যমিক দিয়ে যাত্রা করে জাতীয়করণ করা হয় ১৯৮২ সালে। পরবর্তীকালে কলেজে অনার্স ও মাস্টার্স কোর্স চালু হয়। বর্তমানে কলেজে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা এই ৫টি বিভাগে অনার্স ও মাস্টার্স কোর্স রয়েছে। পাশাপাশি রয়েছে ইংরেজি ও দর্শন বিভাগে অনার্স কোর্স। কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাস) কোর্সসমূহ ছাড়াও ৭টি বিভাগে অনার্স ও ৫টি বিভাগে মাস্টার্স কোর্স মিলিয়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর পাঠদান। কলেজে শিক্ষকের পদ ৪৮ টি। এর মধ্যে দীর্ঘদিন থেকে ২০টি পদই শূন্য রয়েছে। আর কর্মরত রয়েছেন ২৮ জন শিক্ষক।
কলেজের শিক্ষার্থীরা বলছেন, প্রিন্সিপাল স্যার না থাকায় সকল কাজের জন্যই ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে যেতে হয়। তখন দেখা যায় স্যার কোন না কোন অফিশিয়াল কাজে ব্যস্ত আছেন। দুটি পদের দায়িত্ব পালন করতে গিয়ে তাই স্যারের ওপর অত্যধিক কাজের চাপ পড়ছে। ফলে কখনো কখনো আমাদের কাজগুলো দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে না। তাই শিগগিরই নতুন অধ্যক্ষের পদায়ন দরকার।
কলেজের সহযোগী অধ্যাপক মো. শহীদুল আলম বলেন, কলেজের শীর্ষ পদটি শূন্য থাকায় কলেজের প্রশাসনিক কাজের সম্পন্ন হতে সাময়িক অসুবিধা হলেও বর্তমান এই করোনাকালেও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্যার তাঁর সাধ্যের শতভাগ দিয়েই চেষ্টা করছেন দায়িত্ব পালন করার।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম বলেন, এক বছরে পার হলেও কলেজের অধ্যক্ষ পদটি শূন্য। অধ্যক্ষ ছাড়া কলেজের প্রশাসনিক কাজে বিঘ্ন ঘটতে পারে, এটা স্বাভাবিক। তবুও সমস্যা, সংকটের মাঝেও আমরা আন্তরিকভাবে কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং কার্যকর পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার ব্রতে আমরা নিবেদিত।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে