নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে ছাত্রদলের মিছিলে ধাওয়া করেছে পুলিশ। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে ছাত্রদলের নেতা–কর্মীরা। জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ২টার দিকে নগরের বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে ও ডায়াবেটিস হাসপাতালের গলি কয়েক শ নেতা–কর্মী জড়ো হয়ে দুদিক থেকে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ এলে দুপক্ষই হাসান মার্কেট ও মধুবন মার্কেট এলাকায় মুখোমুখি হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে ছাত্রদলের নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। প্রায় আধা ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ায় ৪ পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মহানগর ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এম সাগর হাসান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের সময় বন্দর ও জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত শাটার লাগিয়ে দোকানের ভেতরে অবস্থান করেন।
গতকাল মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের (হাজী দিনার) নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, ডায়াবেটিস হাসপাতালের গলি থেকে ৫০–৬০ জনের দুষ্কৃতকারীর দল বের হয়ে এখানকার নিরস্ত্র সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালায়। ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষণিক পুলিশ এসে তাদের প্রতিহত করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে সরিয়ে দিই। আমাদের ৪ জন সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুষ্কৃতকারীদের আটকের চেষ্টা চলছে।’
পুলিশের এই বক্তব্যকে ‘ভুয়া’ আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও খন্দকার আবদুল মুক্তাদির। তাঁরা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে ছাত্রদল শান্তিপূর্ণ মিছিল বের করেছিল। পুলিশ তাঁদের ওপর গুলিবর্ষণ করেছে। এরা সব সময়ই মিথ্যা কথা বলে আসছে। আজ পবিত্র আশুরার দিন। সরকারি ছুটি। এখানে সাধারণ মানুষ কই পেল যে ছাত্রদল হামলা করবে? সাধারণ মানুষের জন্যই তো ছাত্রদলের এই কর্মসূচি। আমরা শিক্ষার্থীদের ওপর পৈশাচিক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। ছাত্রলীগসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সিলেটে ছাত্রদলের মিছিলে ধাওয়া করেছে পুলিশ। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে ছাত্রদলের নেতা–কর্মীরা। জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ বুধবার বেলা পৌনে ২টার দিকে নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ২টার দিকে নগরের বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে ও ডায়াবেটিস হাসপাতালের গলি কয়েক শ নেতা–কর্মী জড়ো হয়ে দুদিক থেকে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ এলে দুপক্ষই হাসান মার্কেট ও মধুবন মার্কেট এলাকায় মুখোমুখি হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে ছাত্রদলের নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। প্রায় আধা ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়ায় ৪ পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মহানগর ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এম সাগর হাসান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের সময় বন্দর ও জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত শাটার লাগিয়ে দোকানের ভেতরে অবস্থান করেন।
গতকাল মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনে ঢাকাসহ দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বী ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের (হাজী দিনার) নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, ডায়াবেটিস হাসপাতালের গলি থেকে ৫০–৬০ জনের দুষ্কৃতকারীর দল বের হয়ে এখানকার নিরস্ত্র সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা চালায়। ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষণিক পুলিশ এসে তাদের প্রতিহত করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে সরিয়ে দিই। আমাদের ৪ জন সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুষ্কৃতকারীদের আটকের চেষ্টা চলছে।’
পুলিশের এই বক্তব্যকে ‘ভুয়া’ আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও খন্দকার আবদুল মুক্তাদির। তাঁরা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে ছাত্রদল শান্তিপূর্ণ মিছিল বের করেছিল। পুলিশ তাঁদের ওপর গুলিবর্ষণ করেছে। এরা সব সময়ই মিথ্যা কথা বলে আসছে। আজ পবিত্র আশুরার দিন। সরকারি ছুটি। এখানে সাধারণ মানুষ কই পেল যে ছাত্রদল হামলা করবে? সাধারণ মানুষের জন্যই তো ছাত্রদলের এই কর্মসূচি। আমরা শিক্ষার্থীদের ওপর পৈশাচিক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। ছাত্রলীগসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫