Ajker Patrika

শাবিপ্রবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১৩
শাবিপ্রবিতে নতুন ৪ সহকারী প্রক্টর নিয়োগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চারজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাভেদ কায়সার ইবনে রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তফা কামাল এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন দিপা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দায়িত্ব পালনে বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

এদিকে পৃথক এক আদেশে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিয়া মিজান চৌধুরীকে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত