সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর টিলাগড়ে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এমসি কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘জয় বাংলা’ ও ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেয় তারা।
প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে তারা রাস্তা থেকে সরে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দেলোয়ার হোসেন রাহি নামে এক শিক্ষার্থী মোটরসাইকেলযোগে টিলাগড় পয়েন্ট দিয়ে যাওয়ার সময় পুলিশ গতিরোধ করে। রাহির মাথায় হেলমেট না থাকায় ১৫ হাজার টাকার মামলা দেয় ট্রাফিক পুলিশ। খবর পেয়ে বেলা ২টার দিকে টিলাগড় পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এবং সড়ক অবরোধ করে রাখে এমসিসহ বিভিন্ন কলেজের ছাত্ররা।
সড়ক অবরোধ করে রাখার কারণে বন্দর-টিলাগড় এবং টিলাগড়-আম্বরখানা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নেয়।
মামলার বিষয়ে এমসি কলেজের শিক্ষার্থী দেলোয়ার হোসেন রাহি বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব ঠিক ছিল। শুধু আমার হেলমেটটা ভেঙে গেছে তাই সঙ্গে আনতে পারিনি। আমি তাদের অনুনয়-বিনয় করে বলি, আপনারা আমার কাগজপত্র রেখে আমাকে মাত্র ১০ মিনিট সময় দেন, আমি নতুন হেলমেট নিয়ে আসতেছি। কিন্তু তারা আমার একটি কথাও না শুনে, আমাকে কোনো সময় না দিয়ে ১৫ হাজার টাকার মামলা দিয়ে দিয়েছে।’
এ ব্যাপারে শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ‘এখানে হয়রানিমূলক কোনো মামলা দেওয়া হয়নি। হেলমেট না থাকলে মামলা দেওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। তাছাড়া নগরীতে ট্রাফিক সপ্তাহ চলছে। তাই এসব ব্যাপারে ট্রাফিক বিভাগ অনেক তৎপর। তবে টিলাগড়ের বিষয়টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে মিটমাট হয়েছে।’
সিলেট নগরীর টিলাগড়ে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এমসি কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘জয় বাংলা’ ও ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেয় তারা।
প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে তারা রাস্তা থেকে সরে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দেলোয়ার হোসেন রাহি নামে এক শিক্ষার্থী মোটরসাইকেলযোগে টিলাগড় পয়েন্ট দিয়ে যাওয়ার সময় পুলিশ গতিরোধ করে। রাহির মাথায় হেলমেট না থাকায় ১৫ হাজার টাকার মামলা দেয় ট্রাফিক পুলিশ। খবর পেয়ে বেলা ২টার দিকে টিলাগড় পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এবং সড়ক অবরোধ করে রাখে এমসিসহ বিভিন্ন কলেজের ছাত্ররা।
সড়ক অবরোধ করে রাখার কারণে বন্দর-টিলাগড় এবং টিলাগড়-আম্বরখানা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নেয়।
মামলার বিষয়ে এমসি কলেজের শিক্ষার্থী দেলোয়ার হোসেন রাহি বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সব ঠিক ছিল। শুধু আমার হেলমেটটা ভেঙে গেছে তাই সঙ্গে আনতে পারিনি। আমি তাদের অনুনয়-বিনয় করে বলি, আপনারা আমার কাগজপত্র রেখে আমাকে মাত্র ১০ মিনিট সময় দেন, আমি নতুন হেলমেট নিয়ে আসতেছি। কিন্তু তারা আমার একটি কথাও না শুনে, আমাকে কোনো সময় না দিয়ে ১৫ হাজার টাকার মামলা দিয়ে দিয়েছে।’
এ ব্যাপারে শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ‘এখানে হয়রানিমূলক কোনো মামলা দেওয়া হয়নি। হেলমেট না থাকলে মামলা দেওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। তাছাড়া নগরীতে ট্রাফিক সপ্তাহ চলছে। তাই এসব ব্যাপারে ট্রাফিক বিভাগ অনেক তৎপর। তবে টিলাগড়ের বিষয়টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে মিটমাট হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে