সিলেট প্রতিনিধি
করোনা ভাইরাসের টিকা নিতে অপেক্ষায় আছেন সিলেটের প্রায় দুই লাখ শিক্ষার্থী। আগামীকাল সোমবার থেকে বিভিন্ন স্থানে টিকা দেওয়া শুরু হলেও সিলেটে কবে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে তা এখনো নির্ধারণ হয়নি। এরই মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে জেলা শিক্ষা অফিস। এসব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, এখনই সিলেটের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। আগামীকাল সোমবার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হলেও সিলেটের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। তবে আমরা আশা করছি খুব শিগগিরই সিলেটেও টিকা দেওয়া শুরু হতে পারে।
জেলা শিক্ষা অফিস জানায়, সিলেট জেলা ও মহানগরের ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এ সব শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। তথ্য প্রেরণকৃত শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ২৯০ জন মাদ্রাসার আর ১ লাখ ৬২ হাজার ৮৬৯ স্কুলের শিক্ষার্থী।
সিলেট জেলা শিক্ষা অফিসার এ এস এম আবদুল ওয়াদুদ বলেন, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এখন শিক্ষা মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবে কাজ করব। তথ্য প্রেরণ একটি চলমান প্রক্রিয়া। আমরা পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে প্রেরণ করব।
আগামীকাল সোমবার থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রথম দফায় রাজধানীর ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু হবে। এ লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। বর্তমানে ৭০ লাখ ফাইজারের টিকা রয়েছে। যা দিয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আগামী নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।
খুরশীদ আলম বলেন, ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। এ জন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে দেশব্যাপী ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু করা হবে।
করোনা ভাইরাসের টিকা নিতে অপেক্ষায় আছেন সিলেটের প্রায় দুই লাখ শিক্ষার্থী। আগামীকাল সোমবার থেকে বিভিন্ন স্থানে টিকা দেওয়া শুরু হলেও সিলেটে কবে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে তা এখনো নির্ধারণ হয়নি। এরই মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে জেলা শিক্ষা অফিস। এসব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, এখনই সিলেটের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। আগামীকাল সোমবার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হলেও সিলেটের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। তবে আমরা আশা করছি খুব শিগগিরই সিলেটেও টিকা দেওয়া শুরু হতে পারে।
জেলা শিক্ষা অফিস জানায়, সিলেট জেলা ও মহানগরের ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এ সব শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। তথ্য প্রেরণকৃত শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ২৯০ জন মাদ্রাসার আর ১ লাখ ৬২ হাজার ৮৬৯ স্কুলের শিক্ষার্থী।
সিলেট জেলা শিক্ষা অফিসার এ এস এম আবদুল ওয়াদুদ বলেন, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এখন শিক্ষা মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবে কাজ করব। তথ্য প্রেরণ একটি চলমান প্রক্রিয়া। আমরা পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে প্রেরণ করব।
আগামীকাল সোমবার থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রথম দফায় রাজধানীর ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু হবে। এ লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। বর্তমানে ৭০ লাখ ফাইজারের টিকা রয়েছে। যা দিয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আগামী নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।
খুরশীদ আলম বলেন, ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। এ জন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে দেশব্যাপী ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫