তানভীর হাসান, শাবিপ্রবি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের আগমন হওয়ায় ক্যাম্পাস যেন মুখর হয়ে উঠেছে।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘এ’ ইউনিটে ও বেলা ২টায় ‘বি’ ও ‘সি’ ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের গোলাপ ও রজনীগন্ধা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া ক্যাম্পাসের বাস্কেটবল গ্রাউন্ডে অন্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন নির্দেশিকা দিয়ে নবীনদের বরণ করে নেন। প্রতিটি বিভাগেও পরিচিতি অনুষ্ঠান করা হয়েছে।
২০২১-২২ শিক্ষাবর্ষে গণিত বিভাগের নবীন শিক্ষার্থী তৌকির হোসেন ক্যাম্পাসের প্রথম দিনের অনুভূতি বিষয়ে বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে অনেক আনন্দিত। কেননা ক্যাম্পাসের ছোট ছোট টিলা ও সবুজের সমারোহ আমাকে মুগ্ধ করেছে। আমি পড়ালেখা শেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই।’
কথা হয় সমুদ্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মো. সাকিবুর রহমান শিশির সঙ্গে। তিনি বলেন, ‘শাবিপ্রবিতে ভর্তি হতে পেরে আমি খুশি। আমি বিসিএস ক্যাডার হতে চাই। নিজের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করব এবং দেশ গড়ার কাজে নিয়োজিত থাকব।’
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে এসে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সৌমিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খুবই ভালো লাগছে। সবার সঙ্গে পরিচিত হচ্ছি। বিভিন্ন জায়গায় ঘুরছি।’
শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষার্থী পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সভাপতিত্ব করেন ২০২১-২২ সেশনের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. রাশেদ তালুকদার।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, ‘শুধু শিক্ষিত হওয়া বা ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়, তোমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। প্রকৃত দেশপ্রেমিক হতে হবে, দেশের আইন ও বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তোমাদের মনে রাখতে হবে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।’
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের আগমন হওয়ায় ক্যাম্পাস যেন মুখর হয়ে উঠেছে।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘এ’ ইউনিটে ও বেলা ২টায় ‘বি’ ও ‘সি’ ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের গোলাপ ও রজনীগন্ধা দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া ক্যাম্পাসের বাস্কেটবল গ্রাউন্ডে অন্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন নির্দেশিকা দিয়ে নবীনদের বরণ করে নেন। প্রতিটি বিভাগেও পরিচিতি অনুষ্ঠান করা হয়েছে।
২০২১-২২ শিক্ষাবর্ষে গণিত বিভাগের নবীন শিক্ষার্থী তৌকির হোসেন ক্যাম্পাসের প্রথম দিনের অনুভূতি বিষয়ে বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে অনেক আনন্দিত। কেননা ক্যাম্পাসের ছোট ছোট টিলা ও সবুজের সমারোহ আমাকে মুগ্ধ করেছে। আমি পড়ালেখা শেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই।’
কথা হয় সমুদ্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মো. সাকিবুর রহমান শিশির সঙ্গে। তিনি বলেন, ‘শাবিপ্রবিতে ভর্তি হতে পেরে আমি খুশি। আমি বিসিএস ক্যাডার হতে চাই। নিজের স্বপ্ন পূরণ করতে চেষ্টা করব এবং দেশ গড়ার কাজে নিয়োজিত থাকব।’
বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে এসে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন সৌমিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশ খুবই ভালো লাগছে। সবার সঙ্গে পরিচিত হচ্ছি। বিভিন্ন জায়গায় ঘুরছি।’
শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষার্থী পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সভাপতিত্ব করেন ২০২১-২২ সেশনের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. রাশেদ তালুকদার।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, ‘শুধু শিক্ষিত হওয়া বা ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয়, তোমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। প্রকৃত দেশপ্রেমিক হতে হবে, দেশের আইন ও বিশ্ববিদ্যালয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তোমাদের মনে রাখতে হবে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫