কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
বাইসাইকেলে করে পত্রিকা ফেরি করেন আব্দুল হেকিম। বঙ্গবন্ধু মহাসড়কের পাশ ধরে চালাচ্ছিলেন। হঠাৎ একটি ট্রাক এতটাই কাছে এসে যায় যে তিনি জীবন বাঁচাতে পিচ থেকে পাশে নামার চেষ্টা করেন। কিন্তু মাটির নাগাল না পেয়ে সাইকেল নিয়েই পড়ে যান পাশের গর্তে। আহত হন তিনি। একইভাবে মাটির নাগাল না পেয়ে গর্তে পড়েন অটো চালক রফিক।
শুধু আব্দুল হেকিম ও রফিক নন, প্রায়ই এ জাতীয় দুর্ঘটনার শিকার হচ্ছেন সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকেরা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কটি। পানির তোড়ে সরে গেছে সড়কের বেশ কিছু অংশের মাটি। মহাসড়কের ইসলামপুর থেকে টুকেরবাজার পর্যন্ত অংশের পুরোটাই মাটি সরে গেছে। অনেক স্থানে দু-তিন ফুট গর্ত হয়ে গেছে। এসব জায়গায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
তবে, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহাসড়কের হাবির দোকানের জায়গা। সেখানে রাস্তার নিচ থেকে মাটি সরে গেছে বেশ কয়েক ফুট। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওই অংশটিতে বেইলি ব্রিজ করে যানবাহন চলাচল সচল রাখা হয়।
এদিকে, বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু মহাসড়কের সংস্কার কাজে হাত দেয়নি সওজ বা ঠিকাদারি প্রতিষ্ঠান কেউই। এ অবস্থায় ঝুঁকি নিয়েই চালকেরা যানবাহন চালাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালের ৩১ মে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়। পরে ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় ধরে ৩১ দশমিক ৭৭৬ কিলোমিটার দীর্ঘ সড়কের কাজ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। সময়ের ব্যবধানে কয়েক ধাপে বাড়ে এর নির্মাণব্যয় ও সময়কাল। চুক্তির প্রায় পাঁচ বছর পর মহাসড়কের নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা। এ ছাড়া ওয়েটস্কেল স্থাপনসহ আরও অনেক কাজে নির্মাণ ব্যয় ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা। নির্মাণকাজের পর চুক্তি অনুযায়ী ৩ বছরের রাস্তা দেখভাল করার দায়িত্ব পায় স্প্রেক্টা ইন্টারন্যাশনাল কোম্পানি।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, বন্যায় বঙ্গবন্ধু মহাসড়কের বিভিন্ন অংশের মাটি সরে গেছে। মাটি পাওয়া যাচ্ছে না। পানি নেমে গেলে মাটির ব্যবস্থা করে সোল্ডার করা হবে।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘পূর্বের অভিজ্ঞতা থেকে মহাসড়কের অনেকাংশে ব্লক বসানো হয়নি। এবারের বন্যার পর আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। পানি নেমে গেলে এস্টিমেশন করা হবে। মহাসড়কের হাবির দোকানের ওই জায়গাটায় রিটেইনিং ওয়াল (ধারণকারী প্রাচীর) করে স্পেশাল মেথডে কাজ করতে হবে।
বাইসাইকেলে করে পত্রিকা ফেরি করেন আব্দুল হেকিম। বঙ্গবন্ধু মহাসড়কের পাশ ধরে চালাচ্ছিলেন। হঠাৎ একটি ট্রাক এতটাই কাছে এসে যায় যে তিনি জীবন বাঁচাতে পিচ থেকে পাশে নামার চেষ্টা করেন। কিন্তু মাটির নাগাল না পেয়ে সাইকেল নিয়েই পড়ে যান পাশের গর্তে। আহত হন তিনি। একইভাবে মাটির নাগাল না পেয়ে গর্তে পড়েন অটো চালক রফিক।
শুধু আব্দুল হেকিম ও রফিক নন, প্রায়ই এ জাতীয় দুর্ঘটনার শিকার হচ্ছেন সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকেরা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কটি। পানির তোড়ে সরে গেছে সড়কের বেশ কিছু অংশের মাটি। মহাসড়কের ইসলামপুর থেকে টুকেরবাজার পর্যন্ত অংশের পুরোটাই মাটি সরে গেছে। অনেক স্থানে দু-তিন ফুট গর্ত হয়ে গেছে। এসব জায়গায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
তবে, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহাসড়কের হাবির দোকানের জায়গা। সেখানে রাস্তার নিচ থেকে মাটি সরে গেছে বেশ কয়েক ফুট। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ওই অংশটিতে বেইলি ব্রিজ করে যানবাহন চলাচল সচল রাখা হয়।
এদিকে, বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু মহাসড়কের সংস্কার কাজে হাত দেয়নি সওজ বা ঠিকাদারি প্রতিষ্ঠান কেউই। এ অবস্থায় ঝুঁকি নিয়েই চালকেরা যানবাহন চালাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালের ৩১ মে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়। পরে ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় ধরে ৩১ দশমিক ৭৭৬ কিলোমিটার দীর্ঘ সড়কের কাজ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। সময়ের ব্যবধানে কয়েক ধাপে বাড়ে এর নির্মাণব্যয় ও সময়কাল। চুক্তির প্রায় পাঁচ বছর পর মহাসড়কের নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা। এ ছাড়া ওয়েটস্কেল স্থাপনসহ আরও অনেক কাজে নির্মাণ ব্যয় ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা। নির্মাণকাজের পর চুক্তি অনুযায়ী ৩ বছরের রাস্তা দেখভাল করার দায়িত্ব পায় স্প্রেক্টা ইন্টারন্যাশনাল কোম্পানি।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, বন্যায় বঙ্গবন্ধু মহাসড়কের বিভিন্ন অংশের মাটি সরে গেছে। মাটি পাওয়া যাচ্ছে না। পানি নেমে গেলে মাটির ব্যবস্থা করে সোল্ডার করা হবে।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘পূর্বের অভিজ্ঞতা থেকে মহাসড়কের অনেকাংশে ব্লক বসানো হয়নি। এবারের বন্যার পর আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। পানি নেমে গেলে এস্টিমেশন করা হবে। মহাসড়কের হাবির দোকানের ওই জায়গাটায় রিটেইনিং ওয়াল (ধারণকারী প্রাচীর) করে স্পেশাল মেথডে কাজ করতে হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে