প্রতিনিধি, বিশ্বনাথ (সিলেট)
সিলেট বিশ্বনাথ উপজেলায় দিন দিন বাড়ছে আত্মহত্যার প্রবণতা। তুচ্ছ কারণ, প্রেম ও পারিবারিক কলহসহ বিভিন্ন কারণে আত্মহননের পথ বেঁচে নিচ্ছেন হতাশাগ্রস্ত মানুষেরা। এ তালিকায় শুধু বড়রা নয়, আছে শিশু-কিশোরেরাও। পুলিশের তথ্য বলছে, চলতি মাসের মাত্র ১৩ দিনের ব্যবধানে ৬টি আত্মহত্যার ঘটনা ঘটছে। আবার কেউ কেউ চালিয়েছেন আত্মহননের ব্যর্থ চেষ্টা। হঠাৎ করে এমন আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলছেন সচেতন মহল।
পুলিশ সূত্র জানায়, সর্বশেষ গেল ১৯ আগস্ট দুপুরে ভাইবোনদের সঙ্গে খাবার নিয়ে ঝগড়ার একপর্যায়ে মায়ের বকুনিতে অভিমানে বিষপান করে ১৬ বছর বয়সী কিশোরী হাফিজা বেগম তানিয়া। সে উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের দিলশাদ মিয়ার মেয়ে। তাৎক্ষণিক সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে ওখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এর আগে দিন ১৮ আগস্ট নিজ শয়ন কক্ষের ছাদে ব্যবহৃত বাঁশের সঙ্গে ওড়না ও পর্দা দিয়ে ফাঁস নেন প্রিয়াংকা দেবনাথ সঞ্জি নামের ২২ বছরের এক নারী। তিনি অলংকারী ইউনিয়নের রামাইচক রহিমপুর গ্রামের নরোত্তম দেবনাথের মেয়ে। ওই দিন সন্ধ্যা রাতে পরিবারের সকলের অগোচরে ফাঁস নেন তিনি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানাতে পারেনি কেউ।
গেল ১৬ তারিখ বিষপানে আত্মহত্যা করেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আবদুল মনাফের স্ত্রী রাফিয়া বেগম (৫০)। পরিবারের দাবি, দীর্ঘদিন ধনে ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ওই দিন দুপুর দেড়টায় পান করেন কীটনাশক। পরে হাসপাতালে নেওয়া হলেও প্রাণ রক্ষা হয়নি তাঁর।
১৩ আগস্ট বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের শিশু রিয়া বেগম (১৩)। সে গ্রামের আবদুল কাদিরের মেয়ে। ঘটনার দিন বিকেল সাড়ে ৩টায় কীটনাশক পান করে করে রিয়া। পরে একদিন চিকিৎসা নেওয়ার পর হাসপাতালেই মারা যায় সে।
১২ আগস্ট মধ্যরাতে শয়নকক্ষের জানালার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন একই ইউনিয়নের মান্দারুকা গ্রামের মৃত লুৎফুর রহমান বলাইয়ের ছেলে শামীম আহমদ মাহি (২৭)। পরদিন পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি।
এর আগে গেল ৫ আগস্ট প্রেমিকার সঙ্গে অভিমান করে বিষপান করেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে জিল্লুর রহমান (২১)। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সামাজিক সংগঠন `বাতিঘর' এর সাবেক সভাপতি গোলাম মোস্তফা বলেন, আত্মহত্যার পেছনে দায়ী সামাজিক বৈষম্য, হতাশা, পারিবারিক কলহ, ভার্চুয়াল দুনিয়া ও মাদকের আগ্রাসন।
সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুন্না বলেন, আমাদের পারিবারিক যে সমস্যা আছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যারা পরিবারের কর্তা আছি আমরা আমাদের ছেলে মেয়েদের দেখা শোনা করতে হবে, তারা কি করছে কোথায় যাচ্ছে। সচেতন হতে হবে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী আতাউল রহমান বলেন, আত্মহনন শেষ সমাধান নয়। এটি রোধে সচেতনতার বিকল্প নেই। তবে, এ কাজে কেউ প্ররোচনা দিলে তাঁকে আইনের আওতায় আনা হবে।
সিলেট বিশ্বনাথ উপজেলায় দিন দিন বাড়ছে আত্মহত্যার প্রবণতা। তুচ্ছ কারণ, প্রেম ও পারিবারিক কলহসহ বিভিন্ন কারণে আত্মহননের পথ বেঁচে নিচ্ছেন হতাশাগ্রস্ত মানুষেরা। এ তালিকায় শুধু বড়রা নয়, আছে শিশু-কিশোরেরাও। পুলিশের তথ্য বলছে, চলতি মাসের মাত্র ১৩ দিনের ব্যবধানে ৬টি আত্মহত্যার ঘটনা ঘটছে। আবার কেউ কেউ চালিয়েছেন আত্মহননের ব্যর্থ চেষ্টা। হঠাৎ করে এমন আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলছেন সচেতন মহল।
পুলিশ সূত্র জানায়, সর্বশেষ গেল ১৯ আগস্ট দুপুরে ভাইবোনদের সঙ্গে খাবার নিয়ে ঝগড়ার একপর্যায়ে মায়ের বকুনিতে অভিমানে বিষপান করে ১৬ বছর বয়সী কিশোরী হাফিজা বেগম তানিয়া। সে উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের দিলশাদ মিয়ার মেয়ে। তাৎক্ষণিক সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে ওখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এর আগে দিন ১৮ আগস্ট নিজ শয়ন কক্ষের ছাদে ব্যবহৃত বাঁশের সঙ্গে ওড়না ও পর্দা দিয়ে ফাঁস নেন প্রিয়াংকা দেবনাথ সঞ্জি নামের ২২ বছরের এক নারী। তিনি অলংকারী ইউনিয়নের রামাইচক রহিমপুর গ্রামের নরোত্তম দেবনাথের মেয়ে। ওই দিন সন্ধ্যা রাতে পরিবারের সকলের অগোচরে ফাঁস নেন তিনি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানাতে পারেনি কেউ।
গেল ১৬ তারিখ বিষপানে আত্মহত্যা করেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আবদুল মনাফের স্ত্রী রাফিয়া বেগম (৫০)। পরিবারের দাবি, দীর্ঘদিন ধনে ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। ওই দিন দুপুর দেড়টায় পান করেন কীটনাশক। পরে হাসপাতালে নেওয়া হলেও প্রাণ রক্ষা হয়নি তাঁর।
১৩ আগস্ট বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করে উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের শিশু রিয়া বেগম (১৩)। সে গ্রামের আবদুল কাদিরের মেয়ে। ঘটনার দিন বিকেল সাড়ে ৩টায় কীটনাশক পান করে করে রিয়া। পরে একদিন চিকিৎসা নেওয়ার পর হাসপাতালেই মারা যায় সে।
১২ আগস্ট মধ্যরাতে শয়নকক্ষের জানালার সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন একই ইউনিয়নের মান্দারুকা গ্রামের মৃত লুৎফুর রহমান বলাইয়ের ছেলে শামীম আহমদ মাহি (২৭)। পরদিন পুলিশের সহায়তায় ঘরের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি।
এর আগে গেল ৫ আগস্ট প্রেমিকার সঙ্গে অভিমান করে বিষপান করেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে জিল্লুর রহমান (২১)। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সামাজিক সংগঠন `বাতিঘর' এর সাবেক সভাপতি গোলাম মোস্তফা বলেন, আত্মহত্যার পেছনে দায়ী সামাজিক বৈষম্য, হতাশা, পারিবারিক কলহ, ভার্চুয়াল দুনিয়া ও মাদকের আগ্রাসন।
সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুন্না বলেন, আমাদের পারিবারিক যে সমস্যা আছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যারা পরিবারের কর্তা আছি আমরা আমাদের ছেলে মেয়েদের দেখা শোনা করতে হবে, তারা কি করছে কোথায় যাচ্ছে। সচেতন হতে হবে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী আতাউল রহমান বলেন, আত্মহনন শেষ সমাধান নয়। এটি রোধে সচেতনতার বিকল্প নেই। তবে, এ কাজে কেউ প্ররোচনা দিলে তাঁকে আইনের আওতায় আনা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫