হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং একটি বিশেষ গোষ্ঠীর প্রভাব থাকার অভিযোগ এনে সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। আজ সোমবার সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় তাঁরা প্রেসক্লাবকে একটি মুক্ত, নিরপেক্ষ এবং সক্রিয় পেশাগত সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রেসক্লাবের সদস্যপদ নিয়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম দূর করে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করা। এ ছাড়া বছরের পর বছর ধরে অবৈধ নেতৃত্বে পরিচালিত প্রেসক্লাবকে একক আধিপত্য ও দুর্নীতিমুক্ত করা।
মানববন্ধনে বক্তারা বলেন, সুশাসন ও সমতাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত না করলে প্রেসক্লাব তার কার্যকরী ভূমিকা হারাবে। এ ক্ষেত্রে প্রেসক্লাবের বর্তমান অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি দূর করে পুনর্গঠন ও সংস্কার না করা পর্যন্ত আগামী কার্যকরী কমিটিকে দায়িত্ব গ্রহণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানানো হয়। পরে আগামীকাল মঙ্গলবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।
দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমানের সভাপতিত্বে ও দীপ্ত টিভির হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন এখন টেলিভিশন ও খবরের কাগজের কাজল সরকার, দৈনিক আমার সংবাদের মীর আব্দুল কাদির, দৈনিক বাংলাদেশ সমাচারের আব্দুল হান্নান চৌধুরী টিপু, দৈনিক আমার বার্তার সিরাজুল ইসলাম জীবন, মাই টিভির নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির আমীর হামজা, এশিয়ান টিভির জাহাঙ্গীর রহমান, আনন্দ টিভির শাহাউর রহমান বেলাল, চ্যানেল এসের মো. আলফু মিয়া, দৈনিক সংবাদের মোহাম্মদ শাহ আলম, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক রুবেল মিয়া, তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, হবিগঞ্জের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক মিজানুর রহমান, দৈনিক জনতার জেলা প্রতিনিধি ডা. শেখ এম এ জলিল, দৈনিক খোলা কাগজের আব্দুল মহিন শিপন, দৈনিক সকালের সময়ের আব্দুর নূর, বিজয় প্রতিধ্বনির ইমরান আহমেদ, প্রতিদিনের কাগজের শাওন খান, আজকের বসুন্ধরার মো. আব্দুল হান্নান স্বপন, হবিগঞ্জের জননীর মো. নুরুজ্জামান রাজু, বাংলাদেশ পরিক্রমার মো. আব্দুল হান্নান, ভোরের আকাশের মো. রেজাউল করিম, চেক পোস্টের এইচ আর রুবেল প্রমুখ।
হবিগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং একটি বিশেষ গোষ্ঠীর প্রভাব থাকার অভিযোগ এনে সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। আজ সোমবার সকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় তাঁরা প্রেসক্লাবকে একটি মুক্ত, নিরপেক্ষ এবং সক্রিয় পেশাগত সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রেসক্লাবের সদস্যপদ নিয়ে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম দূর করে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করা। এ ছাড়া বছরের পর বছর ধরে অবৈধ নেতৃত্বে পরিচালিত প্রেসক্লাবকে একক আধিপত্য ও দুর্নীতিমুক্ত করা।
মানববন্ধনে বক্তারা বলেন, সুশাসন ও সমতাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত না করলে প্রেসক্লাব তার কার্যকরী ভূমিকা হারাবে। এ ক্ষেত্রে প্রেসক্লাবের বর্তমান অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতি দূর করে পুনর্গঠন ও সংস্কার না করা পর্যন্ত আগামী কার্যকরী কমিটিকে দায়িত্ব গ্রহণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জানানো হয়। পরে আগামীকাল মঙ্গলবার প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।
দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সহিবুর রহমানের সভাপতিত্বে ও দীপ্ত টিভির হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন এখন টেলিভিশন ও খবরের কাগজের কাজল সরকার, দৈনিক আমার সংবাদের মীর আব্দুল কাদির, দৈনিক বাংলাদেশ সমাচারের আব্দুল হান্নান চৌধুরী টিপু, দৈনিক আমার বার্তার সিরাজুল ইসলাম জীবন, মাই টিভির নিরঞ্জন গোস্বামী শুভ, দেশ টিভির আমীর হামজা, এশিয়ান টিভির জাহাঙ্গীর রহমান, আনন্দ টিভির শাহাউর রহমান বেলাল, চ্যানেল এসের মো. আলফু মিয়া, দৈনিক সংবাদের মোহাম্মদ শাহ আলম, দৈনিক প্রভাকরের বার্তা সম্পাদক রুবেল মিয়া, তরফ বার্তার বার্তা সম্পাদক জাহেদ আলী মামুন, হবিগঞ্জের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক মিজানুর রহমান, দৈনিক জনতার জেলা প্রতিনিধি ডা. শেখ এম এ জলিল, দৈনিক খোলা কাগজের আব্দুল মহিন শিপন, দৈনিক সকালের সময়ের আব্দুর নূর, বিজয় প্রতিধ্বনির ইমরান আহমেদ, প্রতিদিনের কাগজের শাওন খান, আজকের বসুন্ধরার মো. আব্দুল হান্নান স্বপন, হবিগঞ্জের জননীর মো. নুরুজ্জামান রাজু, বাংলাদেশ পরিক্রমার মো. আব্দুল হান্নান, ভোরের আকাশের মো. রেজাউল করিম, চেক পোস্টের এইচ আর রুবেল প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে