Ajker Patrika

ঈদের আগে বেতন-বোনাসসহ ও বকেয়া পরিশোধের দাবি শ্রমিকদের

সিলেট প্রতিনিধি
ঈদের আগে বেতন-বোনাসসহ ও বকেয়া পরিশোধের দাবি শ্রমিকদের

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাসসহ সকল প্রকার বকেয়া পরিশোধ করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, সারা বছর শ্রমিকেরা হাড়ভাঙা পরিশ্রম করার পরও ঈদে পরিবার পরিজনসহ ঈদ উদ্যাপন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে মালিকদের অধিক মুনাফার কারণে। তাদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না, রোজার পুরো মাস কাজ করিয়েও বোনাস থেকে বঞ্চিত করা হচ্ছে বরং অর্ধেক বেতন দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার ও বিজিএমইএ। 

সরকার ও বিজিএমইএর এই ঘোষণা প্রত্যাখ্যান করে নেতৃবৃন্দ বলেন, এই ঘোষণার ফলে গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা দেখা দেবে, তার দায়ভার বিজিএমইএ এবং সরকারকেই নিতে হবে। করোনা মহামারিতে শ্রমিকেরা দুই বছর মানবেতর জীবন কাটিয়েছে। সকল সুযোগ-সুবিধা থেকে শ্রমিকেরা বঞ্চিত হয়েছে! ফলে এ বছর সরকারের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন! ইনফরমাল সেক্টরের শ্রমিকদের অবস্থা আরও করুন! 

ঈদের ৩ দিন আগেই শ্রমিকদের ছুটি দেওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, নেতৃবৃন্দ অবিলম্বে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদান পরিশোধ করতে হবে। শুধু তাই নয়, ঈদের আগের দিন ছুটি দিলে অধিকাংশ শ্রমিককে বাড়ির পথে রাস্তায় ঈদ করতে হয় এবং প্রকৃত ভাড়ার দ্বিগুণ থেকে তিনগুণ বেশি গাড়ি ভাড়া দিয়েও তাঁরা স্বজনদের সাথে ঈদ করতে পারেন না। এ জন্য শ্রমিকদের নিরাপদে ও সাশ্রয়ী ভাড়ায় বাড়ি যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থার দাবি জানানো হয়। 

এ সমাবেশের সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মোখলেছুর রহমান। সমাবেশ পরিচালনা করেন সদস্যসচিব প্রসেনজিৎ রুদ্র। এ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড উজ্জ্বল রায়। সেই সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ খেতমজুর ও কৃষক সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি কমরেড আলমগীর হোসেন দুলাল, শ্রমিক নেতা আব্দুস শহীদ, আঙ্গুর মিয়া, সেলিম আহমেদ, রেজাউর রহমান রানা, জিতু সেন, চা শ্রমিক নেতা বীরেন সিং, অজিত রায়, রাজন দাস প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত