নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সামগ্রিক আলোচনা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল। এর আগে শুক্রবার দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা থেকে তাঁরা সার্কিট হাউসের দিকে রওনা দেন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্যরা হলেন মুহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব। এদের মধ্যে শাহরিয়ার আবেদীন ও জাহিদুল ইসলাম অপূর্ব ১৬৩ ঘণ্টার অনশনে অংশগ্রহণ করেছিলেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলোচনার ক্ষেত্রে প্রধান দাবি হিসেবে উপাচার্যের পদত্যাগ দাবি করবেন তাঁরা। দ্রুততম সময়ে তাঁকে উপাচার্যের পদ থেকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবিও জানাবেন শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা ও অর্থ সহায়তা দেওয়ায় সাবেক শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানাবেন তাঁরা। আন্দোলনের কারণে বন্ধ করে দেওয়া বিকাশ ও রকেট অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করা, গুরুতর আহত শিক্ষার্থী সজল কুন্ডুকে চিকিৎসার বাবদ এককালীন আর্থিক সহযোগিতা প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংকট সংক্রান্ত বিভিন্ন দাবি আলোচনায় তুলে ধরা হবে।
জানা গেছে, সফরসূচি অনুযায়ী বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও সার্কিট হাউসেই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকও সেখানে উপস্থিত থাকবেন। আলোচনা শেষে শাবিপ্রবিতে আসবেন শিক্ষামন্ত্রী। ক্যাম্পাসে অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনার বিষয়ে বক্তব্য রাখবেন তিনি।
প্রতিনিধি দলের সদস্য ও আন্দোলনের অন্যতম সংগঠক সুদীপ্ত ভাষ্কর বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আগে যখন কথা হয়েছে তখন তিনি আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের প্রধান দাবি এই উপাচার্যের পদত্যাগ। তা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সামগ্রিক আলোচনা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল। এর আগে শুক্রবার দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা থেকে তাঁরা সার্কিট হাউসের দিকে রওনা দেন।
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্যরা হলেন মুহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব। এদের মধ্যে শাহরিয়ার আবেদীন ও জাহিদুল ইসলাম অপূর্ব ১৬৩ ঘণ্টার অনশনে অংশগ্রহণ করেছিলেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলোচনার ক্ষেত্রে প্রধান দাবি হিসেবে উপাচার্যের পদত্যাগ দাবি করবেন তাঁরা। দ্রুততম সময়ে তাঁকে উপাচার্যের পদ থেকে সরিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবিও জানাবেন শিক্ষার্থীরা। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা ও অর্থ সহায়তা দেওয়ায় সাবেক শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানাবেন তাঁরা। আন্দোলনের কারণে বন্ধ করে দেওয়া বিকাশ ও রকেট অ্যাকাউন্টগুলো পুনরায় চালু করা, গুরুতর আহত শিক্ষার্থী সজল কুন্ডুকে চিকিৎসার বাবদ এককালীন আর্থিক সহযোগিতা প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংকট সংক্রান্ত বিভিন্ন দাবি আলোচনায় তুলে ধরা হবে।
জানা গেছে, সফরসূচি অনুযায়ী বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও সার্কিট হাউসেই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকও সেখানে উপস্থিত থাকবেন। আলোচনা শেষে শাবিপ্রবিতে আসবেন শিক্ষামন্ত্রী। ক্যাম্পাসে অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনার বিষয়ে বক্তব্য রাখবেন তিনি।
প্রতিনিধি দলের সদস্য ও আন্দোলনের অন্যতম সংগঠক সুদীপ্ত ভাষ্কর বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আগে যখন কথা হয়েছে তখন তিনি আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের প্রধান দাবি এই উপাচার্যের পদত্যাগ। তা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫