নিজস্ব প্রতিবেদক, সিলেট
অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ‘৯ মাসেও যদি কোনো সংস্কার না হয়, তবে ৯ বছরেও হবে না। নির্বাচন পিছিয়ে দেওয়ার অজুহাত বরদাশত করা হবে না। সরকার জনগণের নয়, বরং ভিন্ন উদ্দেশ্যে চলছে।’
গতকাল শুক্রবার বিকেলে সিলেটের মোগলাবাজারে দুস্থদের মধ্যে খাদ্য ও শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি এসব কথা বলেন। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সহস্রাধিক দুস্থকে উপহার দিতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ‘আন্তর্জাতিক শক্তি নয়, ‘সবার আগে বাংলাদেশ’–এই চেতনায় বিশ্বাসী বিএনপি। কর্মমুখী শিক্ষা, ফ্যামিলি ও ফার্মাস কার্ড, গ্রামীণ স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, ক্রীড়া ও বিদেশি ভাষা শিক্ষার প্রসারে কাজ করছে বিএনপি। দক্ষ জনশক্তি, ই-কমার্স ও ফ্রিল্যান্সিংকে গুরুত্ব দিয়ে জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠনই বিএনপির লক্ষ্য।’
প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের এপিএস ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের ঋণনির্ভর ও টাকা ছাপানো অর্থনৈতিক নীতি দেশের অর্থনীতিকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। অতীতে একই কাজ করেছিল ফ্যাসিস্টরা। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা নেই।’
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের দেশে দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিতে জনগণ সচেতন ও প্রস্তুত রয়েছে। জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই হতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচন আয়োজন, কিন্তু ১০ মাসেও তারা তা করতে ব্যর্থ হয়েছে। ৩.৫ কোটি নতুন ভোটার এখনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি–এটা গণতন্ত্রের জন্য লজ্জাজনক।’
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতা আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজি তাজুল ইসলাম, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আশরাফুল আলম বাহার, ময়নুল ইসলাম মঞ্জু, শাহীন আলম জয় প্রমুখ। এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে সময়ক্ষেপণ ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ‘৯ মাসেও যদি কোনো সংস্কার না হয়, তবে ৯ বছরেও হবে না। নির্বাচন পিছিয়ে দেওয়ার অজুহাত বরদাশত করা হবে না। সরকার জনগণের নয়, বরং ভিন্ন উদ্দেশ্যে চলছে।’
গতকাল শুক্রবার বিকেলে সিলেটের মোগলাবাজারে দুস্থদের মধ্যে খাদ্য ও শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি এসব কথা বলেন। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সহস্রাধিক দুস্থকে উপহার দিতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ‘আন্তর্জাতিক শক্তি নয়, ‘সবার আগে বাংলাদেশ’–এই চেতনায় বিশ্বাসী বিএনপি। কর্মমুখী শিক্ষা, ফ্যামিলি ও ফার্মাস কার্ড, গ্রামীণ স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, ক্রীড়া ও বিদেশি ভাষা শিক্ষার প্রসারে কাজ করছে বিএনপি। দক্ষ জনশক্তি, ই-কমার্স ও ফ্রিল্যান্সিংকে গুরুত্ব দিয়ে জনগণের রায়ের ভিত্তিতে সরকার গঠনই বিএনপির লক্ষ্য।’
প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের এপিএস ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের ঋণনির্ভর ও টাকা ছাপানো অর্থনৈতিক নীতি দেশের অর্থনীতিকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। অতীতে একই কাজ করেছিল ফ্যাসিস্টরা। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা নেই।’
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের দেশে দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিতে জনগণ সচেতন ও প্রস্তুত রয়েছে। জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই হতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচন আয়োজন, কিন্তু ১০ মাসেও তারা তা করতে ব্যর্থ হয়েছে। ৩.৫ কোটি নতুন ভোটার এখনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি–এটা গণতন্ত্রের জন্য লজ্জাজনক।’
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতা আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ ও সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজি তাজুল ইসলাম, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, আশরাফুল আলম বাহার, ময়নুল ইসলাম মঞ্জু, শাহীন আলম জয় প্রমুখ। এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫