সিলেট প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। আজ শুক্রবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা মুহাম্মদ মাসউদ খান।
অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, নির্বাচনের আগে বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান ও জুলাই সনদ ঘোষণা করতে হবে। তিনি জানান, ইসলামি দলগুলোর মধ্যে একটি কার্যকর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা চলছে।
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর প্রসঙ্গে আব্দুল কাদের বলেন, দলীয়ভাবে তাঁরা এখনো এটি সমর্থন করেননি, তবে ব্যক্তিগতভাবে তিনি তা সমর্থন করেন। বিশ্বের বিভিন্ন দেশে পিআর চালু রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ও নেপালেও এ পদ্ধতি চালু রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশে পিআর চালুর সুবিধা ও অসুবিধা দুটিই রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির আবদুল বাসিত আজাদ, নায়েবে আমির মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এ এ তাওসীফ প্রমুখ।
১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীরা হলেন—
সুনামগঞ্জ জেলা:
সুনামগঞ্জ-১ আসনে দলের সিলেট জেলার সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সুনামগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগরের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখার সহ-সেক্রেটারি আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগরের সহসভাপতি আবদুল কাদির।
সিলেট জেলা:
সিলেট-১ আসনে সিলেট মহানগর সভাপতি তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে সিলেট জেলার উপদেষ্টা আবুল হাসান ও সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি সাদিকুর রহমান।
মৌলভীবাজার জেলা:
মৌলভীবাজার-১ আসনে কাতার শাখার সহসভাপতি লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে নূরুল মুত্তাকীন জুনায়দ।
হবিগঞ্জ জেলা:
হবিগঞ্জ-১ আসনে হবিগঞ্জ জেলার সহসাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ আসনে আমিরে মজলিস আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় মহাসচিব আহমদ আবদুল কাদের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। আজ শুক্রবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা মুহাম্মদ মাসউদ খান।
অনুষ্ঠানে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, নির্বাচনের আগে বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান ও জুলাই সনদ ঘোষণা করতে হবে। তিনি জানান, ইসলামি দলগুলোর মধ্যে একটি কার্যকর ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা চলছে।
আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর প্রসঙ্গে আব্দুল কাদের বলেন, দলীয়ভাবে তাঁরা এখনো এটি সমর্থন করেননি, তবে ব্যক্তিগতভাবে তিনি তা সমর্থন করেন। বিশ্বের বিভিন্ন দেশে পিআর চালু রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ও নেপালেও এ পদ্ধতি চালু রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশে পিআর চালুর সুবিধা ও অসুবিধা দুটিই রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির আবদুল বাসিত আজাদ, নায়েবে আমির মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এ এ তাওসীফ প্রমুখ।
১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীরা হলেন—
সুনামগঞ্জ জেলা:
সুনামগঞ্জ-১ আসনে দলের সিলেট জেলার সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সুনামগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগরের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখার সহ-সেক্রেটারি আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগরের সহসভাপতি আবদুল কাদির।
সিলেট জেলা:
সিলেট-১ আসনে সিলেট মহানগর সভাপতি তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলার সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে সিলেট জেলার উপদেষ্টা আবুল হাসান ও সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি সাদিকুর রহমান।
মৌলভীবাজার জেলা:
মৌলভীবাজার-১ আসনে কাতার শাখার সহসভাপতি লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে নূরুল মুত্তাকীন জুনায়দ।
হবিগঞ্জ জেলা:
হবিগঞ্জ-১ আসনে হবিগঞ্জ জেলার সহসাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ আসনে আমিরে মজলিস আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে কেন্দ্রীয় মহাসচিব আহমদ আবদুল কাদের।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে