সিলেট প্রতিনিধি
সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, চোরাই পথে ভারত থেকে চিনি আনতে গিয়ে তিনি খাসিয়াদের গুলিতে আহত হন। তবে তাঁর স্বজনদের দাবি, সীমান্তের ভারতের অংশ থেকে লাকড়ি আনতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি।
আহত ব্যক্তির নাম বিশদ খান্দজানি (৩০)। তিনি উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের তুরংয়ের কুলিবস্তির মৃত বাবু চন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জের দমদমা সীমান্ত দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। এত দিন রাতের আঁধারে চিনি চোরাচালান হলেও এখন তা দিনদুপুরে পুরোদমে শুরু হয়েছে। নিত্যদিনের মতো গতকাল শুক্রবার বিকেলে চিনি নিয়ে আসার জন্য ১২৫৯/২ এস পিলারের ওপারে যান ২০–২৫ জন বাংলাদেশি। সীমান্তের ওপারে একটি বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় বাগানের পাহারাদার চোর মনে করে তাঁদের দিকে গুলি ছোড়েন।
এ সময় ওই এয়ারগানের গুলি বিশদ খান্দজানির পেটে লাগে। গুলিটি সরাসরি তাঁর পেটের একপাশে লেগে কিছুটা আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালানোর সময় তাঁদের পায়ের নিচে পড়ে যান বিশদ। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। পরে তাঁকে এপারে নিয়ে আসা হয়।
বিশদ খান্দজানির বাড়িতে খবর নিয়ে জানা যায়, তাঁকে গতকাল রাতে চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দমদমা ক্যাম্পের নায়েক সুবেদার রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে জানতে বিশদের পরিবারে লোকজন পাঠিয়েছিলাম। তাঁরা জানিয়েছেন, লাকড়ি আনতে গিয়েছিলেন বিশদ। এখন সে সুস্থ আছে।’
সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, চোরাই পথে ভারত থেকে চিনি আনতে গিয়ে তিনি খাসিয়াদের গুলিতে আহত হন। তবে তাঁর স্বজনদের দাবি, সীমান্তের ভারতের অংশ থেকে লাকড়ি আনতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি।
আহত ব্যক্তির নাম বিশদ খান্দজানি (৩০)। তিনি উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের তুরংয়ের কুলিবস্তির মৃত বাবু চন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জের দমদমা সীমান্ত দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। এত দিন রাতের আঁধারে চিনি চোরাচালান হলেও এখন তা দিনদুপুরে পুরোদমে শুরু হয়েছে। নিত্যদিনের মতো গতকাল শুক্রবার বিকেলে চিনি নিয়ে আসার জন্য ১২৫৯/২ এস পিলারের ওপারে যান ২০–২৫ জন বাংলাদেশি। সীমান্তের ওপারে একটি বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় বাগানের পাহারাদার চোর মনে করে তাঁদের দিকে গুলি ছোড়েন।
এ সময় ওই এয়ারগানের গুলি বিশদ খান্দজানির পেটে লাগে। গুলিটি সরাসরি তাঁর পেটের একপাশে লেগে কিছুটা আহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালানোর সময় তাঁদের পায়ের নিচে পড়ে যান বিশদ। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। পরে তাঁকে এপারে নিয়ে আসা হয়।
বিশদ খান্দজানির বাড়িতে খবর নিয়ে জানা যায়, তাঁকে গতকাল রাতে চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দমদমা ক্যাম্পের নায়েক সুবেদার রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে জানতে বিশদের পরিবারে লোকজন পাঠিয়েছিলাম। তাঁরা জানিয়েছেন, লাকড়ি আনতে গিয়েছিলেন বিশদ। এখন সে সুস্থ আছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে