নিজস্ব প্রতিবেদক, সিলেট
বিএনপি নেতার ফেসবুক আইডিতে মন্তব্যের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরের পাশে এ ঘটনা ঘটে। তবে আজ বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত উভয় পক্ষের কেউই থানায় কোনো অভিযোগ করেননি।
আহত ব্যক্তিরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্য ও জকিগঞ্জের আনন্দপুর গ্রামের সাফওয়ান ইমরান ও ইমরান হোসেন এবং জকিগঞ্জ প্রতিনিধি গন্ধদত্ত গ্রামের ওয়াসিম আকরাম। তাঁদের মধ্যে ওয়াসিম সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে, অন্য দুজন সাফওয়ান ও ইমরান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা জানান, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) কিছুদিন আগে জকিগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে সহায়তার জন্য গিয়েছিলেন। সে সময় নৌকা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে সহায়তা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নৌকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে মন্তব্য করেছিলেন ওয়াসিম আকরাম। এ নিয়ে মামুনুর রশীদের অনুসারীদের সঙ্গে ফেসবুকে ওয়াসিমের কথা-কাটাকাটি হয়েছিল।
ওয়াসিম আকরামের অভিযোগ, ফেসবুকে ওই কথা-কাটাকাটির জেরে বিএনপি নেতার অনুসারী রাশেদ আহমদসহ ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে এবং সাফওয়ান ইমরান ও ইমরান হোসেনকে মারধর করেন।
বুধবার রাতে ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার রাতে তাঁরা তিনজন জকিগঞ্জ বাজারে বনফুল নামের একটি দোকানে ছিলেন। রাত ১০টার দিকে রনি আহমদ নামের ছাত্রদল কর্মী তাঁদের দোকান থেকে বের করে। দোকানের বাইরে ডেকে নিয়ে খেলার ৩০০ টাকা পাওনা রয়েছে বলে জানায়। এ সময় তিনি কোন খেলার টাকা পাওনা জানতে চাইলেই আকস্মিক রাশেদসহ ছয়-সাতজন মিলে মারধর করেন। হামলাকারীরা তাঁর এবং সাফওয়ানের পিঠে কয়েক জায়গায় সুচালো কিছু দিয়ে আঘাত করেছে। এ ছাড়া তিনি মাথায় আঘাত পেয়েছেন। হামলাকারীরা মারধরের একপর্যায়ে ফেসবুকে বুঝেশুনে মন্তব্য করতে বলে গেছে।
ওয়াসিম আরও বলেন, ফেসবুকের মন্তব্যে তিনি কোনো বাজে কথা বলেননি। বলেছিলেন, ‘আশ্রয়কেন্দ্রে ৫০টি পরিবার রয়েছে। পারলে তারারে সাহায্যে করে যাও।’ এরপর প্রকাশ্যে তারা তাঁকে হুমকি দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় তাঁকে এবং তাঁর সহকর্মীকে মারধর করা হয়েছে। তিনি চিকিৎসা নিয়ে বাড়িতে যাচ্ছেন এবং এ ব্যাপারে মামলা করবেন।
একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্য সাফওয়ান ইমরান বলেন, ‘চাকসু মামুন সাহেবের ফেসবুকে বন্যার সময় কমেন্ট করেছিল ওয়াসিম। এর জেরে গতকাল হামলা হয়। আমরা বনফুলে বসে ছিলাম। হঠাৎ রনি-রাশেদসহ বেশ কয়েকজন এসে ডেকে নিয়ে মারধর করে। মাথায়, পিঠে ও হাতে গুরুতর জখম হয়েছে আমাদের।’
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রাশেদ আহমদ বলেন, ‘খেলার টাকা নিয়ে আমার ছোট ভাইদের সঙ্গে ওয়াসিমদের মারামারি হয়। খবর পেয়ে সেখানে গিয়ে উভয় পক্ষকে থামিয়ে দিই। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে আমার নাম ব্যবহার করা হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। বিষয়টিকে রাজনৈতিক রূপ দিতেই নাম ব্যবহার করা হতে পারে। আর মামুন ভাইয়ের ফেসবুকের বিষয়ের ঘটনার কেউ মারামারিতে ছিল না।’
জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেন, ‘আমার ফেসবুকে কমেন্ট করা নিয়ে মারামারি, এমন কিছু আমি জানি না। উপজেলা সভাপতি-সেক্রেটারি হয়তো বলতে পারবেন।’
জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘ওয়াসিমকে মারধর করা হয়েছে শুনেছি। তবে কে বা কারা মারধর করেছে, জানি না। রাশেদ ছাত্রদল করে, রনিকে চিনি না।’
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের আহ্বায়ক আখতার হোসেনও কিছুই জানেন না। এমনকি ওয়াসিম আকরাম, সাফওয়ান ইমরান ও ইমরান হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী কি না, সেটাও বলতে পারেননি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, মারামারির খবর তিনিও পেয়েছেন। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
বিএনপি নেতার ফেসবুক আইডিতে মন্তব্যের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরের পাশে এ ঘটনা ঘটে। তবে আজ বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত উভয় পক্ষের কেউই থানায় কোনো অভিযোগ করেননি।
আহত ব্যক্তিরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্য ও জকিগঞ্জের আনন্দপুর গ্রামের সাফওয়ান ইমরান ও ইমরান হোসেন এবং জকিগঞ্জ প্রতিনিধি গন্ধদত্ত গ্রামের ওয়াসিম আকরাম। তাঁদের মধ্যে ওয়াসিম সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে, অন্য দুজন সাফওয়ান ও ইমরান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বাসিন্দারা জানান, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) কিছুদিন আগে জকিগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে সহায়তার জন্য গিয়েছিলেন। সে সময় নৌকা নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে সহায়তা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নৌকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে মন্তব্য করেছিলেন ওয়াসিম আকরাম। এ নিয়ে মামুনুর রশীদের অনুসারীদের সঙ্গে ফেসবুকে ওয়াসিমের কথা-কাটাকাটি হয়েছিল।
ওয়াসিম আকরামের অভিযোগ, ফেসবুকে ওই কথা-কাটাকাটির জেরে বিএনপি নেতার অনুসারী রাশেদ আহমদসহ ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে এবং সাফওয়ান ইমরান ও ইমরান হোসেনকে মারধর করেন।
বুধবার রাতে ওয়াসিম আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার রাতে তাঁরা তিনজন জকিগঞ্জ বাজারে বনফুল নামের একটি দোকানে ছিলেন। রাত ১০টার দিকে রনি আহমদ নামের ছাত্রদল কর্মী তাঁদের দোকান থেকে বের করে। দোকানের বাইরে ডেকে নিয়ে খেলার ৩০০ টাকা পাওনা রয়েছে বলে জানায়। এ সময় তিনি কোন খেলার টাকা পাওনা জানতে চাইলেই আকস্মিক রাশেদসহ ছয়-সাতজন মিলে মারধর করেন। হামলাকারীরা তাঁর এবং সাফওয়ানের পিঠে কয়েক জায়গায় সুচালো কিছু দিয়ে আঘাত করেছে। এ ছাড়া তিনি মাথায় আঘাত পেয়েছেন। হামলাকারীরা মারধরের একপর্যায়ে ফেসবুকে বুঝেশুনে মন্তব্য করতে বলে গেছে।
ওয়াসিম আরও বলেন, ফেসবুকের মন্তব্যে তিনি কোনো বাজে কথা বলেননি। বলেছিলেন, ‘আশ্রয়কেন্দ্রে ৫০টি পরিবার রয়েছে। পারলে তারারে সাহায্যে করে যাও।’ এরপর প্রকাশ্যে তারা তাঁকে হুমকি দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় তাঁকে এবং তাঁর সহকর্মীকে মারধর করা হয়েছে। তিনি চিকিৎসা নিয়ে বাড়িতে যাচ্ছেন এবং এ ব্যাপারে মামলা করবেন।
একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্য সাফওয়ান ইমরান বলেন, ‘চাকসু মামুন সাহেবের ফেসবুকে বন্যার সময় কমেন্ট করেছিল ওয়াসিম। এর জেরে গতকাল হামলা হয়। আমরা বনফুলে বসে ছিলাম। হঠাৎ রনি-রাশেদসহ বেশ কয়েকজন এসে ডেকে নিয়ে মারধর করে। মাথায়, পিঠে ও হাতে গুরুতর জখম হয়েছে আমাদের।’
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা রাশেদ আহমদ বলেন, ‘খেলার টাকা নিয়ে আমার ছোট ভাইদের সঙ্গে ওয়াসিমদের মারামারি হয়। খবর পেয়ে সেখানে গিয়ে উভয় পক্ষকে থামিয়ে দিই। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে আমার নাম ব্যবহার করা হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। বিষয়টিকে রাজনৈতিক রূপ দিতেই নাম ব্যবহার করা হতে পারে। আর মামুন ভাইয়ের ফেসবুকের বিষয়ের ঘটনার কেউ মারামারিতে ছিল না।’
জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেন, ‘আমার ফেসবুকে কমেন্ট করা নিয়ে মারামারি, এমন কিছু আমি জানি না। উপজেলা সভাপতি-সেক্রেটারি হয়তো বলতে পারবেন।’
জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘ওয়াসিমকে মারধর করা হয়েছে শুনেছি। তবে কে বা কারা মারধর করেছে, জানি না। রাশেদ ছাত্রদল করে, রনিকে চিনি না।’
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের আহ্বায়ক আখতার হোসেনও কিছুই জানেন না। এমনকি ওয়াসিম আকরাম, সাফওয়ান ইমরান ও ইমরান হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী কি না, সেটাও বলতে পারেননি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, মারামারির খবর তিনিও পেয়েছেন। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে