নিজস্ব প্রতিবেদক, সিলেট ও শাবিপ্রবি প্রতিনিধি
বিএনপির সমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘটের মধ্যে এবং পথে পথে নানা পেরিয়ে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হয়েছেন দলটির নেতাকর্মীরা। আজ শনিবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তাঁরা।
এই সমাবেশ ঘিরে দলের নেতা-কর্মীদের উত্তেজনা আছে, তেমনি সমাবেশের কারণে কড়াকড়িতে যাতায়াতসহ নানা ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন সিলেট বিভাগের বাসিন্দারা। অন্য সমাবেশগুলোর মতোই সিলেটেও সকাল থেকে মোবাইল ইন্টারনেটের ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ আসছে।
মাধব কর্মকার নামের এক যুবক ক্ষোভের সঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক দলের সমাবেশের জন্য আমাদের ভোগান্তি কেন? এটা কেমন কথা। ইন্টারনেট ছাড়া অফিশিয়াল কোনো কাজ করতে পারছি না।’
অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো সিলেটের মঞ্চেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য প্রতীকী চেয়ার রাখা হয়েছে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া প্যারোলে কারাগার থেকে মুক্তি পেলেও রাজনীতি থেকে দূরে রয়েছেন।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তৈরি মঞ্চের মাঝখানে বড় একটি চেয়ার রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য। এই চেয়ারের দুই পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ড. মঈন খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্য নেতাদের চেয়ার রাখা হয়েছে।
‘নেতা-কর্মীদের সমাবেশে আসতে পথে পথে পুলিশ বাধা দিচ্ছে’ অভিযোগ করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দুপুরের পর সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তখন খালেদা জিয়ার চেয়ারটি ফাঁকা থাকবে। দলীয় চেয়ারপারসনের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই চেয়ার রাখা হয়েছে।’
সমাবেশে মোট ৫৬ জন বক্তা বক্তব্য রাখবেন বলে জানান তিনি।
বিএনপির সমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘটের মধ্যে এবং পথে পথে নানা পেরিয়ে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হয়েছেন দলটির নেতাকর্মীরা। আজ শনিবার সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তাঁরা।
এই সমাবেশ ঘিরে দলের নেতা-কর্মীদের উত্তেজনা আছে, তেমনি সমাবেশের কারণে কড়াকড়িতে যাতায়াতসহ নানা ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন সিলেট বিভাগের বাসিন্দারা। অন্য সমাবেশগুলোর মতোই সিলেটেও সকাল থেকে মোবাইল ইন্টারনেটের ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ আসছে।
মাধব কর্মকার নামের এক যুবক ক্ষোভের সঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক দলের সমাবেশের জন্য আমাদের ভোগান্তি কেন? এটা কেমন কথা। ইন্টারনেট ছাড়া অফিশিয়াল কোনো কাজ করতে পারছি না।’
অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতো সিলেটের মঞ্চেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য প্রতীকী চেয়ার রাখা হয়েছে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া প্যারোলে কারাগার থেকে মুক্তি পেলেও রাজনীতি থেকে দূরে রয়েছেন।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তৈরি মঞ্চের মাঝখানে বড় একটি চেয়ার রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য। এই চেয়ারের দুই পাশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ড. মঈন খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ অন্য নেতাদের চেয়ার রাখা হয়েছে।
‘নেতা-কর্মীদের সমাবেশে আসতে পথে পথে পুলিশ বাধা দিচ্ছে’ অভিযোগ করে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দুপুরের পর সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তখন খালেদা জিয়ার চেয়ারটি ফাঁকা থাকবে। দলীয় চেয়ারপারসনের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক এই চেয়ার রাখা হয়েছে।’
সমাবেশে মোট ৫৬ জন বক্তা বক্তব্য রাখবেন বলে জানান তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫