তানভীর হাসান, শাবিপ্রবি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঈদুল আজহার ছুটির পর ক্লাস-পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু চলতি জুন মাসে কয়েক দফা বন্যার কারণে ক্লাস অনলাইনে চলে গেলেও পরীক্ষা স্থগিত করা হয়। এরই মধ্যে সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যুক্ত করে ঘোষিত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের ঢেউ শাবিপ্রবিতেও লেগেছে।
এসবের কারণে ব্যাঘাত ঘটছে স্বাভাবিক কার্যক্রমে। এতে করে শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কা করছেন। বিশেষ করে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা বেশি দুশ্চিন্তায় রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মাভৈঃ আবৃত্তি সংসদের আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহরিয়া আফরিন প্রকৃতি বলেন, ‘বন্যার কারণে বেশ কয়েকটি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখন শিক্ষকদের কর্মবিরতি চলতে থাকলে বড় সেশনজটের মুখে পড়তে হবে। পারিবারিকভাবে অনেকে সচ্ছল নয়। পড়াশোনা শেষে দ্রুতই চাকরির প্রতিযোগিতায় নামতে হবে। এমনিতেই মহামারি করোনার কারণে শিক্ষাজীবনের দুই বছর ক্ষতি হয়েছে। এটা কিন্তু সার্টিফিকেটে উল্লেখ থাকবে না। শেষ পর্যন্ত দেখা যাবে চাকরির প্রস্তুতির জন্য সময়ই পাওয়া যায়নি। একসময় চাকরির বয়সই শেষ হয়ে যাবে।’
বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান মাসরুর বলেন, ‘ভিসিবিরোধী আন্দোলনসহ নানা পরিস্থিতির কারণে আমরা ইতিমধ্যে এক থেকে দেড় বছরের সেশনজটে আছি। বর্তমানে শিক্ষকদের কর্মবিরতি যদি আরো প্রলম্বিত হয়, তাহলে লম্বা সেশনজটের আশঙ্কা করছি। এতে ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সব শিক্ষার্থীই বিসিএস, গবেষণা কিংবা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেশনজটের কারণে সবাই ক্ষতির সম্মুখীন হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে সাধারণত মে থেকে জুলাই মাসের মধ্যে সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হয়। এবার ২৬ মে থেকে ২০ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি ছিল। ছুটি চলাকালে ১৭ জুন থেকে বন্যা পরিস্থিতির অবনতিতে বিপাকে পড়েন ছুটিতে বাড়িতে যাওয়া শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ২১ জুন থেকে অনলাইনে ক্লাস কার্যক্রম চালু ও ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত করা হয়।
অন্যদিকে সরকার ঘোষিত পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। আগামী ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তাঁরা। আর দাবি আদায় না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। এতে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এ নিয়ে কথা হলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা সেশনজটের কবলে পড়ুক তা কোনোভাবেই কাম্য নয়। ৩০ জুনের আগেই শিক্ষকদের দাবির ব্যাপারে সরকার কথা বলে সমাধান করবে বলে আমরা আশাবাদী।’
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঈদুল আজহার ছুটির পর ক্লাস-পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু চলতি জুন মাসে কয়েক দফা বন্যার কারণে ক্লাস অনলাইনে চলে গেলেও পরীক্ষা স্থগিত করা হয়। এরই মধ্যে সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যুক্ত করে ঘোষিত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের ঢেউ শাবিপ্রবিতেও লেগেছে।
এসবের কারণে ব্যাঘাত ঘটছে স্বাভাবিক কার্যক্রমে। এতে করে শিক্ষার্থীরা সেশনজটের আশঙ্কা করছেন। বিশেষ করে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা বেশি দুশ্চিন্তায় রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মাভৈঃ আবৃত্তি সংসদের আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহরিয়া আফরিন প্রকৃতি বলেন, ‘বন্যার কারণে বেশ কয়েকটি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখন শিক্ষকদের কর্মবিরতি চলতে থাকলে বড় সেশনজটের মুখে পড়তে হবে। পারিবারিকভাবে অনেকে সচ্ছল নয়। পড়াশোনা শেষে দ্রুতই চাকরির প্রতিযোগিতায় নামতে হবে। এমনিতেই মহামারি করোনার কারণে শিক্ষাজীবনের দুই বছর ক্ষতি হয়েছে। এটা কিন্তু সার্টিফিকেটে উল্লেখ থাকবে না। শেষ পর্যন্ত দেখা যাবে চাকরির প্রস্তুতির জন্য সময়ই পাওয়া যায়নি। একসময় চাকরির বয়সই শেষ হয়ে যাবে।’
বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান মাসরুর বলেন, ‘ভিসিবিরোধী আন্দোলনসহ নানা পরিস্থিতির কারণে আমরা ইতিমধ্যে এক থেকে দেড় বছরের সেশনজটে আছি। বর্তমানে শিক্ষকদের কর্মবিরতি যদি আরো প্রলম্বিত হয়, তাহলে লম্বা সেশনজটের আশঙ্কা করছি। এতে ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সব শিক্ষার্থীই বিসিএস, গবেষণা কিংবা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেশনজটের কারণে সবাই ক্ষতির সম্মুখীন হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে সাধারণত মে থেকে জুলাই মাসের মধ্যে সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হয়। এবার ২৬ মে থেকে ২০ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি ছিল। ছুটি চলাকালে ১৭ জুন থেকে বন্যা পরিস্থিতির অবনতিতে বিপাকে পড়েন ছুটিতে বাড়িতে যাওয়া শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ২১ জুন থেকে অনলাইনে ক্লাস কার্যক্রম চালু ও ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত করা হয়।
অন্যদিকে সরকার ঘোষিত পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। আগামী ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন তাঁরা। আর দাবি আদায় না হলে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। এতে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
এ নিয়ে কথা হলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা সেশনজটের কবলে পড়ুক তা কোনোভাবেই কাম্য নয়। ৩০ জুনের আগেই শিক্ষকদের দাবির ব্যাপারে সরকার কথা বলে সমাধান করবে বলে আমরা আশাবাদী।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে