নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের কবি নজরুল অডিটরিয়াম সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা। আজ শনিবার বিকেলে এই অঞ্চলের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ব্যানারে কর্মসূচি পালিত হয়।
পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত এতে সভাপতিত্ব করেন। কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
এ সময় বক্তারা বলেন, বিগত দুই বছর ধরে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীরা কবি নজরুল অডিটরিয়াম সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু পরিতাপের বিষয় সংস্কৃতিকর্মীদের যৌক্তিক দাবি মানা হয়নি। অডিটরিয়ামের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, আলোক বাতির সরঞ্জাম নষ্ট হয়ে ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়ে আছে। মঞ্চের পাটাতন ও হলের ছাদের নষ্ট অংশ মেরামত প্রয়োজন। মুক্তমঞ্চ রংসহ বিভিন্ন সমস্যা সমাধানে কর্তৃপক্ষের উদাসীনতা দুঃখজনক।
তাঁরা বলেন, প্রধানমন্ত্রী আধুনিক ও স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন, তাই স্মার্ট সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা সময়ের দাবি। নেতৃবৃন্দ সংস্কৃতির শক্তিতে অপসংস্কৃতি দূর করতে সরকারের সহযোগিতা কামনা করে কবি নজরুল অডিটোরিয়াম দ্রুত সংস্কারের দাবি জানান।
কর্মসূচি চলাকালে শিল্পীরা প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা করেন। অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন–বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা দাশ যুঁই, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সুকান্ত গুপ্ত প্রমুখ।
কর্মসূচিতে সংস্কৃতিকর্মীরা জানান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আবেদনের পরিপ্রেক্ষিতে অডিটরিয়াম সংস্কারের জন্য ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন জেলা পরিষদের প্রধান নির্বাহীর কাছে সুপারিশ করেন। দুই মাস পর কবি নজরুল অডিটরিয়াম মেরামতের প্রাক্কলিত অর্থ ১ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৮৮৩ টাকা বরাদ্দের জন্য অনুরোধ জানিয়ে চিঠি লেখেন তৎকালীন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে এই চিঠি লেখার প্রায় দুই বছর অতিবাহিত হলেও বরাদ্দ মেলেনি। হয়নি সংস্কার কাজও। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তাঁরা।
আজকের পত্রিকাকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বলেন, ‘প্রাক্কলন দেওয়ার পর ওটা মন্ত্রণালয়ে পাঠানোর কথা। এরপর আর কোনো আপডেট আমাদের জানানো হয়নি।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বরাদ্দের চিঠির কোনো আপডেট এখনো আসেনি। আমরা ওই চিঠির রেফারেন্স আবারও যোগাযোগ করেছি। পরবর্তী আপডেট নিয়ে জানাতে হবে।’
সিলেটের কবি নজরুল অডিটরিয়াম সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা। আজ শনিবার বিকেলে এই অঞ্চলের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ব্যানারে কর্মসূচি পালিত হয়।
পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত এতে সভাপতিত্ব করেন। কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
এ সময় বক্তারা বলেন, বিগত দুই বছর ধরে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীরা কবি নজরুল অডিটরিয়াম সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু পরিতাপের বিষয় সংস্কৃতিকর্মীদের যৌক্তিক দাবি মানা হয়নি। অডিটরিয়ামের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, আলোক বাতির সরঞ্জাম নষ্ট হয়ে ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়ে আছে। মঞ্চের পাটাতন ও হলের ছাদের নষ্ট অংশ মেরামত প্রয়োজন। মুক্তমঞ্চ রংসহ বিভিন্ন সমস্যা সমাধানে কর্তৃপক্ষের উদাসীনতা দুঃখজনক।
তাঁরা বলেন, প্রধানমন্ত্রী আধুনিক ও স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন, তাই স্মার্ট সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা সময়ের দাবি। নেতৃবৃন্দ সংস্কৃতির শক্তিতে অপসংস্কৃতি দূর করতে সরকারের সহযোগিতা কামনা করে কবি নজরুল অডিটোরিয়াম দ্রুত সংস্কারের দাবি জানান।
কর্মসূচি চলাকালে শিল্পীরা প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা করেন। অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন–বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শামসুল আলম সেলিম, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক নীলাঞ্জনা দাশ যুঁই, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সুকান্ত গুপ্ত প্রমুখ।
কর্মসূচিতে সংস্কৃতিকর্মীরা জানান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আবেদনের পরিপ্রেক্ষিতে অডিটরিয়াম সংস্কারের জন্য ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন জেলা পরিষদের প্রধান নির্বাহীর কাছে সুপারিশ করেন। দুই মাস পর কবি নজরুল অডিটরিয়াম মেরামতের প্রাক্কলিত অর্থ ১ কোটি ২৭ লাখ ৩১ হাজার ৮৮৩ টাকা বরাদ্দের জন্য অনুরোধ জানিয়ে চিঠি লেখেন তৎকালীন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে এই চিঠি লেখার প্রায় দুই বছর অতিবাহিত হলেও বরাদ্দ মেলেনি। হয়নি সংস্কার কাজও। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তাঁরা।
আজকের পত্রিকাকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বলেন, ‘প্রাক্কলন দেওয়ার পর ওটা মন্ত্রণালয়ে পাঠানোর কথা। এরপর আর কোনো আপডেট আমাদের জানানো হয়নি।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বরাদ্দের চিঠির কোনো আপডেট এখনো আসেনি। আমরা ওই চিঠির রেফারেন্স আবারও যোগাযোগ করেছি। পরবর্তী আপডেট নিয়ে জানাতে হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে