সুনামগঞ্জ প্রতিনিধি
‘বর্তমানে যে অবস্থায় আছি, পোলাপাইনরে কেমনে ভাত খাওয়াইমু ওই চিন্তাত পড়ছি। আর ঈদের কাপড় তো এখন আমার লাগি দুঃস্বপ্ন।’ এভাবেই কথাগুলো বলছিলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরে ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষক কেজাউড়া গ্রামের আয়ন নেছা।
আয়ন নেছা বলেন, ‘আমার পাঁচ ছেলে, তিন মেয়ে ও বৃদ্ধ স্বামীসহ পরিবারের সদস্য মোট ১০ জন। একমাত্র বোরো ফসলই সারা বছরের খাবারের জোগান দিত। বিকল্প কোনো আয় নেই, নেই কোনো সহায়সম্বল। ছোট দুই ছেলে অবুঝ। তাই ঈদ আইতাছে বলে কাপড়ও চাইতাছে। কিন্তু আমার পরিবারে এখন খাবারের জোগান দিতেই হিমশিম খাইতাছি, কাপড় কেমনে দিতাম?
জানা গেছে, আয়ন নেছার মতো হাজারো কৃষক পরিবার এভাবেই দিনাতিপাত করছে। হাওর এলাকায় নেই ঈদের আনন্দ। পাহাড়ি ঢলে নিঃস্ব হওয়া হাওর অধ্যুষিত চার উপজেলার ২২ হাজারের অধিক কৃষকের বেশির ভাগই এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে। ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট চৈত্রের অকালবন্যায় সব হারিয়ে নিঃস্ব তাহিরপুর, ধর্মপাশা, দিরাই ও শাল্লা উপজেলার কৃষক পরিবারের মধ্যে ঈদ এলেও তাঁরা এখন চরম অসহায়।
গত কদিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের ১৫টি হাওরের ফসল ভেসে গেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে পাহাড়ি ঢলের কবলে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের চাপতির হাওরের শতভাগ ফসল পানিতে তলিয়ে যায়। এতে ওই হাওরের প্রায় ১৭ হাজার কৃষক নিঃস্ব হয়ে গেছেন। তাঁদের মধ্যে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের ৭০ ঊর্ধ্ব আইয়ুব আলী ৭ সন্তানের বাবা। সংসারে আছে নাতি-নাতনিও। একমাত্র বোরো ফসলের ওপরই নির্ভরশীল এত বড় সংসার। ফসল হারিয়ে এখন তিনি প্রায় দিশেহারা। একদিকে ঋণের চাপ, অন্যদিকে সন্তান ও নাতি-নাতনিদের ঈদের কাপড় কিনে দেওয়ার বায়না। সব মিলিয়ে দিশেহারা আইয়ুব আলী।
একই হাওরে চাষাবাদ করেছিলেন উপজেলার বকশিপুর গ্রামের মাসুক মিয়া। ঈদের চিন্তা মাথায় আনতেই পারছেন না। এরই মধ্যে বাচ্চাদের কাপড় দেওয়ার বায়না তো আছেই। ফসল হারিয়ে এখন তাঁর একদিকে চিন্তা ঋণ পরিশোধ, অন্যদিকে চিন্তা সামনের দিন কীভাবে চলবে।
মাসুক মিয়া ও আইয়ুব আলীর মতো হাওরাঞ্চলের হাজারো কৃষক পরিবারে এবার ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে। উজানের ঢলে দিরাই উপজেলার চাপতির পার্শ্ববর্তী হাওরের কৃষকেরা যখন ফসল তোলা নিয়ে ব্যস্ত, অপর প্রান্তের চাপতির হাওরের কৃষকেরা তখন অসহায়ের মতো চেয়ে আছেন। থাকা ছাড়া আর কোনো উপায় নাই।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঈদ উপলক্ষে আমরা ক্ষতিগ্রস্তদের ঈদ উপকরণ দেব। একই সঙ্গে জিআর চাল বিতরণ অব্যাহত রয়েছে। আমি ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। ত্রাণ এলে তখন আরও দেওয়া হবে।
‘বর্তমানে যে অবস্থায় আছি, পোলাপাইনরে কেমনে ভাত খাওয়াইমু ওই চিন্তাত পড়ছি। আর ঈদের কাপড় তো এখন আমার লাগি দুঃস্বপ্ন।’ এভাবেই কথাগুলো বলছিলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরে ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষক কেজাউড়া গ্রামের আয়ন নেছা।
আয়ন নেছা বলেন, ‘আমার পাঁচ ছেলে, তিন মেয়ে ও বৃদ্ধ স্বামীসহ পরিবারের সদস্য মোট ১০ জন। একমাত্র বোরো ফসলই সারা বছরের খাবারের জোগান দিত। বিকল্প কোনো আয় নেই, নেই কোনো সহায়সম্বল। ছোট দুই ছেলে অবুঝ। তাই ঈদ আইতাছে বলে কাপড়ও চাইতাছে। কিন্তু আমার পরিবারে এখন খাবারের জোগান দিতেই হিমশিম খাইতাছি, কাপড় কেমনে দিতাম?
জানা গেছে, আয়ন নেছার মতো হাজারো কৃষক পরিবার এভাবেই দিনাতিপাত করছে। হাওর এলাকায় নেই ঈদের আনন্দ। পাহাড়ি ঢলে নিঃস্ব হওয়া হাওর অধ্যুষিত চার উপজেলার ২২ হাজারের অধিক কৃষকের বেশির ভাগই এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে। ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট চৈত্রের অকালবন্যায় সব হারিয়ে নিঃস্ব তাহিরপুর, ধর্মপাশা, দিরাই ও শাল্লা উপজেলার কৃষক পরিবারের মধ্যে ঈদ এলেও তাঁরা এখন চরম অসহায়।
গত কদিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের ১৫টি হাওরের ফসল ভেসে গেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে পাহাড়ি ঢলের কবলে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের চাপতির হাওরের শতভাগ ফসল পানিতে তলিয়ে যায়। এতে ওই হাওরের প্রায় ১৭ হাজার কৃষক নিঃস্ব হয়ে গেছেন। তাঁদের মধ্যে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের ৭০ ঊর্ধ্ব আইয়ুব আলী ৭ সন্তানের বাবা। সংসারে আছে নাতি-নাতনিও। একমাত্র বোরো ফসলের ওপরই নির্ভরশীল এত বড় সংসার। ফসল হারিয়ে এখন তিনি প্রায় দিশেহারা। একদিকে ঋণের চাপ, অন্যদিকে সন্তান ও নাতি-নাতনিদের ঈদের কাপড় কিনে দেওয়ার বায়না। সব মিলিয়ে দিশেহারা আইয়ুব আলী।
একই হাওরে চাষাবাদ করেছিলেন উপজেলার বকশিপুর গ্রামের মাসুক মিয়া। ঈদের চিন্তা মাথায় আনতেই পারছেন না। এরই মধ্যে বাচ্চাদের কাপড় দেওয়ার বায়না তো আছেই। ফসল হারিয়ে এখন তাঁর একদিকে চিন্তা ঋণ পরিশোধ, অন্যদিকে চিন্তা সামনের দিন কীভাবে চলবে।
মাসুক মিয়া ও আইয়ুব আলীর মতো হাওরাঞ্চলের হাজারো কৃষক পরিবারে এবার ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে। উজানের ঢলে দিরাই উপজেলার চাপতির পার্শ্ববর্তী হাওরের কৃষকেরা যখন ফসল তোলা নিয়ে ব্যস্ত, অপর প্রান্তের চাপতির হাওরের কৃষকেরা তখন অসহায়ের মতো চেয়ে আছেন। থাকা ছাড়া আর কোনো উপায় নাই।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঈদ উপলক্ষে আমরা ক্ষতিগ্রস্তদের ঈদ উপকরণ দেব। একই সঙ্গে জিআর চাল বিতরণ অব্যাহত রয়েছে। আমি ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। ত্রাণ এলে তখন আরও দেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫