জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে খাস জমি দখলে সহায়তা করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম ও সাবেক ইউএনওসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মুহিতুর রহমান তালুকদার নামের এক আইনজীবী। আজ সোমবার ওই আইনজীবী সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ ও দায়রা জজ আদালতে এই মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে সিলেট দুনীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। এদিকে খাস জমি দখলের বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন ইউএনও সাজেদুল।
মামলায় ছয়জন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হলেন জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম, সাবেক ইউএনও মাহফুজুল আলম মাসুম, সাবেক সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, সাবেক সার্ভেয়ার আব্দুল মোনায়েম খাঁন, বর্তমান সার্ভেয়ার মুহিবুর রহমান ও সদর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা একে এম নাজমুল হুদা খাঁন।
মামলা থেকে জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মৌজার ১ নম্বর খতিয়ানের ১২৫ নম্বর দাগের ২২ শতক পতিত জমি ২০১৪ সালে দখল করেন স্থানীয় বাসিন্দা আলী আকবর, আলকাব আলী, সিজিল মিয়া, রুহিন মিয়া, সুজাত মিয়া, আবু শায়েক ও জামাল মিয়া। ছয় বছর পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই জমি উচ্ছেদের জন্য ২০২০ সালের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) দখলকারীদের সাত দিনের মধ্যে উচ্ছেদের জন্য নির্দেশ দেন।
এদিকে ওই জমি দখলমুক্ত না হওয়ায় ভুক্তভোগীদের পক্ষে ওই এলাকার বাসিন্দা আইনজীবী মুহিতুর রহমান তালুকদার ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে ওই জমি দখলমুক্ত করার জন্য লিখিত আবেদন করেন।
মামলার বাদী মুহিতুর জানান, জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলে তিনি জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টরকে (আরডিসি) ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেন। পরে আরডিসি ২০২১ সালের ২৪ অক্টোবর ইউএনও সাজেদুলকে অবৈধ দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। পরে ইউএনর সঙ্গে যোগাযোগ করলে তিনি সার্ভেয়ার মুহিবুর রহমানের পরামর্শ অনুযায়ী কাজ করতে বলেন। এ সময় সার্ভেয়ার মুহিবুর দুই লাখ টাকা উৎকোচ দাবি করেন। এর প্রতিবাদ করলে ওই সার্ভেয়ার পুলিশের ভয়ভীতি দেখান। একইভাবে অভিযোগ ওঠা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করে ঘুষ দাবি করার কথা মামলায় উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে ইউএনও সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি এ উপজেলার আসার পর ওই এলাকায় এমন কিছু হয়নি। জানি না, ওই কর্মকর্তাদের সময়ে এই ঘটনা ঘটতে পারে। জানি না আমার নাম কেন দিয়েছেন। হয়তো পদাধিকার বলে আমার নাম দেওয়া হয়েছে।’
মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল আজাদ বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে সিলেট দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।’
সুনামগঞ্জের জগন্নাথপুরে খাস জমি দখলে সহায়তা করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম ও সাবেক ইউএনওসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মুহিতুর রহমান তালুকদার নামের এক আইনজীবী। আজ সোমবার ওই আইনজীবী সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ ও দায়রা জজ আদালতে এই মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে সিলেট দুনীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। এদিকে খাস জমি দখলের বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন ইউএনও সাজেদুল।
মামলায় ছয়জন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হলেন জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম, সাবেক ইউএনও মাহফুজুল আলম মাসুম, সাবেক সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, সাবেক সার্ভেয়ার আব্দুল মোনায়েম খাঁন, বর্তমান সার্ভেয়ার মুহিবুর রহমান ও সদর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা একে এম নাজমুল হুদা খাঁন।
মামলা থেকে জানা গেছে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর মৌজার ১ নম্বর খতিয়ানের ১২৫ নম্বর দাগের ২২ শতক পতিত জমি ২০১৪ সালে দখল করেন স্থানীয় বাসিন্দা আলী আকবর, আলকাব আলী, সিজিল মিয়া, রুহিন মিয়া, সুজাত মিয়া, আবু শায়েক ও জামাল মিয়া। ছয় বছর পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই জমি উচ্ছেদের জন্য ২০২০ সালের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) দখলকারীদের সাত দিনের মধ্যে উচ্ছেদের জন্য নির্দেশ দেন।
এদিকে ওই জমি দখলমুক্ত না হওয়ায় ভুক্তভোগীদের পক্ষে ওই এলাকার বাসিন্দা আইনজীবী মুহিতুর রহমান তালুকদার ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে ওই জমি দখলমুক্ত করার জন্য লিখিত আবেদন করেন।
মামলার বাদী মুহিতুর জানান, জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলে তিনি জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টরকে (আরডিসি) ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেন। পরে আরডিসি ২০২১ সালের ২৪ অক্টোবর ইউএনও সাজেদুলকে অবৈধ দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। পরে ইউএনর সঙ্গে যোগাযোগ করলে তিনি সার্ভেয়ার মুহিবুর রহমানের পরামর্শ অনুযায়ী কাজ করতে বলেন। এ সময় সার্ভেয়ার মুহিবুর দুই লাখ টাকা উৎকোচ দাবি করেন। এর প্রতিবাদ করলে ওই সার্ভেয়ার পুলিশের ভয়ভীতি দেখান। একইভাবে অভিযোগ ওঠা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করে ঘুষ দাবি করার কথা মামলায় উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে ইউএনও সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি এ উপজেলার আসার পর ওই এলাকায় এমন কিছু হয়নি। জানি না, ওই কর্মকর্তাদের সময়ে এই ঘটনা ঘটতে পারে। জানি না আমার নাম কেন দিয়েছেন। হয়তো পদাধিকার বলে আমার নাম দেওয়া হয়েছে।’
মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল আজাদ বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে সিলেট দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫