সুনামগঞ্জ প্রতিনিধি
২০২১ সালের জুনে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সুনামগঞ্জবাসী। এ ছাড়া প্রতিবছরই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের পানি উপচে প্লাবিত হয় ফসল। নদীর নাব্যতা-সংকট, হাওরে অপরিকল্পিত বাঁধ ও স্লুইসগেট নির্মাণ, হাওর-বিল ভরাটই এর কারণ হিসেবে দেখছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। এ দুরবস্থা থেকে মুক্তি পেতে নদী-খাল খননের দাবি জানিয়ে আসছিলেন কৃষকেরা। অবশেষে খননকাজ শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ছোট নদী, খাল-জলাশয় পুনঃখনন শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জে খননকাজ শুরু হয়েছে। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া খননকাজ চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
কৃষকেরা জানান, নদ-নদীর নাব্যতা-সংকট ও তলদেশ পলিতে ভরাট হওয়ায় প্রতিবছর পাহাড়ি ঢলে বোরো ফসলের ক্ষতি হয়। কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল ভরাট হওয়া নদী ও খালগুলো খনন করা। সেই ///জন্য জেলার বৃহত্তর দেখার হাওরের পানি নিষ্কাশনের খাল, শান্তিগঞ্জ উপজেলার নাইন্দা নদী, হালির হাওরের পানি নিষ্কাশন, জামালগঞ্জ উপজেলার বুথিয়ার খাল ও ধর্মপাশা উপজেলার হাওরের পানি নিষ্কাশনের জন্য মনাই নদ খননের কাজ শুরু হয়েছে।
পাউবো সূত্র জানায়, ৩ উপজেলায় প্রায় ২৪ কিলোমিটার খাল ও নদী খননকাজের ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ২৬ লাখ টাকা। নদী ভরাট হয়ে যাওয়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফসলের ক্ষতিগ্রস্ত হতো। এখন নদী খননের মধ্য দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। অন্যদিকে প্রতিবছরই সেচের অভাবে হাজার হাজার একর জমি পতিত থাকে। এই অবস্থা থেকেও মুক্তি পাওয়া যাবে নদী খননের মধ্য দিয়ে।
সুনামগঞ্জ পাউবো-২-এর মাধ্যমে বৃহত্তম দেখার হাওরের ফসল রক্ষায় ও আগাম বন্যা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলার নাইন্দা খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কৃষকেরা।
শান্তিগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের কৃষক আব্দুল হক বলেন, ‘যদি নাইন্দা খাল সুষ্ঠুভাবে খনন করা হয় বোরো ফসলও রক্ষা পাইবো। প্রতিবছর বন্যা আইয়া হাওরে ডুকে। এই খাল খনন হইলে পানি বড় নদীত গিয়া পরব, আর আমরাও ফসল তুলতাম পারমু।’
একই উপজেলার সদরপুর গ্রামের কৃষক আবুল কালাম বলেন, ‘দীর্ঘদিন ধইরা নাইন্দা খাল খননের দাবি করে আসছি। এই খাল খনন হইলে আমাদের এলাকার মানুষ জমি করার জন্য সেচের পানি পাবে। খাল আগের রূপে ফিরে আসবে।’
নাইন্দা খাল খননের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান গুডম্যান। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জুয়েল দাস বলেন, নির্ধারিত সময় অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে খাল খননের কাজ শেষ করার জন্য বাড়তি মেশিন দিয়ে কাজ করা হচ্ছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, শান্তিগঞ্জ উপজেলাসহ আরও দুই উপজেলায় খাল খননের কাজ চলমান আছে। এই কাজ শেষ হলে কৃষকেরা সেচ থেকে শুরু করে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষা পারবেন।
মো. শামসুদ্দোহা বলেন, খাল খনন করে যে মাটি পাওয়া যাচ্ছে, জেলা ও উপজেলা পানিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির অনুমোদন সাপেক্ষে তা নিলামে বিক্রি করা যেতে পারে। আবার প্রয়োজনে সরকারি খাসজমি ভরাটে এবং বিভিন্ন সরকারি স্থাপনায় মাটি ব্যবহার করা যেতে পারে। চলতি বছরের ৩০ এপ্রিলের মধ্যে নদী খননকাজ শেষ করার কথা রয়েছে।
২০২১ সালের জুনে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে সুনামগঞ্জবাসী। এ ছাড়া প্রতিবছরই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের পানি উপচে প্লাবিত হয় ফসল। নদীর নাব্যতা-সংকট, হাওরে অপরিকল্পিত বাঁধ ও স্লুইসগেট নির্মাণ, হাওর-বিল ভরাটই এর কারণ হিসেবে দেখছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। এ দুরবস্থা থেকে মুক্তি পেতে নদী-খাল খননের দাবি জানিয়ে আসছিলেন কৃষকেরা। অবশেষে খননকাজ শুরু হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁরা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ছোট নদী, খাল-জলাশয় পুনঃখনন শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জে খননকাজ শুরু হয়েছে। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া খননকাজ চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
কৃষকেরা জানান, নদ-নদীর নাব্যতা-সংকট ও তলদেশ পলিতে ভরাট হওয়ায় প্রতিবছর পাহাড়ি ঢলে বোরো ফসলের ক্ষতি হয়। কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল ভরাট হওয়া নদী ও খালগুলো খনন করা। সেই ///জন্য জেলার বৃহত্তর দেখার হাওরের পানি নিষ্কাশনের খাল, শান্তিগঞ্জ উপজেলার নাইন্দা নদী, হালির হাওরের পানি নিষ্কাশন, জামালগঞ্জ উপজেলার বুথিয়ার খাল ও ধর্মপাশা উপজেলার হাওরের পানি নিষ্কাশনের জন্য মনাই নদ খননের কাজ শুরু হয়েছে।
পাউবো সূত্র জানায়, ৩ উপজেলায় প্রায় ২৪ কিলোমিটার খাল ও নদী খননকাজের ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ২৬ লাখ টাকা। নদী ভরাট হয়ে যাওয়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফসলের ক্ষতিগ্রস্ত হতো। এখন নদী খননের মধ্য দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। অন্যদিকে প্রতিবছরই সেচের অভাবে হাজার হাজার একর জমি পতিত থাকে। এই অবস্থা থেকেও মুক্তি পাওয়া যাবে নদী খননের মধ্য দিয়ে।
সুনামগঞ্জ পাউবো-২-এর মাধ্যমে বৃহত্তম দেখার হাওরের ফসল রক্ষায় ও আগাম বন্যা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলার নাইন্দা খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কৃষকেরা।
শান্তিগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামের কৃষক আব্দুল হক বলেন, ‘যদি নাইন্দা খাল সুষ্ঠুভাবে খনন করা হয় বোরো ফসলও রক্ষা পাইবো। প্রতিবছর বন্যা আইয়া হাওরে ডুকে। এই খাল খনন হইলে পানি বড় নদীত গিয়া পরব, আর আমরাও ফসল তুলতাম পারমু।’
একই উপজেলার সদরপুর গ্রামের কৃষক আবুল কালাম বলেন, ‘দীর্ঘদিন ধইরা নাইন্দা খাল খননের দাবি করে আসছি। এই খাল খনন হইলে আমাদের এলাকার মানুষ জমি করার জন্য সেচের পানি পাবে। খাল আগের রূপে ফিরে আসবে।’
নাইন্দা খাল খননের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান গুডম্যান। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি জুয়েল দাস বলেন, নির্ধারিত সময় অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে খাল খননের কাজ শেষ করার জন্য বাড়তি মেশিন দিয়ে কাজ করা হচ্ছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, শান্তিগঞ্জ উপজেলাসহ আরও দুই উপজেলায় খাল খননের কাজ চলমান আছে। এই কাজ শেষ হলে কৃষকেরা সেচ থেকে শুরু করে আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষা পারবেন।
মো. শামসুদ্দোহা বলেন, খাল খনন করে যে মাটি পাওয়া যাচ্ছে, জেলা ও উপজেলা পানিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির অনুমোদন সাপেক্ষে তা নিলামে বিক্রি করা যেতে পারে। আবার প্রয়োজনে সরকারি খাসজমি ভরাটে এবং বিভিন্ন সরকারি স্থাপনায় মাটি ব্যবহার করা যেতে পারে। চলতি বছরের ৩০ এপ্রিলের মধ্যে নদী খননকাজ শেষ করার কথা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে