Ajker Patrika

ঝুমন দাসের স্ত্রী টাকার অভাবে ফরম পূরণ করতে পারছে না

শাল্লা, (সুনামগঞ্জ) প্রতিনিধি 
ঝুমন দাসের স্ত্রী টাকার অভাবে ফরম পূরণ করতে পারছে না

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দীর্ঘ ছয় মাস ধরে কারা ভোগ করছে শাল্লার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস। ঝুমনের কারামুক্তির দাবিতে সারা দেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও হয়েছে। তবে মুক্তি মেলেনি তার। এদিকে আর্থিক সংকটে পড়েছে তাঁর পরিবারের সদস্যরা। ঝুমন দাসের স্ত্রী সুইটি রানী দাস স্নাতক ৩য় বর্ষের ফরম পূরণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। টাকার অভাবে স্নাতক সম্মান পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানান তিনি। 

সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঝুমন দাসের স্ত্রী নিজ ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দেন টাকার অভাবে অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না। তাই নিয়তির কাছে হেরে গিয়ে পড়ালেখা বন্ধ করে দেবেন বলেন তিনি ফেসবুকে উল্লেখ করেন। 

সরেজমিনে ঝুমন দাসের বাড়িতে গিয়ে দেখা যায়, এক বছরের একটি শিশু কন্যা রয়েছে। এই শিশুটির খাবারের দুধের জন্য অন্যের কাছ থেকে টাকা ঋণ করতে হচ্ছে। ঝুমনের স্ত্রী সুইটি রানী দাস সুনামগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী। 

সুইটি রানী দাস আজকের পত্রিকাকে জানান, পরিবারে অভাব অনটন দিনদিন বেড়েই চলছে। আর্থিক সংকটের কারণে গ্রামের অনেকের কাছ থেকে টাকা ধার করে কোনো রকম সংসার চালাচ্ছেন। 

ঝুমনের আইনজীবী অ্যাডভোকেট দেবাংশু শেখর দাস জানান, আগামী বৃহস্পতিবার আদেশের জন্য তারিখ নির্ধারণ করেছে হাইকোর্ট। আশা করা যাচ্ছে অচিরেই ঝুমন দাস মুক্তি পাবে। 

উল্লেখ্য, হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দীর্ঘ ছয় মাস ধরে কারা ভোগ করছেন শাল্লার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত