জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশের কোনো ব্যাংকে এক টাকার চেকও রিফিউজ হয়নি। হওয়ার প্রশ্ন উঠে না। ব্যাংকে টাকায় ভর্তি।’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারীদের অনুদানের চেক বিতরণ শেষে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ আয়োজন করে।
বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘কিছু লোক তাঁদের অসৎ উদ্দেশ্যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতায় যেতে চায়। তাঁরা সহজ-সরল আইনি পথে ক্ষমতায় যেতে পারবে না। জনগণ তাঁদের গ্রহণ করবে না। এই জন্য তাঁরা চোরা পথে দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। তাঁরাই গুজব সৃষ্টি করে।’
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলমান বিশ্ব অর্থনৈতিক সংকট সরকার সফলতার সহিত মোকাবিলা করছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে সরকার নানা উদ্যোগ নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া প্রমুখ।
এদিকে, অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অনুদান বিতরণে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করণের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা জানেন কি না জানতে চাইলে, সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা এ বিষয়টি জানেন না বলে জানান।
এ সময় মন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সরকারের নিয়ম মেনে কাজ করুন এটা আমরা চাই। জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করলে তো কোনো ক্ষতি নেই।’
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কাজ করার মানসিকতা থাকলে জনগণের কল্যাণ হবে। পরে তিনি উপকারভোগীদের তালিকা যাচাই করে তাঁদের মধ্যে অনুদানের চেক তুলে দেন।’
পরে জগন্নাথপুর থানার নতুন ভবন নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশের কোনো ব্যাংকে এক টাকার চেকও রিফিউজ হয়নি। হওয়ার প্রশ্ন উঠে না। ব্যাংকে টাকায় ভর্তি।’
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারীদের অনুদানের চেক বিতরণ শেষে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ আয়োজন করে।
বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘কিছু লোক তাঁদের অসৎ উদ্দেশ্যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতায় যেতে চায়। তাঁরা সহজ-সরল আইনি পথে ক্ষমতায় যেতে পারবে না। জনগণ তাঁদের গ্রহণ করবে না। এই জন্য তাঁরা চোরা পথে দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। তাঁরাই গুজব সৃষ্টি করে।’
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলমান বিশ্ব অর্থনৈতিক সংকট সরকার সফলতার সহিত মোকাবিলা করছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে সরকার নানা উদ্যোগ নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া প্রমুখ।
এদিকে, অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অনুদান বিতরণে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করণের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা জানেন কি না জানতে চাইলে, সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা এ বিষয়টি জানেন না বলে জানান।
এ সময় মন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সরকারের নিয়ম মেনে কাজ করুন এটা আমরা চাই। জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করলে তো কোনো ক্ষতি নেই।’
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কাজ করার মানসিকতা থাকলে জনগণের কল্যাণ হবে। পরে তিনি উপকারভোগীদের তালিকা যাচাই করে তাঁদের মধ্যে অনুদানের চেক তুলে দেন।’
পরে জগন্নাথপুর থানার নতুন ভবন নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে