শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
হাওর অধ্যুষিত এলাকা সুনামগঞ্জের শাল্লার কৃষকেরা বোরো ধানের ওপর নির্ভরশীল। বছরে একবার ফসল ঘরে তুলে সারা বছরের খরচপাতি মেটান তাঁরা। এ বছর হাওরাঞ্চলে বোরো ধানের ফলন ভালো হয়েছে জানিয়ে এখানকার কৃষকেরা বলছেন, পোকামাকড় ও রোগবালাই কম হওয়াই এর কারণ। গত বছরের তুলনায় বাজারে ধানের দাম মণপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে বলেও জানান তাঁরা।
শাল্লার হাওরে কাটারিভোগ, উচ্চফলনশীল ব্রি-২৮, ব্রি-২৯, হিরা, ও শুভলতা জাতের ধান বেশি চাষ হয়েছে। বিঘাপ্রতি ২৩ থেকে ২৬ মণ ধান পেয়েছেন বলে জানান কৃষকেরা।
শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের কৃষক রেজু মিয়া বলেন, ‘এবার ২০ বিঘা জমিতে বোরো চাষ করেছি। বিঘাপ্রতি ২০ থেকে ২৫ মণ করে ধান হয়েছে। বৃষ্টি না হওয়ায় সুন্দরভাবে ঘরে ধান তুলতে পেরেছি। এ ছাড়া গত বছরের চেয়ে এ বছর বাজারে ধানের দামও বেশি পাওয়া যাচ্ছে। তাই সংসারের সব খরচপাতি করছি ধান বিক্রি করে। অন্যান্য বছরের এই সময়ে ধানের দাম পাওয়া যেত মণপ্রতি ৬০০ থেকে ৬৫০ টাকা। আর এ বছর শুরু থেকেই ধানের দাম পাওয়া যাচ্ছে মণপ্রতি মোটা ধান ৮০০ টাকা এবং চিকন ধান ১ হাজার টাকা। ধানের ভালো ফলন ও দামে খুশি আমি।’
সুখলাইন গ্রামের কৃষক সুমন দাস জানান, সরকার ১ হাজার ২০০ টাকা মণ ধান কেনার ঘোষণা দিয়েছে। কিন্তু বাজারেও ধানের ভালো দাম পাওয়া যাচ্ছে। সামনে এটা আরও বাড়তে পারে। তা ছাড়া গুদামে ধান নিয়ে যাওয়া বাড়তি ঝক্কির। এ জন্য গুদামে ধান দেবেন না।
শাল্লার উপসহকারী কৃষি কর্মকর্তা বিধুভূষণ চৌধুরী বলেন, উপজেলার ছোট-বড় ১০টি হাওরে ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। কৃষকের ঘরে ঘরে চলছে নতুন ধান তোলার উৎসব। চলতি বোরো মৌসুমে এই উপজেলায় এ বছর ২১ হাজার ৬৯৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫০ কোটি টাকা।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, ‘এ বছর বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৮৩১ মেট্রিক টন ধান কেনার নির্দেশনা রয়েছে আমাদের। তাই ধান কেনার জন্য আমরা তালিকা প্রস্তুত করেছি। কয়েক দিনের মধ্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।’
হাওর অধ্যুষিত এলাকা সুনামগঞ্জের শাল্লার কৃষকেরা বোরো ধানের ওপর নির্ভরশীল। বছরে একবার ফসল ঘরে তুলে সারা বছরের খরচপাতি মেটান তাঁরা। এ বছর হাওরাঞ্চলে বোরো ধানের ফলন ভালো হয়েছে জানিয়ে এখানকার কৃষকেরা বলছেন, পোকামাকড় ও রোগবালাই কম হওয়াই এর কারণ। গত বছরের তুলনায় বাজারে ধানের দাম মণপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা বেড়েছে বলেও জানান তাঁরা।
শাল্লার হাওরে কাটারিভোগ, উচ্চফলনশীল ব্রি-২৮, ব্রি-২৯, হিরা, ও শুভলতা জাতের ধান বেশি চাষ হয়েছে। বিঘাপ্রতি ২৩ থেকে ২৬ মণ ধান পেয়েছেন বলে জানান কৃষকেরা।
শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের কৃষক রেজু মিয়া বলেন, ‘এবার ২০ বিঘা জমিতে বোরো চাষ করেছি। বিঘাপ্রতি ২০ থেকে ২৫ মণ করে ধান হয়েছে। বৃষ্টি না হওয়ায় সুন্দরভাবে ঘরে ধান তুলতে পেরেছি। এ ছাড়া গত বছরের চেয়ে এ বছর বাজারে ধানের দামও বেশি পাওয়া যাচ্ছে। তাই সংসারের সব খরচপাতি করছি ধান বিক্রি করে। অন্যান্য বছরের এই সময়ে ধানের দাম পাওয়া যেত মণপ্রতি ৬০০ থেকে ৬৫০ টাকা। আর এ বছর শুরু থেকেই ধানের দাম পাওয়া যাচ্ছে মণপ্রতি মোটা ধান ৮০০ টাকা এবং চিকন ধান ১ হাজার টাকা। ধানের ভালো ফলন ও দামে খুশি আমি।’
সুখলাইন গ্রামের কৃষক সুমন দাস জানান, সরকার ১ হাজার ২০০ টাকা মণ ধান কেনার ঘোষণা দিয়েছে। কিন্তু বাজারেও ধানের ভালো দাম পাওয়া যাচ্ছে। সামনে এটা আরও বাড়তে পারে। তা ছাড়া গুদামে ধান নিয়ে যাওয়া বাড়তি ঝক্কির। এ জন্য গুদামে ধান দেবেন না।
শাল্লার উপসহকারী কৃষি কর্মকর্তা বিধুভূষণ চৌধুরী বলেন, উপজেলার ছোট-বড় ১০টি হাওরে ধান কাটা ও মাড়াই শেষ হয়েছে। কৃষকের ঘরে ঘরে চলছে নতুন ধান তোলার উৎসব। চলতি বোরো মৌসুমে এই উপজেলায় এ বছর ২১ হাজার ৬৯৪ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫০ কোটি টাকা।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, ‘এ বছর বাম্পার ফলন হয়েছে। ফলে কৃষকদের কাছ থেকে ১ হাজার ৮৩১ মেট্রিক টন ধান কেনার নির্দেশনা রয়েছে আমাদের। তাই ধান কেনার জন্য আমরা তালিকা প্রস্তুত করেছি। কয়েক দিনের মধ্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে