দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সরকারি ঘোষণা অনুযায়ী গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। মহামারি করোনার কারণে দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম চালু হলেও এখন পর্যন্ত বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বাংলা, ইংরেজি, ইতিহাস ও পৌরনীতি বিষয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অবস্থান। প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী। এর মধ্যে শুধু দশম শ্রেণিতেই ২৬০ শিক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির বিষয়ভিত্তিক পাঠদান কার্যক্রম বন্ধ।
এ বিষয়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, গত ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান চালু হওয়ার পর থেকে এখন (৩ মার্চ) পর্যন্ত এক দিনও বাংলা, ইংরেজি, ইতিহাস ও পৌরনীতির ক্লাস হয়নি।
বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের রুটিন অনুযায়ী দশম শ্রেণির বাংলা বিষয়ে পাঠদানের দায়িত্বে আছেন প্রভাষক তাইজুল ইসলাম, ইংরেজি বিষয়ে প্রভাষক আয়ু তাহের, পৌরনীতি সহকারী অধ্যাপক জহিরুল হাসান ভূঁইয়া ও ইতিহাস বিষয়ে সহকারী অধ্যাপক ফরিদ আহাম্মদ ভূঁইয়া। এই চারজন শিক্ষকের মধ্যে কেউই এখন পর্যন্ত এক দিনও শ্রেণিকক্ষের পাঠদানে আসেননি।
এ বিষয়ে বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নজির আহাম্মদ জানান, নিয়োগপত্রের শর্ত অনুযায়ী কলেজ শাখার শিক্ষকদেরও স্কুল শাখার কার্যক্রম পরিচালনা করার বিধান রয়েছে। কিন্তু আমার কলেজ শাখার চারজন শিক্ষক দশম শ্রেণির পাঠদানে অংশগ্রহণ করছেন না। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের প্রথমবার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু তাঁরা তা গ্রহণ করেনি। পরে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
শোকজ পাওয়া চার শিক্ষকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাঁরা শোকজ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা বন্ধের আগে মাধ্যমিকের ক্লাস নিয়েছি। প্রতিষ্ঠানের প্রধানের সিদ্ধান্ত ছিল প্রতিষ্ঠান খোলার পর আমাদের নতুন রুটিন দেওয়া হবে। আর আমরা নতুন রুটিন অনুযায়ী ক্লাস নেব। কিন্তু ২২ তারিখে প্রতিষ্ঠান খোলার পর এখন পর্যন্ত নতুন রুটিন দেওয়া হয়নি। উল্টো হঠাৎ করে আমাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা নোটিশের জবাব দেব।’
দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া জানান, ‘কারণ দর্শানোর নোটিশ প্রদানের পরেও যদি শিক্ষকেরা শ্রেণিকক্ষের পাঠদানে অংশগ্রহণ না করেন, তাহলে প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সরকারি ঘোষণা অনুযায়ী গত ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। মহামারি করোনার কারণে দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম চালু হলেও এখন পর্যন্ত বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বাংলা, ইংরেজি, ইতিহাস ও পৌরনীতি বিষয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অবস্থান। প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী। এর মধ্যে শুধু দশম শ্রেণিতেই ২৬০ শিক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণির বিষয়ভিত্তিক পাঠদান কার্যক্রম বন্ধ।
এ বিষয়ে দশম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, গত ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান চালু হওয়ার পর থেকে এখন (৩ মার্চ) পর্যন্ত এক দিনও বাংলা, ইংরেজি, ইতিহাস ও পৌরনীতির ক্লাস হয়নি।
বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের রুটিন অনুযায়ী দশম শ্রেণির বাংলা বিষয়ে পাঠদানের দায়িত্বে আছেন প্রভাষক তাইজুল ইসলাম, ইংরেজি বিষয়ে প্রভাষক আয়ু তাহের, পৌরনীতি সহকারী অধ্যাপক জহিরুল হাসান ভূঁইয়া ও ইতিহাস বিষয়ে সহকারী অধ্যাপক ফরিদ আহাম্মদ ভূঁইয়া। এই চারজন শিক্ষকের মধ্যে কেউই এখন পর্যন্ত এক দিনও শ্রেণিকক্ষের পাঠদানে আসেননি।
এ বিষয়ে বড়খাল বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নজির আহাম্মদ জানান, নিয়োগপত্রের শর্ত অনুযায়ী কলেজ শাখার শিক্ষকদেরও স্কুল শাখার কার্যক্রম পরিচালনা করার বিধান রয়েছে। কিন্তু আমার কলেজ শাখার চারজন শিক্ষক দশম শ্রেণির পাঠদানে অংশগ্রহণ করছেন না। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের প্রথমবার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু তাঁরা তা গ্রহণ করেনি। পরে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
শোকজ পাওয়া চার শিক্ষকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাঁরা শোকজ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমরা বন্ধের আগে মাধ্যমিকের ক্লাস নিয়েছি। প্রতিষ্ঠানের প্রধানের সিদ্ধান্ত ছিল প্রতিষ্ঠান খোলার পর আমাদের নতুন রুটিন দেওয়া হবে। আর আমরা নতুন রুটিন অনুযায়ী ক্লাস নেব। কিন্তু ২২ তারিখে প্রতিষ্ঠান খোলার পর এখন পর্যন্ত নতুন রুটিন দেওয়া হয়নি। উল্টো হঠাৎ করে আমাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা নোটিশের জবাব দেব।’
দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া জানান, ‘কারণ দর্শানোর নোটিশ প্রদানের পরেও যদি শিক্ষকেরা শ্রেণিকক্ষের পাঠদানে অংশগ্রহণ না করেন, তাহলে প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে