জাকির হোসেন, সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নিলাদ্রী), বারেকটিলা, জাদুকাটা নদী আর শিমুলবাগান ভ্রমণের স্থান হিসেবে বেশ জনপ্রিয়। এখানে আসা পর্যটকদের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাওরের পানিতে ফেলা বর্জ্যের পরিমাণ। কারণ পর্যটকবাহী শত শত হাউসবোট টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন স্থান ঘুরে উপজেলার টেকেরঘাট এলাকায় রাত্রিযাপন করে। এর সুবাদে পর্যটক ও নৌ শ্রমিকেরা যখন-তখন পানির বোতল, চিপস-বিস্কুটের প্যাকেট, পলিথিনসহ প্লাস্টিক বর্জ্য ছুড়ে ফেলছে পানিতে।
এ অবস্থায় হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। হাওরের পরিবেশ রক্ষায় পর্যটক ও এলাকাবাসীর উদ্দেশে গত ২ আগস্ট ১০ দফা নির্দেশনা দিয়েছিল সুনামগঞ্জ জেলা প্রশাসন। এরপরও পর্যটক ও নৌকার কর্মীদের মধ্যে কোনো ধরনের সচেতনতার দেখা মিলছে না। বন্ধ হয়নি হাওরের পানিতে বর্জ্য ফেলা।
সংশ্লিষ্টরা বলছেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন শতভাগ নীতিমালা প্রয়োগ না করে, ততক্ষণ এ অবস্থা থেকে উত্তরণ হওয়া যাবে না।
এদিকে পানি শুকিয়ে গেলে শ্রীপুর হাওরের এই জমিগুলোতেই ফসল চাষ করেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, এসব বর্জ্য পানিতে না পচে দীর্ঘদিন পর্যন্ত অক্ষত থাকে। এ কারণে শুকনা মৌসুমে ফসল আবাদ করতে গিয়ে বিপাকে পড়েন তাঁরা।
তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের কৃষক আব্দুল বাছিত আজকের পত্রিকাকে বলেন, ‘পানি শুকিয়ে গেলে এই হাওরে আমরা চাষাবাদ করি। কিন্তু গত তিন-চার বছর ধইরা চাষাবাদ করতে গিয়ে খুব সমস্যায় পড়তে হয়। চাষাবাদের সময় কাচের বোতল থেকে শুরু করে প্লাস্টিকের বোতল পর্যন্ত পাওয়া যায়।’
হাতেগোনা কয়েকটি নৌকা ছাড়া বাকিগুলোতে ময়লা-আবর্জনা ফেলার কোনো ডাস্টবিনেরও দেখা মেলেনি। ঘাটে থাকা নৌকাগুলোর আশপাশেই পানিতে ভাসছিল পলিথিন, চিপসের প্যাকেট, পানির খালি বোতল। এতে করে এলাকার সৌন্দর্যহানির পাশাপাশি হাওরের পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানালেন সচেতন পর্যটকেরা।
কিশোরগঞ্জ থেকে আসা পর্যটক জুলহাস উদ্দিন বলেন, ‘সুনামগঞ্জের প্রকৃতি অনেক সুন্দর। কিন্তু হাওরে যেভাবে প্লাস্টিকের বর্জ্য ফেলা হচ্ছে তাতে করে কিছুদিন পরে হাওরের পরিবেশ আর রক্ষা করা যাবে না।’ প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তিনি।
বিলাসবহুল নৌকাগুলোতে ডাস্টবিন থাকা সত্ত্বেও টেকেরঘাট এলাকায় ময়লার স্তূপ করা হচ্ছে। এতে করে দুর্গন্ধ সৃষ্টি হয়ে বায়ু দূষণের মাধ্যমে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
তাহিরপুর উপজেলা রতনশ্রী গ্রামের মাসুম আহমদ বলেন, ‘ছোট বড় সব নৌকাতেই ডাস্টবিন আছে। তারপরও তারা (পর্যটক) টেকেরঘাট আইসা সব ময়লা পানিতে ফালায়। দেশের বিভিন্ন জায়গা থাইকা পর্যটক আসে এই জায়গায়। এমন পরিবেশ দেখলে অনেক পর্যটক আর আইতো না আর আমরা এলাকাও নষ্ট হইতাছে।’
নৌকায় ডাস্টবিন আছে তারপরও কেনা পানিতে বর্জ্য ফেলা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে নৌ শ্রমিক মোসাহিদ আলী বলেন, ‘আমাদের নৌকায় বড় ডাস্টবিন আছে। আমরা সব সময় সব পর্যটকদের বলি যাতে ডাস্টবিন ব্যবহার করে। এরপরও অনেকে হঠাৎ করেই পানির বোতল বা চিপসের প্যাকেট পানিতে ফেলে দেয়।’
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সদস্য এন্ড্রো সলোমার আজকের পত্রিকাকে বলেন, প্রতি বছর যেভাবে হাওর দূষণ হচ্ছে, এভাবে চলতে থাকলে আর বেশি দিন হাওরের পরিবেশ ধরে রাখা সম্ভব হবে না। প্রশাসন থেকে যে নীতিমালা করা হয়েছে তার প্রয়োগ শতভাগ করা দরকার।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, ‘ইতিমধ্যেই একটি নীতিমালা করা হয়েছে হাওরে কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না। যদি নীতিমালা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নিলাদ্রী), বারেকটিলা, জাদুকাটা নদী আর শিমুলবাগান ভ্রমণের স্থান হিসেবে বেশ জনপ্রিয়। এখানে আসা পর্যটকদের সংখ্যা প্রতিবছরই বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাওরের পানিতে ফেলা বর্জ্যের পরিমাণ। কারণ পর্যটকবাহী শত শত হাউসবোট টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন স্থান ঘুরে উপজেলার টেকেরঘাট এলাকায় রাত্রিযাপন করে। এর সুবাদে পর্যটক ও নৌ শ্রমিকেরা যখন-তখন পানির বোতল, চিপস-বিস্কুটের প্যাকেট, পলিথিনসহ প্লাস্টিক বর্জ্য ছুড়ে ফেলছে পানিতে।
এ অবস্থায় হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। হাওরের পরিবেশ রক্ষায় পর্যটক ও এলাকাবাসীর উদ্দেশে গত ২ আগস্ট ১০ দফা নির্দেশনা দিয়েছিল সুনামগঞ্জ জেলা প্রশাসন। এরপরও পর্যটক ও নৌকার কর্মীদের মধ্যে কোনো ধরনের সচেতনতার দেখা মিলছে না। বন্ধ হয়নি হাওরের পানিতে বর্জ্য ফেলা।
সংশ্লিষ্টরা বলছেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন শতভাগ নীতিমালা প্রয়োগ না করে, ততক্ষণ এ অবস্থা থেকে উত্তরণ হওয়া যাবে না।
এদিকে পানি শুকিয়ে গেলে শ্রীপুর হাওরের এই জমিগুলোতেই ফসল চাষ করেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, এসব বর্জ্য পানিতে না পচে দীর্ঘদিন পর্যন্ত অক্ষত থাকে। এ কারণে শুকনা মৌসুমে ফসল আবাদ করতে গিয়ে বিপাকে পড়েন তাঁরা।
তাহিরপুর উপজেলার শ্রীপুর গ্রামের কৃষক আব্দুল বাছিত আজকের পত্রিকাকে বলেন, ‘পানি শুকিয়ে গেলে এই হাওরে আমরা চাষাবাদ করি। কিন্তু গত তিন-চার বছর ধইরা চাষাবাদ করতে গিয়ে খুব সমস্যায় পড়তে হয়। চাষাবাদের সময় কাচের বোতল থেকে শুরু করে প্লাস্টিকের বোতল পর্যন্ত পাওয়া যায়।’
হাতেগোনা কয়েকটি নৌকা ছাড়া বাকিগুলোতে ময়লা-আবর্জনা ফেলার কোনো ডাস্টবিনেরও দেখা মেলেনি। ঘাটে থাকা নৌকাগুলোর আশপাশেই পানিতে ভাসছিল পলিথিন, চিপসের প্যাকেট, পানির খালি বোতল। এতে করে এলাকার সৌন্দর্যহানির পাশাপাশি হাওরের পরিবেশ নষ্ট হচ্ছে বলে জানালেন সচেতন পর্যটকেরা।
কিশোরগঞ্জ থেকে আসা পর্যটক জুলহাস উদ্দিন বলেন, ‘সুনামগঞ্জের প্রকৃতি অনেক সুন্দর। কিন্তু হাওরে যেভাবে প্লাস্টিকের বর্জ্য ফেলা হচ্ছে তাতে করে কিছুদিন পরে হাওরের পরিবেশ আর রক্ষা করা যাবে না।’ প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে বলে মনে করেন তিনি।
বিলাসবহুল নৌকাগুলোতে ডাস্টবিন থাকা সত্ত্বেও টেকেরঘাট এলাকায় ময়লার স্তূপ করা হচ্ছে। এতে করে দুর্গন্ধ সৃষ্টি হয়ে বায়ু দূষণের মাধ্যমে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
তাহিরপুর উপজেলা রতনশ্রী গ্রামের মাসুম আহমদ বলেন, ‘ছোট বড় সব নৌকাতেই ডাস্টবিন আছে। তারপরও তারা (পর্যটক) টেকেরঘাট আইসা সব ময়লা পানিতে ফালায়। দেশের বিভিন্ন জায়গা থাইকা পর্যটক আসে এই জায়গায়। এমন পরিবেশ দেখলে অনেক পর্যটক আর আইতো না আর আমরা এলাকাও নষ্ট হইতাছে।’
নৌকায় ডাস্টবিন আছে তারপরও কেনা পানিতে বর্জ্য ফেলা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে নৌ শ্রমিক মোসাহিদ আলী বলেন, ‘আমাদের নৌকায় বড় ডাস্টবিন আছে। আমরা সব সময় সব পর্যটকদের বলি যাতে ডাস্টবিন ব্যবহার করে। এরপরও অনেকে হঠাৎ করেই পানির বোতল বা চিপসের প্যাকেট পানিতে ফেলে দেয়।’
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সদস্য এন্ড্রো সলোমার আজকের পত্রিকাকে বলেন, প্রতি বছর যেভাবে হাওর দূষণ হচ্ছে, এভাবে চলতে থাকলে আর বেশি দিন হাওরের পরিবেশ ধরে রাখা সম্ভব হবে না। প্রশাসন থেকে যে নীতিমালা করা হয়েছে তার প্রয়োগ শতভাগ করা দরকার।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, ‘ইতিমধ্যেই একটি নীতিমালা করা হয়েছে হাওরে কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না। যদি নীতিমালা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে