Ajker Patrika

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাবেক মেয়রের দুই ছেলে কারাগারে

প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ) 
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাবেক মেয়রের দুই ছেলে কারাগারে

সুনামগঞ্জের দিরাইয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার দিরাই-শাল্লা প্রতিনিধি আবু হানিফ চৌধুরীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন আহত সাংবাদিক নিজেই। এ মামলায় বৃহস্পতিবার দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়ার দুই ছেলে উজ্জ্বল মিয়া ও তাজবির মিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনকালে পৌর শহরের দাউদপুর গ্রামে এ হামলা হয়। 

জানা যায়, সাবেক মেয়র মোশারফ মিয়ার দুই ছেলে ট্রিপল হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি উজ্জ্বল মিয়া, তাজবির মিয়াসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন সাংবাদিক আবু হানিফ। 

এদিকে, বৃহস্পতিবার ট্রিপল হত্যা মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে সুনামগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগিব নুর জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠান। পরে সাংবাদিক আবু হানিফের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল মিয়া ও তাজবির মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়। 

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ওই মামলায় উজ্জ্বল মিয়া ও তাজবির মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত