সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে নদী ও হাওর এলাকার পানি কমেছে। তবে এখনো তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, ধর্মপাশা, সুনামগঞ্জ পৌর এলাকার সড়ক ও ঘর-বাড়িতে পানি রয়েছে। বসতভিটা ক্ষতি হওয়ায় এখনো সুনামগঞ্জ সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে আছেন অন্তত ৫০টি পরিবার। ঢলের পানিতে গ্রামীণ সড়ক এখনো ডুবে থাকায় ঘর-বাড়ি থেকে বের হতে পারছে না মানুষ। এতে দুর্ভোগে ৬ উপজেলার বাসিন্দারা।
সুনামগঞ্জ সদর উপজেলার নতুন হাসননগর এলাকার অজুফা বেগম। স্বামী খোকন মিয়া জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। নেই কোনো ছেলে সন্তানও। সংসার চালাতে গিয়ে তিনি অন্যের বাড়িতে কাজ করে নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শরীর নিয়ে কাজ করে কোনো রকম চলছিল তাঁর জীবনযাত্রা। কিন্তু পাহাড়ি ঢল আর অতিরিক্ত বৃষ্টির কারণে সুনামগঞ্জে সৃষ্টি হওয়া বন্যার পানিতে তাঁর ঘরটি ভেঙে বড় বিপাকে পড়েছেন তিনি। অজুফা বেগমের বসত ঘরে কমর সমান পানি উঠে যাওয়ায় তিনি নিরাপদের জন্য আশ্রয় নেন সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় নেন।
অজুফা বেগম জানান, গত বছরের বন্যায় ঘরে ক্ষতি হয়েছিল। সেই ঘরই এখন পর্যন্ত মেরামত করতে পারেনি। সরকারি কোনো সহযোগিতা পাননি। এবারও ঢলের পানিতে ঘর যা ছিল তাও একেবারে ভঙ্গুর অবস্থায়।
সুনামগঞ্জে সদর উপজেলার পূর্ব সুলতান পুর গ্রামের আলিমা বেগম বলেন, ‘আমরার ঘরে হাঁটু সমান পানির জন্য ঘর ছেড়ে এসেছি, রাস্তায়ও পানি ছিল। আমরা গরিব মানুষ, বাঁশ পালার ঘর, বন্যার পানি আসলেই ঘর এদিকে ভাঙে, ওইদিকে ভাঙে। কিন্তু কেউ আর ঘরটা মেরামত করে দিছে না আমরা নিজেরাই করতে হয়েছে।’
এ বিষয়ে সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত বলেন, কেউ যদি ছবিসহ ক্ষতির পরিমাণ উপস্থাপন করতে পারেন তাহলে সরকারে কাছে যথেষ্ট পরিমাণের ত্রাণ সহযোগিতা ও পুনর্বাসন সহযোগিতা দেওয়ার মতো সক্ষমতা আছে।
এদিকে সুনামগঞ্জে গত দুই দিন তেমন বৃষ্টপাত না হওয়ার কারণে বন্যার পানি নেমেছে। একই সঙ্গে জেলার সুরমা, ধোপাজান, জাদুকাটা নদীর পানি কমতে শুরু করেছে। তবে জেলার নদ নদীর পানি কমলেও তলিয়ে যাওয়া অনেক সড়ক থেকেও এখনো পানি নামেনি। সুনামগঞ্জের নিম্নাঞ্চলের অনেক বাসিন্দাদের বসতভিটায় এখনো পানি থাকতে দেখা গেছে। পানিবন্দীর পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে থাকলেও হাওরে পানি আর পানি থাকায় গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা।
সুনামগঞ্জ পৌর এলাকার কালিপুর এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘পানি কমছে ঠিক আছে তবে আমাদের এলাকার অনেক বাসা-বাড়িতে এখনো পানি।’
সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল বাতেন বলেন, ‘বাড়ির সামনে পানি তাই কাজে কামে বের হতে পারছি না।’
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নদ-নদী ও হাওর এলাকার পানি কমার সঙ্গে সঙ্গে জেলার নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর ষোলঘর পয়েন্ট বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর ছাতক পয়েন্টে ৮৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। ভারতের চেরা পুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, নদীর পানি কমছে। তবে চেরা পুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় একটু বৃষ্টিপাত হওয়ায় পানি কমছে ধীর গতিতে। তবে দুই এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
সুনামগঞ্জে নদী ও হাওর এলাকার পানি কমেছে। তবে এখনো তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, ধর্মপাশা, সুনামগঞ্জ পৌর এলাকার সড়ক ও ঘর-বাড়িতে পানি রয়েছে। বসতভিটা ক্ষতি হওয়ায় এখনো সুনামগঞ্জ সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে আছেন অন্তত ৫০টি পরিবার। ঢলের পানিতে গ্রামীণ সড়ক এখনো ডুবে থাকায় ঘর-বাড়ি থেকে বের হতে পারছে না মানুষ। এতে দুর্ভোগে ৬ উপজেলার বাসিন্দারা।
সুনামগঞ্জ সদর উপজেলার নতুন হাসননগর এলাকার অজুফা বেগম। স্বামী খোকন মিয়া জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। নেই কোনো ছেলে সন্তানও। সংসার চালাতে গিয়ে তিনি অন্যের বাড়িতে কাজ করে নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শরীর নিয়ে কাজ করে কোনো রকম চলছিল তাঁর জীবনযাত্রা। কিন্তু পাহাড়ি ঢল আর অতিরিক্ত বৃষ্টির কারণে সুনামগঞ্জে সৃষ্টি হওয়া বন্যার পানিতে তাঁর ঘরটি ভেঙে বড় বিপাকে পড়েছেন তিনি। অজুফা বেগমের বসত ঘরে কমর সমান পানি উঠে যাওয়ায় তিনি নিরাপদের জন্য আশ্রয় নেন সুনামগঞ্জ সরকারি কলেজে আশ্রয় নেন।
অজুফা বেগম জানান, গত বছরের বন্যায় ঘরে ক্ষতি হয়েছিল। সেই ঘরই এখন পর্যন্ত মেরামত করতে পারেনি। সরকারি কোনো সহযোগিতা পাননি। এবারও ঢলের পানিতে ঘর যা ছিল তাও একেবারে ভঙ্গুর অবস্থায়।
সুনামগঞ্জে সদর উপজেলার পূর্ব সুলতান পুর গ্রামের আলিমা বেগম বলেন, ‘আমরার ঘরে হাঁটু সমান পানির জন্য ঘর ছেড়ে এসেছি, রাস্তায়ও পানি ছিল। আমরা গরিব মানুষ, বাঁশ পালার ঘর, বন্যার পানি আসলেই ঘর এদিকে ভাঙে, ওইদিকে ভাঙে। কিন্তু কেউ আর ঘরটা মেরামত করে দিছে না আমরা নিজেরাই করতে হয়েছে।’
এ বিষয়ে সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখত বলেন, কেউ যদি ছবিসহ ক্ষতির পরিমাণ উপস্থাপন করতে পারেন তাহলে সরকারে কাছে যথেষ্ট পরিমাণের ত্রাণ সহযোগিতা ও পুনর্বাসন সহযোগিতা দেওয়ার মতো সক্ষমতা আছে।
এদিকে সুনামগঞ্জে গত দুই দিন তেমন বৃষ্টপাত না হওয়ার কারণে বন্যার পানি নেমেছে। একই সঙ্গে জেলার সুরমা, ধোপাজান, জাদুকাটা নদীর পানি কমতে শুরু করেছে। তবে জেলার নদ নদীর পানি কমলেও তলিয়ে যাওয়া অনেক সড়ক থেকেও এখনো পানি নামেনি। সুনামগঞ্জের নিম্নাঞ্চলের অনেক বাসিন্দাদের বসতভিটায় এখনো পানি থাকতে দেখা গেছে। পানিবন্দীর পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে থাকলেও হাওরে পানি আর পানি থাকায় গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা।
সুনামগঞ্জ পৌর এলাকার কালিপুর এলাকার বাসিন্দা মানিক মিয়া বলেন, ‘পানি কমছে ঠিক আছে তবে আমাদের এলাকার অনেক বাসা-বাড়িতে এখনো পানি।’
সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল বাতেন বলেন, ‘বাড়ির সামনে পানি তাই কাজে কামে বের হতে পারছি না।’
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নদ-নদী ও হাওর এলাকার পানি কমার সঙ্গে সঙ্গে জেলার নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর ষোলঘর পয়েন্ট বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর ছাতক পয়েন্টে ৮৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। ভারতের চেরা পুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, নদীর পানি কমছে। তবে চেরা পুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় একটু বৃষ্টিপাত হওয়ায় পানি কমছে ধীর গতিতে। তবে দুই এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে