সুনামগঞ্জ প্রতিনিধি
যত সময় যাচ্ছে, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ততই অবনতির দিকে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি না হলেও সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কিছুদিন আগের বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ বন্যার কবলে সুনামগঞ্জবাসী।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ৬২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির পানি সীমান্ত নদীগুলো দিয়ে প্রবাহিত হলে সুনামগঞ্জ পৌর শহরসহ ছয় উপজেলার দুই শতাধিক গ্রামের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এতে জেলার ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। গত কয়েক দিনের পাহাড়ি ঢলে আবারও পৌর শহরের অন্তত ৩০টি আবাসিক এলাকায় পানি প্রবেশ করেছে। এ ছাড়া সদর উপজেলার অন্তত ৫০ গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় আছে। জেলা সদরের সঙ্গে পাঁচ উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে পৌর এলাকার বাসিন্দা তেঘরিয়া আবাসিক এলাকার নাদের আহমদ বলেন, ‘যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, এটা আগে কোনো সময়ে দেখিনি। এবার পানি ঢোকেনি এমন কোনো ঘরবাড়ি নেই।’
হাছননগর এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, ‘বাসাবাড়িত পানি আইছে, বাচ্চাকাচ্চা লইয়া বেশি চিন্তাত আছি। ঘরের ভেতরে পানি, বাইরেও পানি। ঘরের ভেতরে পানি বাচ্চাকাচ্চার জন্যি ঝুঁকিপূর্ণ হয়ে পড়িছে।’
পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানান, ভারতের চেরাপুঞ্জিতে এবার বৃষ্টি বেশি হচ্ছে। আগামী দুই দিন আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এতে নদীর পানি আরও বাড়বে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রতি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রায় ২০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং প্রতি উপজেলায় চাল ও শুষ্ক খাবার পৌঁছে দেওয়া হয়েছে। আমরা আরও ত্রাণসহায়তার জন্য চিঠি পাঠিয়েছি। আশা করি খাদ্যসহায়তার কোনো সমস্যা হবে না।’
যত সময় যাচ্ছে, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ততই অবনতির দিকে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে বৃষ্টি না হলেও সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কিছুদিন আগের বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ বন্যার কবলে সুনামগঞ্জবাসী।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ৬২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির পানি সীমান্ত নদীগুলো দিয়ে প্রবাহিত হলে সুনামগঞ্জ পৌর শহরসহ ছয় উপজেলার দুই শতাধিক গ্রামের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এতে জেলার ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। গত কয়েক দিনের পাহাড়ি ঢলে আবারও পৌর শহরের অন্তত ৩০টি আবাসিক এলাকায় পানি প্রবেশ করেছে। এ ছাড়া সদর উপজেলার অন্তত ৫০ গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় আছে। জেলা সদরের সঙ্গে পাঁচ উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে পৌর এলাকার বাসিন্দা তেঘরিয়া আবাসিক এলাকার নাদের আহমদ বলেন, ‘যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, এটা আগে কোনো সময়ে দেখিনি। এবার পানি ঢোকেনি এমন কোনো ঘরবাড়ি নেই।’
হাছননগর এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, ‘বাসাবাড়িত পানি আইছে, বাচ্চাকাচ্চা লইয়া বেশি চিন্তাত আছি। ঘরের ভেতরে পানি, বাইরেও পানি। ঘরের ভেতরে পানি বাচ্চাকাচ্চার জন্যি ঝুঁকিপূর্ণ হয়ে পড়িছে।’
পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানান, ভারতের চেরাপুঞ্জিতে এবার বৃষ্টি বেশি হচ্ছে। আগামী দুই দিন আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এতে নদীর পানি আরও বাড়বে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রতি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রায় ২০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং প্রতি উপজেলায় চাল ও শুষ্ক খাবার পৌঁছে দেওয়া হয়েছে। আমরা আরও ত্রাণসহায়তার জন্য চিঠি পাঠিয়েছি। আশা করি খাদ্যসহায়তার কোনো সমস্যা হবে না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫