ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরের প্রধান নদী সোমেশ্বরীসহ এর বিভিন্ন শাখা নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে স্বাভাবিক নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া কৃষকেরা ফসল আবাদের জন্য জমিতে ঠিকমতো সেচ দিতে পারছেন না।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. সানু আহমেদ জানান, গত ডিসেম্বর মাসের শেষের দিকে সোমেশ্বরীসহ এর শাখা নদী উবদাখালী ও মনাইয়ের পানি কমতে শুরু করে। অনেক স্থানে প্রায় শুকিয়ে গেছে। এসব কারণে বিভিন্ন নৌযান এসব নদীতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘জমিতে পানি সেচের সময় উবদাখালী নদী শুকিয়ে গেছে। এতে আমার ধানের আবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই নদীটি দ্রুত খনন করলে আমাদের বড় উপকার হতো।’
ইঞ্জিনচালিত নৌকার মাঝি ও মধ্যনগর উপজেলার গলইখালী এলাকার বাসিন্দা জামাল মিয়া বলেন, ‘সোমেশ্বরী নদীতে পানি কমে যাওয়ার কারণে পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। নদীর বিভিন্ন অংশে চর জেগে উঠেছে। আমরা ঠিকমতো ভাড়া খাটতে পারি না। অচিরেই নদীটি খনন করা হলে কম খরচে পণ্য পরিবহন করতে পারব।’
মধ্যনগর বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ‘হাওরাঞ্চলের মানুষের জীবনমানের টেকসই উন্নয়ন প্রয়োজন। এই জন্য নদী খনন করা জরুরি। নদীর নাব্যতা সংকটের কারণে প্রতিবছর বন্যায় হাওরে ফসলের ক্ষতি হয়। এ ছাড়া নৌপথে পণ্য পরিবহনের জন্য মোটা অঙ্কের ভাড়া গুনতে হয়। তাই হাওরাঞ্চলের প্রতিটি নদী খনন করা জরুরি।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার আজকের পত্রিকা জানান, জেলার ১৪টি নদী খননের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হওয়ার পরপরই সোমেশ্বরীসহ এর শাখা নদীগুলোর খননকাজ শুরু করা হবে।
সুনামগঞ্জের মধ্যনগরের প্রধান নদী সোমেশ্বরীসহ এর বিভিন্ন শাখা নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে স্বাভাবিক নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া কৃষকেরা ফসল আবাদের জন্য জমিতে ঠিকমতো সেচ দিতে পারছেন না।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. সানু আহমেদ জানান, গত ডিসেম্বর মাসের শেষের দিকে সোমেশ্বরীসহ এর শাখা নদী উবদাখালী ও মনাইয়ের পানি কমতে শুরু করে। অনেক স্থানে প্রায় শুকিয়ে গেছে। এসব কারণে বিভিন্ন নৌযান এসব নদীতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘জমিতে পানি সেচের সময় উবদাখালী নদী শুকিয়ে গেছে। এতে আমার ধানের আবাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই নদীটি দ্রুত খনন করলে আমাদের বড় উপকার হতো।’
ইঞ্জিনচালিত নৌকার মাঝি ও মধ্যনগর উপজেলার গলইখালী এলাকার বাসিন্দা জামাল মিয়া বলেন, ‘সোমেশ্বরী নদীতে পানি কমে যাওয়ার কারণে পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। নদীর বিভিন্ন অংশে চর জেগে উঠেছে। আমরা ঠিকমতো ভাড়া খাটতে পারি না। অচিরেই নদীটি খনন করা হলে কম খরচে পণ্য পরিবহন করতে পারব।’
মধ্যনগর বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ‘হাওরাঞ্চলের মানুষের জীবনমানের টেকসই উন্নয়ন প্রয়োজন। এই জন্য নদী খনন করা জরুরি। নদীর নাব্যতা সংকটের কারণে প্রতিবছর বন্যায় হাওরে ফসলের ক্ষতি হয়। এ ছাড়া নৌপথে পণ্য পরিবহনের জন্য মোটা অঙ্কের ভাড়া গুনতে হয়। তাই হাওরাঞ্চলের প্রতিটি নদী খনন করা জরুরি।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার আজকের পত্রিকা জানান, জেলার ১৪টি নদী খননের প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হওয়ার পরপরই সোমেশ্বরীসহ এর শাখা নদীগুলোর খননকাজ শুরু করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে