দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
ভূমিহীন সালেমা খাতুন। নিজেদের কোনো জমি না থাকায় স্বামী মনসুর আলী ও ৬ সন্তানকে নিয়ে অন্যের জমিতে ঘর বানিয়ে বসবাস করছেন প্রায় ৭ বছর ধরে। আর্থিক অসচ্ছলতার কারণে থাকার এই একমাত্র ঘরটিও নির্মাণ করেছেন গ্রামের বিভিন্ন মানুষের সহযোগিতায়। গতকাল (২৬ এপ্রিল) মঙ্গলবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে ঘরটি ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকু ভেঙে পড়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় সালেমা খাতুন।
বুধবার দুপুরে তাঁর বাড়িতে গেলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় তিনি বিলাপ করে বলেন, ‘আমার থাকার আর জায়গা নাই। কষ্টের ঘরটাও তুফানে ভেঙে নিয়ে গেছে। এখন কোথায় যাব, কোথায় থাকব সন্তানদের নিয়ে।’
ঝড়ে ক্ষতিগ্রস্ত সালেমা খাতুনের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে। স্বামী-স্ত্রী দুজনেই অন্যের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসারের জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে সালেমা খাতুনের ঘর ভেঙে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা সবাই ভাঙা ঘরে চাপা পড়েন। তাঁদের চিৎকার শুনে রাতেই প্রতিবেশীরা উদ্ধার করে নিয়ে যান।
সালেমা খাতুন বলেন, ‘প্রতিবেশীরা এগিয়ে আসায় পরিবারের সবাই অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যাই। অভাব অনটনের সংসার। হাতে টাকা পয়সা নেই। এখন কীভাবে ভাঙা ঘর মেরামত করব, স্বামী-সন্তান নিয়ে কোথায় থাকব ভেবে পাচ্ছি না।’
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ জানান, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত ভূমিহীন সালেমা খাতুনের পরিবারের খোঁজখবর নিচ্ছি। ওই ওয়ার্ডের ইউপি সদস্যের সঙ্গে আলাপ হয়েছে। এখানে আশ্রয় প্রকল্পের কাজ শুরু হলে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের জন্য পিআইও অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।’
ভূমিহীন সালেমা খাতুন। নিজেদের কোনো জমি না থাকায় স্বামী মনসুর আলী ও ৬ সন্তানকে নিয়ে অন্যের জমিতে ঘর বানিয়ে বসবাস করছেন প্রায় ৭ বছর ধরে। আর্থিক অসচ্ছলতার কারণে থাকার এই একমাত্র ঘরটিও নির্মাণ করেছেন গ্রামের বিভিন্ন মানুষের সহযোগিতায়। গতকাল (২৬ এপ্রিল) মঙ্গলবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে ঘরটি ভেঙে লন্ডভন্ড হয়ে যায়। মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকু ভেঙে পড়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় সালেমা খাতুন।
বুধবার দুপুরে তাঁর বাড়িতে গেলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় তিনি বিলাপ করে বলেন, ‘আমার থাকার আর জায়গা নাই। কষ্টের ঘরটাও তুফানে ভেঙে নিয়ে গেছে। এখন কোথায় যাব, কোথায় থাকব সন্তানদের নিয়ে।’
ঝড়ে ক্ষতিগ্রস্ত সালেমা খাতুনের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে। স্বামী-স্ত্রী দুজনেই অন্যের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসারের জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দিবাগত রাতে কালবৈশাখী ঝড়ে সালেমা খাতুনের ঘর ভেঙে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা সবাই ভাঙা ঘরে চাপা পড়েন। তাঁদের চিৎকার শুনে রাতেই প্রতিবেশীরা উদ্ধার করে নিয়ে যান।
সালেমা খাতুন বলেন, ‘প্রতিবেশীরা এগিয়ে আসায় পরিবারের সবাই অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যাই। অভাব অনটনের সংসার। হাতে টাকা পয়সা নেই। এখন কীভাবে ভাঙা ঘর মেরামত করব, স্বামী-সন্তান নিয়ে কোথায় থাকব ভেবে পাচ্ছি না।’
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ জানান, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত ভূমিহীন সালেমা খাতুনের পরিবারের খোঁজখবর নিচ্ছি। ওই ওয়ার্ডের ইউপি সদস্যের সঙ্গে আলাপ হয়েছে। এখানে আশ্রয় প্রকল্পের কাজ শুরু হলে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের জন্য পিআইও অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে