শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিএনপি সরকার ২০০৬ সালে র্যাবের কার্যক্রম শুরু করেছিল। এবার র্যাব সংকট উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ আহ্বান জানিয়েছেন।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, পুলিশ থাকার পরও দেশে র্যাব থাকতে হবে কেন? র্যাবের বর্তমান যে কার্যকলাপ সে হিসেবে দেশে র্যাব থাকা উচিত-উচিতই না। র্যাব বকে বন্ধ করে দেওয়া উচিত। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মাদক ইত্যাদি ইস্যুতে র্যাব যে কর্মকাণ্ড করছে তাঁতে বিশ্বে নিষিদ্ধ হওয়াটাই স্বাভাবিক। বিশ্বের বিভিন্ন দেশ তাদের এ্যাম্বেসি, সংস্থার মাধ্যমে র্যাব কার্যক্রম দেখছে। র্যাব সংকট উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, শিক্ষামন্ত্রী চাইলে বিষয়টি তাৎক্ষণিকভাবেই শেষ করতে পারতেন। তাঁর উদাসীনতায় শাবি ইস্যুতে অনেক জল ঘোলা হয়েছে। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা কোনোভাবেই উচিত হয়নি। অর্থসহায়তাকারীদের গ্রেপ্তার করা ঠিক হয়নি। আমি টাকা প্রদান করলে আমাকেও কি গ্রেপ্তার করা হতো? শিক্ষার্থীদের ওপর থেকে দ্রুত মামলা প্রত্যাহার করা হোক। অন্যান্য ভিসিদের উচিত বিষয়টি বোঝা। সরকারের উচিত দ্রুত ভিসিকে অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়া। এ বিষয়টি নিয়ে ভিসিদের বাড়াবাড়ি করা উচিত না।
এ চিকিৎসক আরও বলেন, সরকার সব সময় ভুল পথে হাঁটে। যারা সরকারের সমালোচনা করেন তাঁদের সহ্য করার ক্ষমতা সরকারের নেই। যে কোনো ইস্যুতে নিজেদের স্বার্থে সরকার অন্ধ হয়ে যায়। আমাদের দেশে যারা রাজনীতি করেন তাঁদের মাঝে সহিষ্ণুতার অভাব রয়েছে। সারা পৃথিবীতেই লোকজন সরকারের সমালোচনা করছেন। তারা সহ্য করতে পারেন, আমরা পারি না। এটা হতে পারে না।
গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, গ্রামাঞ্চলে এখনো সেভাবে স্বাস্থ্য সেবা পৌঁছায়নি। আমরা আরও বেশি আশা করি। ডাক্তারেরা এখনো গ্রামে থাকতে চান না। তাদের যদি সরকার কর্তৃক বিশেষ সুবিধা দেওয়া হতো হাতলে হয়তো ডাক্তারেরা গ্রামাঞ্চলে আসার আগ্রহ দেখাতেন। সাধারণ মানুষকে গণস্বাস্থ্যের মাধ্যমে আমরা যে সেবা দিচ্ছি তা অনুকরণীয় হতে পারে।
এ সময় পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের উদ্যোগে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ মেডিকেল টিমের (মেডিসিন, গাইনি, চক্ষু, শিশু ও সার্জারি) বিভিন্ন চিকিৎসা সেবা পরিদর্শন ও পরামর্শ প্রদান করেন তিনি। এ সময় পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মো. আবদুল আউয়ালসহ গণস্বাস্থ্যের কেন্দ্রীয় হাসপাতালের বিশেষজ্ঞ ২৭ জন চিকিৎসক, কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
বিএনপি সরকার ২০০৬ সালে র্যাবের কার্যক্রম শুরু করেছিল। এবার র্যাব সংকট উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ আহ্বান জানিয়েছেন।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, পুলিশ থাকার পরও দেশে র্যাব থাকতে হবে কেন? র্যাবের বর্তমান যে কার্যকলাপ সে হিসেবে দেশে র্যাব থাকা উচিত-উচিতই না। র্যাব বকে বন্ধ করে দেওয়া উচিত। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মাদক ইত্যাদি ইস্যুতে র্যাব যে কর্মকাণ্ড করছে তাঁতে বিশ্বে নিষিদ্ধ হওয়াটাই স্বাভাবিক। বিশ্বের বিভিন্ন দেশ তাদের এ্যাম্বেসি, সংস্থার মাধ্যমে র্যাব কার্যক্রম দেখছে। র্যাব সংকট উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, শিক্ষামন্ত্রী চাইলে বিষয়টি তাৎক্ষণিকভাবেই শেষ করতে পারতেন। তাঁর উদাসীনতায় শাবি ইস্যুতে অনেক জল ঘোলা হয়েছে। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা কোনোভাবেই উচিত হয়নি। অর্থসহায়তাকারীদের গ্রেপ্তার করা ঠিক হয়নি। আমি টাকা প্রদান করলে আমাকেও কি গ্রেপ্তার করা হতো? শিক্ষার্থীদের ওপর থেকে দ্রুত মামলা প্রত্যাহার করা হোক। অন্যান্য ভিসিদের উচিত বিষয়টি বোঝা। সরকারের উচিত দ্রুত ভিসিকে অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়া। এ বিষয়টি নিয়ে ভিসিদের বাড়াবাড়ি করা উচিত না।
এ চিকিৎসক আরও বলেন, সরকার সব সময় ভুল পথে হাঁটে। যারা সরকারের সমালোচনা করেন তাঁদের সহ্য করার ক্ষমতা সরকারের নেই। যে কোনো ইস্যুতে নিজেদের স্বার্থে সরকার অন্ধ হয়ে যায়। আমাদের দেশে যারা রাজনীতি করেন তাঁদের মাঝে সহিষ্ণুতার অভাব রয়েছে। সারা পৃথিবীতেই লোকজন সরকারের সমালোচনা করছেন। তারা সহ্য করতে পারেন, আমরা পারি না। এটা হতে পারে না।
গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা প্রসঙ্গে জাফরুল্লাহ চৌধুরী বলেন, গ্রামাঞ্চলে এখনো সেভাবে স্বাস্থ্য সেবা পৌঁছায়নি। আমরা আরও বেশি আশা করি। ডাক্তারেরা এখনো গ্রামে থাকতে চান না। তাদের যদি সরকার কর্তৃক বিশেষ সুবিধা দেওয়া হতো হাতলে হয়তো ডাক্তারেরা গ্রামাঞ্চলে আসার আগ্রহ দেখাতেন। সাধারণ মানুষকে গণস্বাস্থ্যের মাধ্যমে আমরা যে সেবা দিচ্ছি তা অনুকরণীয় হতে পারে।
এ সময় পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের উদ্যোগে ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ মেডিকেল টিমের (মেডিসিন, গাইনি, চক্ষু, শিশু ও সার্জারি) বিভিন্ন চিকিৎসা সেবা পরিদর্শন ও পরামর্শ প্রদান করেন তিনি। এ সময় পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক মো. আবদুল আউয়ালসহ গণস্বাস্থ্যের কেন্দ্রীয় হাসপাতালের বিশেষজ্ঞ ২৭ জন চিকিৎসক, কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫