আব্দুল্লাহ আল মারুফ, কামারখন্দ (সিরাজগঞ্জ)
পঁচাত্তরের কোঠায় বয়স। শরীরটা আর সায় দেয় না আগের মতো। হাঁটতে কষ্ট হয়, মাঝে মাঝে বসে পড়েন ক্লান্ত হয়ে। তবু থেমে নেই আব্দুল বারিক প্রামাণিক। প্রতিদিন সকালেই হাতে লাঠি আর ছাতা নিয়ে মাঠে বেরিয়ে পড়েন গরু চরাতে। কারণ এটুকুই এখন তাঁর জীবনের শেষ ভরসা।
গতকাল শনিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের রাস্তার পাশে দেখা যায় তাঁকে। পরনে নেভি ব্লু টি-শার্ট আর চেক লুঙ্গি। কাছেই তিনটি গরু ঘাস খাচ্ছিল। সেগুলোর দুধ বিক্রি করে যে সামান্য আয় হয়, তাতেই চলে বারিক প্রামাণিক ও তাঁর স্ত্রীর জীবন।
জীবনে অনেক কষ্ট করে সংসার টেনেছেন বারিক প্রামাণিক। বাবা আজিম প্রামাণিকের মৃত্যুর পর সব ভার এসে পড়ে তাঁর কাঁধে। এখন বয়স হয়েছে, তবু বিশ্রামের সুযোগ হয়নি।
তাঁর তিন সন্তান রয়েছে। কিন্তু বারিক প্রামাণিকের অভিযোগ, ‘ওরা নিজের সংসার নিয়াই ব্যস্ত। আমাগো দেখে না।’
সরকারি কোনো ভাতা বা সহায়তা পান না বারিক প্রামাণিক। ক্ষোভ ঝরে পড়ে তাঁর কণ্ঠে, ‘মেম্বার বইলা আছিল কার্ড করে দিব, দুই হাজার টাকা নিছে। কিন্তু এই পর্যন্ত কিছুই দিল না।’
স্ত্রীর নাম বা বয়স জিজ্ঞেস করলে স্মৃতি হাতড়ে খানিক চুপ থেকে বলেন, ‘নামটা ঠিক মনে নাই... বয়স যে কত!’
এই গ্রামের পথেই আরও অনেক বারিক প্রামাণিক হারিয়ে যাচ্ছেন দিনে দিনে। যাঁদের জীবনের গল্প রাষ্ট্রের কোনো খাতায় নেই, মেম্বারদের প্রতিশ্রুতির ফাঁকে আটকে আছে।
তবু বারিক প্রামাণিক থেমে যাননি। যত দিন শরীরে শক্তি আছে, তত দিন মাঠেই থাকবেন—লাঠি হাতে, গরুর পেছনে ছায়া হয়ে।
পঁচাত্তরের কোঠায় বয়স। শরীরটা আর সায় দেয় না আগের মতো। হাঁটতে কষ্ট হয়, মাঝে মাঝে বসে পড়েন ক্লান্ত হয়ে। তবু থেমে নেই আব্দুল বারিক প্রামাণিক। প্রতিদিন সকালেই হাতে লাঠি আর ছাতা নিয়ে মাঠে বেরিয়ে পড়েন গরু চরাতে। কারণ এটুকুই এখন তাঁর জীবনের শেষ ভরসা।
গতকাল শনিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের রাস্তার পাশে দেখা যায় তাঁকে। পরনে নেভি ব্লু টি-শার্ট আর চেক লুঙ্গি। কাছেই তিনটি গরু ঘাস খাচ্ছিল। সেগুলোর দুধ বিক্রি করে যে সামান্য আয় হয়, তাতেই চলে বারিক প্রামাণিক ও তাঁর স্ত্রীর জীবন।
জীবনে অনেক কষ্ট করে সংসার টেনেছেন বারিক প্রামাণিক। বাবা আজিম প্রামাণিকের মৃত্যুর পর সব ভার এসে পড়ে তাঁর কাঁধে। এখন বয়স হয়েছে, তবু বিশ্রামের সুযোগ হয়নি।
তাঁর তিন সন্তান রয়েছে। কিন্তু বারিক প্রামাণিকের অভিযোগ, ‘ওরা নিজের সংসার নিয়াই ব্যস্ত। আমাগো দেখে না।’
সরকারি কোনো ভাতা বা সহায়তা পান না বারিক প্রামাণিক। ক্ষোভ ঝরে পড়ে তাঁর কণ্ঠে, ‘মেম্বার বইলা আছিল কার্ড করে দিব, দুই হাজার টাকা নিছে। কিন্তু এই পর্যন্ত কিছুই দিল না।’
স্ত্রীর নাম বা বয়স জিজ্ঞেস করলে স্মৃতি হাতড়ে খানিক চুপ থেকে বলেন, ‘নামটা ঠিক মনে নাই... বয়স যে কত!’
এই গ্রামের পথেই আরও অনেক বারিক প্রামাণিক হারিয়ে যাচ্ছেন দিনে দিনে। যাঁদের জীবনের গল্প রাষ্ট্রের কোনো খাতায় নেই, মেম্বারদের প্রতিশ্রুতির ফাঁকে আটকে আছে।
তবু বারিক প্রামাণিক থেমে যাননি। যত দিন শরীরে শক্তি আছে, তত দিন মাঠেই থাকবেন—লাঠি হাতে, গরুর পেছনে ছায়া হয়ে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে