কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের খোর্দ্দগজাইল থেকে খানপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়ক স্বাধীনতার ৫৪ বছর পরও উন্নয়নের ছোঁয়া পায়নি। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদায় ভরে জলাবদ্ধ হয়ে পড়ে এই সড়ক। এতে ১২ গ্রামের প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষের চলাচলে দুর্ভোগ নেমে আসে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়ক উল্লাপাড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার সংযোগস্থলে অবস্থিত। বাগমাড়া, বেদকান্দি, খানপুর, মাদারবাড়িয়া, দাসমরিচসহ একাধিক গ্রামের মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে। তবে বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এতে অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যানচালকদের নিয়মিত ক্ষতির মুখে পড়তে হয়। অসুস্থ রোগী, স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া ও বাবলু সরকার বলেন, ‘এমন অবস্থা হয়েছে যে, গর্ভবতী নারীরা মাঝপথেই সন্তান প্রসব করে ফেলেছেন। এমনকি রাস্তার কারণে ছেলে-মেয়ের বিয়েও ঠিকঠাক হয় না, কারণ কেউ আসতে চায় না।’
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা খন্দকার বলেন, ‘রাস্তার দুরবস্থার কারণে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। অনেক সময় কাদা মাড়িয়ে স্কুলে আসতে হয়, যা শিশুরা সহ্য করতে পারে না।’
ভ্যানচালক শহীদুল ইসলাম বলেন, ‘রাস্তায় কাঁদায় গাড়ি আটকে যায়, মোটর ভেঙে যায়। লাভ তো দূরের কথা, উল্টো ক্ষতি গুনতে হয়।’
চয়ড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাজিম সরকার বলেন, ‘বর্ষাকালে স্কুলে যাওয়া খুব কষ্টকর হয়ে পড়ে।’
একই কথা বলেন কৃষক আবু তাহের। তাঁর ভাষায়, ‘পণ্য বাজারে নিতে পারি না, তাই ঠিকমতো দামও পাওয়া যায় না।’
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শহিদুল্লাহ ইসলাম বলেন, ‘সিরাজগঞ্জ উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক অন্তর্ভুক্ত করা হয়েছে। একনেক থেকে অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।’
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের খোর্দ্দগজাইল থেকে খানপুর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়ক স্বাধীনতার ৫৪ বছর পরও উন্নয়নের ছোঁয়া পায়নি। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদায় ভরে জলাবদ্ধ হয়ে পড়ে এই সড়ক। এতে ১২ গ্রামের প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষের চলাচলে দুর্ভোগ নেমে আসে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সড়ক উল্লাপাড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার সংযোগস্থলে অবস্থিত। বাগমাড়া, বেদকান্দি, খানপুর, মাদারবাড়িয়া, দাসমরিচসহ একাধিক গ্রামের মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে। তবে বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এতে অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যানচালকদের নিয়মিত ক্ষতির মুখে পড়তে হয়। অসুস্থ রোগী, স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া ও বাবলু সরকার বলেন, ‘এমন অবস্থা হয়েছে যে, গর্ভবতী নারীরা মাঝপথেই সন্তান প্রসব করে ফেলেছেন। এমনকি রাস্তার কারণে ছেলে-মেয়ের বিয়েও ঠিকঠাক হয় না, কারণ কেউ আসতে চায় না।’
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা খন্দকার বলেন, ‘রাস্তার দুরবস্থার কারণে শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। অনেক সময় কাদা মাড়িয়ে স্কুলে আসতে হয়, যা শিশুরা সহ্য করতে পারে না।’
ভ্যানচালক শহীদুল ইসলাম বলেন, ‘রাস্তায় কাঁদায় গাড়ি আটকে যায়, মোটর ভেঙে যায়। লাভ তো দূরের কথা, উল্টো ক্ষতি গুনতে হয়।’
চয়ড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র নাজিম সরকার বলেন, ‘বর্ষাকালে স্কুলে যাওয়া খুব কষ্টকর হয়ে পড়ে।’
একই কথা বলেন কৃষক আবু তাহের। তাঁর ভাষায়, ‘পণ্য বাজারে নিতে পারি না, তাই ঠিকমতো দামও পাওয়া যায় না।’
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শহিদুল্লাহ ইসলাম বলেন, ‘সিরাজগঞ্জ উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক অন্তর্ভুক্ত করা হয়েছে। একনেক থেকে অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে