প্রতিনিধি
তাড়াশ (সিরাজগঞ্জ): মৎস্যভান্ডারখ্যাত সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবছরই দুই-তিন ফসলি জমিতে নতুন নতুন পুকুর খনন করা হচ্ছে। ফলে প্রতিনিয়ত বেড়েই চলেছে পুকুরের সংখ্যা। আর ওই সমস্ত পুকুরপাড়ে বিভিন্ন জাতের কলার চাষ করে বাড়তি আয়ের মুখ দেখছেন মৎস্যচাষিরা। এ এলাকায় সাধারণত কাঁচকলা, সবরি কলা, মদনা কলা ও চিনিচাম্পা কলার চাষ বেশি হয়ে থাকে।
তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, তাড়াশে এ বছর প্রায় ২২০ হেক্টর জায়গায় বিভিন্ন জাতের কলার চাষ করা হয়েছে, যার অধিকাংশ গাছই পুকুরপাড়ে রোপণ করা হয়েছে।
উপজেলার কাউরাইল গ্রামের কৃষক মোশাররফ হোসেন জানান, গত দুই বছর ধরে তিন একর জমিতে পুকুর খনন করে পুকুরপাড়ে রোপণকৃত কলাচাষ থেকে লক্ষাধিক টাকা বাড়তি আয় করছেন।
উপজেলার শান্তান গ্রামের অপর এক কৃষক শাহাদৎ হোসেন জানান, কলার চারা রোপণের চার-পাঁচ মাসের মধ্যেই কলার কাঁদি আসতে শুরু করে। কাঁদি আসার দুই আড়াই মাসের মধ্যেই কলা পরিপক্ব হয়। পুকুর লিজ নিয়ে তাতে মাছ চাষের সঙ্গে সঙ্গে পুকুরপাড়ে কলার আবাদ করেছেন। এতে সারা বছরই কলা বিক্রি করে বেশ আয় করা যায় বলেও জানান তিনি।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা জানান, কলা চাষে তেমন খরচ হয় না। কলা চাষ তুলনামূলকভাবে লাভ বেশি হয়। তাই কৃষক পুকুরের পাড় এখন ফেলে না রেখে কলার আবাদ করছেন। এতে কৃষকের বাড়তি আয়ও হচ্ছে।
তাড়াশ (সিরাজগঞ্জ): মৎস্যভান্ডারখ্যাত সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবছরই দুই-তিন ফসলি জমিতে নতুন নতুন পুকুর খনন করা হচ্ছে। ফলে প্রতিনিয়ত বেড়েই চলেছে পুকুরের সংখ্যা। আর ওই সমস্ত পুকুরপাড়ে বিভিন্ন জাতের কলার চাষ করে বাড়তি আয়ের মুখ দেখছেন মৎস্যচাষিরা। এ এলাকায় সাধারণত কাঁচকলা, সবরি কলা, মদনা কলা ও চিনিচাম্পা কলার চাষ বেশি হয়ে থাকে।
তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, তাড়াশে এ বছর প্রায় ২২০ হেক্টর জায়গায় বিভিন্ন জাতের কলার চাষ করা হয়েছে, যার অধিকাংশ গাছই পুকুরপাড়ে রোপণ করা হয়েছে।
উপজেলার কাউরাইল গ্রামের কৃষক মোশাররফ হোসেন জানান, গত দুই বছর ধরে তিন একর জমিতে পুকুর খনন করে পুকুরপাড়ে রোপণকৃত কলাচাষ থেকে লক্ষাধিক টাকা বাড়তি আয় করছেন।
উপজেলার শান্তান গ্রামের অপর এক কৃষক শাহাদৎ হোসেন জানান, কলার চারা রোপণের চার-পাঁচ মাসের মধ্যেই কলার কাঁদি আসতে শুরু করে। কাঁদি আসার দুই আড়াই মাসের মধ্যেই কলা পরিপক্ব হয়। পুকুর লিজ নিয়ে তাতে মাছ চাষের সঙ্গে সঙ্গে পুকুরপাড়ে কলার আবাদ করেছেন। এতে সারা বছরই কলা বিক্রি করে বেশ আয় করা যায় বলেও জানান তিনি।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা জানান, কলা চাষে তেমন খরচ হয় না। কলা চাষ তুলনামূলকভাবে লাভ বেশি হয়। তাই কৃষক পুকুরের পাড় এখন ফেলে না রেখে কলার আবাদ করছেন। এতে কৃষকের বাড়তি আয়ও হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫