সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার বেলা ১২টার দিকে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর বলেন, ‘মামলাটি আমার কাছে ছিল। এখন কর্মকর্তা পরিবর্তন হয়েছে। আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। এখন আর আমাদের কোনো কাজ নেই। যা কিছু করার আদালত করবে।’
গোলবার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। তিনি ২০০০ সালের ২৯ জুন পোস্ট অফিসের পরিদর্শক হিসেবে যোগদান করেন।
মামলার অভিযোগ পত্র জানা গেছে, পোস্ট অফিস পরিদর্শক গোলবার হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। কিন্তু ওই সম্পদ বিবরণী যাচাইকালে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদ বাবদ ১ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার তথ্য পাওয়া যায়। সে হিসেবে গোলবার হোসেন ২০ লাখ ২০ হাজার টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেছেন।
অন্যদিকে, নথিপত্র যাচাই-বাছাইকালে পোস্ট পরিদর্শক গোলবার হোসেনের বেতন ভাতা বাবদ আয় ৩৪ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা এবং পারিবারিক ব্যয় ১০ লাখ ৩৯ হাজার ১০ টাকা পাওয়া যায়। ফলে তার পারিবারিক ব্যয়সহ সম্পদ অর্জনে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ১০ টাকা। এ ক্ষেত্রে তিনি বেতন-ভাতা ব্যতীত এক কোটি ৬ লাখ ৯৫ হাজার ৬১০ টাকা মূল্যের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদন্ত শেষে চলতি বছরের ১৩ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার কোনো অবৈধ সম্পদ নাই। মামলার বিষয়ে আমি আইনি মোকাবিলা করব।’
সিরাজগঞ্জের প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার বেলা ১২টার দিকে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর বলেন, ‘মামলাটি আমার কাছে ছিল। এখন কর্মকর্তা পরিবর্তন হয়েছে। আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। এখন আর আমাদের কোনো কাজ নেই। যা কিছু করার আদালত করবে।’
গোলবার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। তিনি ২০০০ সালের ২৯ জুন পোস্ট অফিসের পরিদর্শক হিসেবে যোগদান করেন।
মামলার অভিযোগ পত্র জানা গেছে, পোস্ট অফিস পরিদর্শক গোলবার হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। কিন্তু ওই সম্পদ বিবরণী যাচাইকালে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদ বাবদ ১ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার তথ্য পাওয়া যায়। সে হিসেবে গোলবার হোসেন ২০ লাখ ২০ হাজার টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেছেন।
অন্যদিকে, নথিপত্র যাচাই-বাছাইকালে পোস্ট পরিদর্শক গোলবার হোসেনের বেতন ভাতা বাবদ আয় ৩৪ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা এবং পারিবারিক ব্যয় ১০ লাখ ৩৯ হাজার ১০ টাকা পাওয়া যায়। ফলে তার পারিবারিক ব্যয়সহ সম্পদ অর্জনে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ১০ টাকা। এ ক্ষেত্রে তিনি বেতন-ভাতা ব্যতীত এক কোটি ৬ লাখ ৯৫ হাজার ৬১০ টাকা মূল্যের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদন্ত শেষে চলতি বছরের ১৩ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার কোনো অবৈধ সম্পদ নাই। মামলার বিষয়ে আমি আইনি মোকাবিলা করব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে