আব্দুল্লাহ আল মারুফ, কামারখন্দ (সিরাজগঞ্জ)
পাকা রাস্তার পাশে পুরোনো চেক লুঙ্গি ও মিষ্টি রঙের একটি পাঞ্জাবি গায়ে দিয়ে বসে আছেন ইসহাক আলী। বয়স প্রায় ১০০। পাশে রাখা ২৫০ গ্রাম ওজনের ২৫-৩০টি গুঁড়া হলুদের প্যাকেট। সাপ্তাহিক সোমবারের হাটে এসেছেন বিক্রি করতে। বয়সের ভারে সোজা হয়ে দাঁড়াতেও কষ্ট হয়। তবু সংসার টানতে এভাবেই রাস্তায় বসে থাকেন।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরকুড়া গ্রামের বাসিন্দা ইসহাক আলী। তাঁর বাবা মৃত বাবর আকন্দ। স্বাধীনতার আগেই হলুদের ব্যবসা শুরু করেছিলেন এই বৃদ্ধ। একসময় ভারত থেকে এক টাকা মণ দরে হলুদ এনে দেশের হাটে হাটে খুচরা বিক্রি করতেন। এখন বয়সের কারণে শুধু নিজের এলাকায় বসে বিক্রি করেন কয়েকটি প্যাকেট।
সম্প্রতি কামারখন্দ উপজেলার বড়ধুল হাটে দেখা হয় তাঁর সঙ্গে। চোখেমুখে ক্লান্তি, কথা বলেন ধীরে ধীরে। শ্বাস নিতে কষ্ট হয়। বললেন, ‘জন্মের পর থেইকাই কষ্ট করতেছি, সুখ-শান্তি কিছুই পাই নাই। শরীর ভালো না, সব সময় অসুখ লেগেই থাকে।’
তাঁর পাঁচ সন্তানের মধ্যে তিনজন অনেক আগেই মারা গেছেন। বেঁচে আছেন এক মেয়ে ও এক ছেলে। মেয়ে খোঁজ নিলেও ছেলে ওইভাবে খোঁজ নেন বলে অভিযোগ করেন তিনি। স্ত্রীও চলাফেরা করতে পারেন না। ইসহাক আলী বয়স্ক ভাতা পান, তবে তাঁর স্ত্রীর নামে কোনো কার্ড হয়নি। এ নিয়ে আক্ষেপ করে বলেন, ‘বউর তো চলার মতো শরীর নাই। তা-ও কোনো ভাতা পায় না।’
স্থানীয় বাসিন্দা দুলাল হোসেন বলেন, ‘আমার বয়স এখন ৪৮ বছর। ওনাকে আমি জ্ঞান হওয়ার পর থেকেই দেখি এই সোমবারের হাটে এসে হলুদ বিক্রি করেন। কেনাবেচা খুব ভালো তা-ও না। হয়তো ২০০-২৫০ টাকার হলুদ বিক্রি করতে পারেন। তবে সরকারিভাবে তাঁদের সুবিধা দেওয়া দরকার। তাঁরা আসলেই অসহায়।’
কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মোতালিব আজকের পত্রিকাকে মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমরা দেখব। আর আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ওই বৃদ্ধর পরিবারকে সাহায্য করব।’
পাকা রাস্তার পাশে পুরোনো চেক লুঙ্গি ও মিষ্টি রঙের একটি পাঞ্জাবি গায়ে দিয়ে বসে আছেন ইসহাক আলী। বয়স প্রায় ১০০। পাশে রাখা ২৫০ গ্রাম ওজনের ২৫-৩০টি গুঁড়া হলুদের প্যাকেট। সাপ্তাহিক সোমবারের হাটে এসেছেন বিক্রি করতে। বয়সের ভারে সোজা হয়ে দাঁড়াতেও কষ্ট হয়। তবু সংসার টানতে এভাবেই রাস্তায় বসে থাকেন।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরকুড়া গ্রামের বাসিন্দা ইসহাক আলী। তাঁর বাবা মৃত বাবর আকন্দ। স্বাধীনতার আগেই হলুদের ব্যবসা শুরু করেছিলেন এই বৃদ্ধ। একসময় ভারত থেকে এক টাকা মণ দরে হলুদ এনে দেশের হাটে হাটে খুচরা বিক্রি করতেন। এখন বয়সের কারণে শুধু নিজের এলাকায় বসে বিক্রি করেন কয়েকটি প্যাকেট।
সম্প্রতি কামারখন্দ উপজেলার বড়ধুল হাটে দেখা হয় তাঁর সঙ্গে। চোখেমুখে ক্লান্তি, কথা বলেন ধীরে ধীরে। শ্বাস নিতে কষ্ট হয়। বললেন, ‘জন্মের পর থেইকাই কষ্ট করতেছি, সুখ-শান্তি কিছুই পাই নাই। শরীর ভালো না, সব সময় অসুখ লেগেই থাকে।’
তাঁর পাঁচ সন্তানের মধ্যে তিনজন অনেক আগেই মারা গেছেন। বেঁচে আছেন এক মেয়ে ও এক ছেলে। মেয়ে খোঁজ নিলেও ছেলে ওইভাবে খোঁজ নেন বলে অভিযোগ করেন তিনি। স্ত্রীও চলাফেরা করতে পারেন না। ইসহাক আলী বয়স্ক ভাতা পান, তবে তাঁর স্ত্রীর নামে কোনো কার্ড হয়নি। এ নিয়ে আক্ষেপ করে বলেন, ‘বউর তো চলার মতো শরীর নাই। তা-ও কোনো ভাতা পায় না।’
স্থানীয় বাসিন্দা দুলাল হোসেন বলেন, ‘আমার বয়স এখন ৪৮ বছর। ওনাকে আমি জ্ঞান হওয়ার পর থেকেই দেখি এই সোমবারের হাটে এসে হলুদ বিক্রি করেন। কেনাবেচা খুব ভালো তা-ও না। হয়তো ২০০-২৫০ টাকার হলুদ বিক্রি করতে পারেন। তবে সরকারিভাবে তাঁদের সুবিধা দেওয়া দরকার। তাঁরা আসলেই অসহায়।’
কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মোতালিব আজকের পত্রিকাকে মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমরা দেখব। আর আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ওই বৃদ্ধর পরিবারকে সাহায্য করব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে