Ajker Patrika

সিরাজগঞ্জে নাতিকে গলা টিপে হত্যার দায়ে দাদির মৃত্যুদণ্ড

প্রতিনিধি, সিরাজগঞ্জ (রাজশাহী) 
সিরাজগঞ্জে নাতিকে গলা টিপে হত্যার দায়ে দাদির মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে নাতিকে গলা টিপে হত্যার দায়ে দাদি কুলছুম খাতুনকে (৩৭) মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়েছে। 

কুলছুম খাতুন সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া শেখপাড়া গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী।

সরকারি পিপি অ্যাডভোকেট আবদুর রহমান রায়ের বিষয় নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ১৭ জুন দুপুরে খাওয়ার পর কুলছুম খাতুনের নাতি স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্র রিফাত হোসেন (৭) খেলতে যায়। এ সময় কুলছুম খাতুন তাকে ডেকে পার্শ্ববর্তী সাত্তারের পাট খেতে নিয়ে গিয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন রিফাতের বাবা চাঁন মিয়া বাদী হয়ে কুলছুম খাতুন ও সাইদুল হক নামের আরেক জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। পরে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় আসামি হত্যার কথা স্বীকার করে। 

দীর্ঘ শুনানি শেষে আজ জেলা ও দায়রা জজ কুলছমুকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সাইদুল হককে বেকসুর খালাস দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত