সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে এক কলেজশিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই কলেজের সভাপতি ও পৌর মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাতে কলেজের এক সহকারী অধ্যাপক লিখিত আকারে থানায় অভিযোগ করেছেন। এটি যেহেতু প্রাণনাশের হুমকির ঘটনা, তাই প্রাথমিক অনুসন্ধান করতে হবে। অভিযোগটি নন এফআইআর এ জন্য আদালতের অনুমতি নিতে হয়। আদালতের অনুমতি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযুক্ত ব্যক্তিরা হলেন–বেলকুচি মডেল কলেজের সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, শামীম হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ), দাতাসদস্য কামাল অমিতাভ, শিক্ষিকা রওশন আরা।
ভুক্তভোগী সহকারী অধ্যাপক মো. আল মামুন অভিযোগে জানান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকে ফুলেল শুভেচ্ছা ও কলেজের কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি টানানোকে কেন্দ্র করে তারা আমার ওপর ক্ষিপ্ত হন। তারা হলেন–বেলকুচি মডেল কলেজের সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, কলেজের শিক্ষক শামীম হোসেন, শিক্ষক কামাল অমিতাভ, শিক্ষিকা রওশন আরা।
তারা আমাকে কলেজ বা রাস্তাঘাটে যেখানে সুযোগ মতো পাবে সেখানে মারবে। প্রাণনাশ করবে–চাকরিচ্যুত করবে। কলেজে আসতে দেবে না। আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
এরই পরিপ্রেক্ষিতে বিবাদীরা গত ২২ জানুয়ারি দুপুরে কলেজে অধ্যক্ষের অফিসকক্ষে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাদের হুমকি–ধামকির কারণে আমি নিরাপত্তার অভাব বোধ করছি। আমি জান–মালের ক্ষতির আশঙ্কা করছি। বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘কলেজের সভাপতি, সাবেক অধ্যক্ষ ও কয়েকজন অবৈধ শিক্ষক আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমি গতকাল বুধবার রাতে লিখিত আকারে থানায় অভিযোগ করেছি।’
এ বিষয়ে জানতে বেলকুচি মডেল কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে মোবাইল ফোন কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
আরেক অভিযুক্ত সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এই অভিযোগটি ভুয়া। সে দুই বছর হলো অধ্যক্ষ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছে। বিভিন্ন দপ্তরে ম্যানেজিং (ব্যবস্থাপনা) কমিটির বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে। সংসদ সদস্যর কাছ থেকে বিশেষ সুবিধা নিতে তিনি মিথ্যা অভিযোগ করেছেন। গত ২২ জানুয়ারি ম্যানেজিং কমিটির মিটিং ছিল। মিটিংয়ে অধ্যাপক মো. আল মামুনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ জন্য তিনি ক্ষুব্ধ হন।’
সিরাজগঞ্জে এক কলেজশিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই কলেজের সভাপতি ও পৌর মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার রাতে কলেজের এক সহকারী অধ্যাপক লিখিত আকারে থানায় অভিযোগ করেছেন। এটি যেহেতু প্রাণনাশের হুমকির ঘটনা, তাই প্রাথমিক অনুসন্ধান করতে হবে। অভিযোগটি নন এফআইআর এ জন্য আদালতের অনুমতি নিতে হয়। আদালতের অনুমতি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অভিযুক্ত ব্যক্তিরা হলেন–বেলকুচি মডেল কলেজের সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, শামীম হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ), দাতাসদস্য কামাল অমিতাভ, শিক্ষিকা রওশন আরা।
ভুক্তভোগী সহকারী অধ্যাপক মো. আল মামুন অভিযোগে জানান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলকে ফুলেল শুভেচ্ছা ও কলেজের কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি টানানোকে কেন্দ্র করে তারা আমার ওপর ক্ষিপ্ত হন। তারা হলেন–বেলকুচি মডেল কলেজের সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা, কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, কলেজের শিক্ষক শামীম হোসেন, শিক্ষক কামাল অমিতাভ, শিক্ষিকা রওশন আরা।
তারা আমাকে কলেজ বা রাস্তাঘাটে যেখানে সুযোগ মতো পাবে সেখানে মারবে। প্রাণনাশ করবে–চাকরিচ্যুত করবে। কলেজে আসতে দেবে না। আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।
এরই পরিপ্রেক্ষিতে বিবাদীরা গত ২২ জানুয়ারি দুপুরে কলেজে অধ্যক্ষের অফিসকক্ষে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। তাদের হুমকি–ধামকির কারণে আমি নিরাপত্তার অভাব বোধ করছি। আমি জান–মালের ক্ষতির আশঙ্কা করছি। বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’
তিনি আরও বলেন, ‘কলেজের সভাপতি, সাবেক অধ্যক্ষ ও কয়েকজন অবৈধ শিক্ষক আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমি গতকাল বুধবার রাতে লিখিত আকারে থানায় অভিযোগ করেছি।’
এ বিষয়ে জানতে বেলকুচি মডেল কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে মোবাইল ফোন কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
আরেক অভিযুক্ত সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘এই অভিযোগটি ভুয়া। সে দুই বছর হলো অধ্যক্ষ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছে। বিভিন্ন দপ্তরে ম্যানেজিং (ব্যবস্থাপনা) কমিটির বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে। সংসদ সদস্যর কাছ থেকে বিশেষ সুবিধা নিতে তিনি মিথ্যা অভিযোগ করেছেন। গত ২২ জানুয়ারি ম্যানেজিং কমিটির মিটিং ছিল। মিটিংয়ে অধ্যাপক মো. আল মামুনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এ জন্য তিনি ক্ষুব্ধ হন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে