তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইয়ের মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে তাড়াশ জমিদারবাড়ির সামনে রসিক রায় মন্দিরসংলগ্ন পৌর বাজার ঈদগাহ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, এই দইমেলা ঘিরে এলাকায় সাঁজ সাঁজ রব পড়ে গেছে। সকাল থেকে শুরু করে দিনব্যাপী আশপাশের এলাকার নামীদামি ঘোষদের দই আসার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ দই মেলা শুরু হয়। মেলায় দইয়ের পাশাপাশি ঝুরি, মুড়ি, মুড়কি, চিড়া, বাতাসা, কদমা, গুড়সহ বিভিন্ন খাবারের দোকান বসতে শুরু করে।
শুধু তাই নয়, বিভিন্ন অঞ্চলের দইয়ের স্বাদের কারণে এর নামেরও রয়েছে ভিন্নতা। ক্ষীরসা দই, শাহী দই, জবা দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরি দই রয়েছে; যেগুলো হরেক নামের ও দামের হেরফেরে বিক্রি হয়। বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, চাটমোহরের হান্ডিয়ালের দই তাড়াশের এই দইমেলায় প্রচুর পরিমাণে বিক্রি হয়।
মেলায় আসা নিরেন ঘোষ, সুবাস ঘোষ, মহাদেব ঘোষসহ একাধিক ঘোষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ, পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দামও বেড়েছে। তবে এই মেলা এক দিনব্যাপী হলেও চাহিদার কারণে এখানে কোনো ঘোষের দই অবশিষ্ট থাকে না। সবই বিক্রি হয়ে যায়।
এই মেলা সম্পর্কে তাড়াশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী বলেন, ‘জমিদারি আমলে তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈষ্ণব বনোয়ারি লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। সেই থেকে প্রতিবছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে জমিদারবাড়ির সম্মুখে রসিক রায় মন্দিরসংলগ্ন মাঠে দিনব্যাপী এ দই মেলা বসে থাকে।’
সিরাজগঞ্জের তাড়াশে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইয়ের মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে তাড়াশ জমিদারবাড়ির সামনে রসিক রায় মন্দিরসংলগ্ন পৌর বাজার ঈদগাহ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, এই দইমেলা ঘিরে এলাকায় সাঁজ সাঁজ রব পড়ে গেছে। সকাল থেকে শুরু করে দিনব্যাপী আশপাশের এলাকার নামীদামি ঘোষদের দই আসার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ দই মেলা শুরু হয়। মেলায় দইয়ের পাশাপাশি ঝুরি, মুড়ি, মুড়কি, চিড়া, বাতাসা, কদমা, গুড়সহ বিভিন্ন খাবারের দোকান বসতে শুরু করে।
শুধু তাই নয়, বিভিন্ন অঞ্চলের দইয়ের স্বাদের কারণে এর নামেরও রয়েছে ভিন্নতা। ক্ষীরসা দই, শাহী দই, জবা দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরি দই রয়েছে; যেগুলো হরেক নামের ও দামের হেরফেরে বিক্রি হয়। বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, চাটমোহরের হান্ডিয়ালের দই তাড়াশের এই দইমেলায় প্রচুর পরিমাণে বিক্রি হয়।
মেলায় আসা নিরেন ঘোষ, সুবাস ঘোষ, মহাদেব ঘোষসহ একাধিক ঘোষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ, পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দামও বেড়েছে। তবে এই মেলা এক দিনব্যাপী হলেও চাহিদার কারণে এখানে কোনো ঘোষের দই অবশিষ্ট থাকে না। সবই বিক্রি হয়ে যায়।
এই মেলা সম্পর্কে তাড়াশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী বলেন, ‘জমিদারি আমলে তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈষ্ণব বনোয়ারি লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। সেই থেকে প্রতিবছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে জমিদারবাড়ির সম্মুখে রসিক রায় মন্দিরসংলগ্ন মাঠে দিনব্যাপী এ দই মেলা বসে থাকে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে