Ajker Patrika

বেলকুচিতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৪৯
বেলকুচিতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মুলকান্দি দশখাদা চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মনিরুল ইসলাম (২০) মুলকান্দি দশখাদা গ্রামের মৃত আব্দুর সালাম প্রমাণিকের ছেলে। তিনি তাঁর চাচা নুর আলম প্রমাণিকের বাড়িতে বসবাস করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায়  বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি মনিরুল ইসলাম। পরে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। পরে আজ মঙ্গলবার সকালে মুলকান্দি চরের মধ্যে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সকালে  সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত