সিরাজগঞ্জ প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে কলেজছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৬ মে) বেলা ৩টায় হেনরীকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলেজছাত্র হত্যা মামলায় জান্নাত আরা হেনরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে কলেজছাত্র আসিফ হোসাইনের মা আসমানী খাতুন মামলা করেন। এই মামলায় প্রধান আসামি জান্নাত আরা হেনরী।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, ‘আমার ছেলে (বাদী) আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখ বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। ২০২৪ সালের ৪ আগস্ট সকাল বেলায় ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ হোসাইন আন্দোলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। দুপুর পর্যন্ত আসিফ অন্যান্য ছাত্রদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। বেলা ২টার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার হতে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে সব আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা অবৈধ পিস্তল, শাটারগান, বন্দুক, হাতবোমা, পেট্রলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে চৌরাস্তা মোড়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। এ সময় আসামিরা কলেজছাত্র আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাতাড়ি মারধর করে হত্যা করে। পরে তাদের লাশ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গানপাউডার দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।’
আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হয়। চলতি বছরের গত ৪ মার্চ আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে কলেজছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৬ মে) বেলা ৩টায় হেনরীকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলেজছাত্র হত্যা মামলায় জান্নাত আরা হেনরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করে কলেজছাত্র আসিফ হোসাইনের মা আসমানী খাতুন মামলা করেন। এই মামলায় প্রধান আসামি জান্নাত আরা হেনরী।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, ‘আমার ছেলে (বাদী) আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখ বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। ২০২৪ সালের ৪ আগস্ট সকাল বেলায় ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ হোসাইন আন্দোলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। দুপুর পর্যন্ত আসিফ অন্যান্য ছাত্রদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। বেলা ২টার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার হতে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে সব আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা অবৈধ পিস্তল, শাটারগান, বন্দুক, হাতবোমা, পেট্রলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে চৌরাস্তা মোড়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। এ সময় আসামিরা কলেজছাত্র আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাতাড়ি মারধর করে হত্যা করে। পরে তাদের লাশ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গানপাউডার দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।’
আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হয়। চলতি বছরের গত ৪ মার্চ আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে