Ajker Patrika

উল্লাপাড়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালকের মৃত্যু

প্রতিনিধি উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 
আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১১: ৩২
উল্লাপাড়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিআরবিসি নামক স্থানে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে রাজশাহী-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার সিআরবিসি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির নাম মং ওয়াই চিং মারমা (২৮)। প্রাথমিক ভাবে জানা গেছে, মং ওয়াই চিং মারমা বেসরকারি প্রতিষ্ঠান ইউনিক ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাঙামাটি জেলায়।

জানা যায়, মং ওয়াই চিং কাভার্ড ভ্যানে যশোর থেকে মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় রাজশাহী-বনপাড়া মহাসড়কের সিআরবিসি নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি যাত্রী বাহী বাস কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকি ঘটনাস্থল থেকে জানান, মং ওয়াই চিং মারমা ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত