Ajker Patrika

চেক জালিয়াতির মামলায় সাংবাদিকের ৫ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৬: ৩৮
দণ্ডপ্রাপ্ত সাংবাদিক আব্দুস সামাদ সায়েম। ছবি: সংগৃহীত
দণ্ডপ্রাপ্ত সাংবাদিক আব্দুস সামাদ সায়েম। ছবি: সংগৃহীত

চেক জালিয়াতির মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক আব্দুস সামাদ সায়েমকে ৫ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ২ জুলাই সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ-৩-এর বিচারক মিশকাত শুকরানা এই কারাদণ্ড প্রদান করেন।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি আব্দুল গফুর এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আব্দুস সামাদ সায়েম পলাতক ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুস সামাদ সায়েম সিরাজগঞ্জের রেলওয়ে কলোনির চাঁদ মিয়া মুন্সির ছেলে ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার দোগাছি গ্রামের সুরুত জামান তালুকদারের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স তালুকদার ট্রেডার্স এন্টারপ্রাইজ থেকে এক্সকাভেটর ভাড়া নেন আব্দুস সামাদ সায়েম। ভাড়ার পাওনা টাকার জন্য সায়েম ৫ লাখ টাকার চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে চেকের সমপরিমাণ টাকা না থাকায় চেকটি ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

পরে ২০২৩ সালের ৯ মার্চ আব্দুস সামাদ সায়েমকে লিগ্যাল নোটিশ পাঠান সুরুত জামান তালুকদার। একই বছরের ১৬ এপ্রিল আব্দুস সামাদ সায়েমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় আব্দুস সামাদ সায়েমকে ৫ মাসের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত