সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুরে বাবা-ছেলে হত্যার চাঞ্চল্যকর মামলার আরও পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ নিয়ে এই মামলার মোট ৩২ আসামিকে কারাগারে পাঠালেন আদালত।
আজ রোববার দুপুরে হত্যা মামলার পাঁচজন আসামি আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে এই আসামিরা গত ৩০ মে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আসামিরা হলেন—উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে মজনু মোল্লা (৪২), একই গ্রামের মৃত মিজান মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩৮), আলী আজগরের ছেলে রফিকুল হাসান (২২), কোরবান আলীর ছেলে শান্ত হোসেন (২৫) ও আব্দুস সোবহানের ছেলে সোহেল রানা (৩০)।
এ সব তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান।
গত ২৩ এপ্রিল উল্লাপাড়ায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষক লীগ নেতা জামাল উদ্দিন প্রামাণিক নিহত হন। এ সময় নিহত জামাল উদ্দিন প্রামাণিকের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকসহ অন্তত ১০ জন আহত হন। পরে গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য গত ৭ জুন চার আসামি ও ৪ জুলাই ২৩ আসামিকে কারাগারে পাঠান আদালত।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুরে বাবা-ছেলে হত্যার চাঞ্চল্যকর মামলার আরও পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ নিয়ে এই মামলার মোট ৩২ আসামিকে কারাগারে পাঠালেন আদালত।
আজ রোববার দুপুরে হত্যা মামলার পাঁচজন আসামি আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে এই আসামিরা গত ৩০ মে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আসামিরা হলেন—উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে মজনু মোল্লা (৪২), একই গ্রামের মৃত মিজান মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩৮), আলী আজগরের ছেলে রফিকুল হাসান (২২), কোরবান আলীর ছেলে শান্ত হোসেন (২৫) ও আব্দুস সোবহানের ছেলে সোহেল রানা (৩০)।
এ সব তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান।
গত ২৩ এপ্রিল উল্লাপাড়ায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষক লীগ নেতা জামাল উদ্দিন প্রামাণিক নিহত হন। এ সময় নিহত জামাল উদ্দিন প্রামাণিকের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকসহ অন্তত ১০ জন আহত হন। পরে গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য গত ৭ জুন চার আসামি ও ৪ জুলাই ২৩ আসামিকে কারাগারে পাঠান আদালত।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে