সিরাজগঞ্জ প্রতিনিধি
অভাবের তাড়নায় ভ্যান ছিনতাই করতে গিয়ে ভ্যানচালক রাসেলকে (১৫) হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সিএনজি অটোরিকশাচালক জাহাঙ্গীরকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোবাইল, ভ্যানের ব্যাটারি, চাবি, পাঁচ হাজার ৫০০ টাকাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠি ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার অটোরিকশাচালক শাহজাদপুর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। নিহত ভ্যানচালক পাবনা জেলার ফরিদপুরের ডেমরা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর পেশায় সিএনজি অটোরিকশাচালক। পাঁচ বছর আগে সে তার অটোরিকশাটি বিক্রি করে দেয়। এরপর রাজমিস্ত্রি কাজ শুরু করে। কিন্তু অল্প আয় দিয়ে তার সংসার চালানো কঠিন হয়ে পড়ে।
অভাবের তাড়নায় সে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক গত ১ অক্টোবর জাহাঙ্গীর পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা বাজারে যায় এবং টার্গেট খুঁজতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে সে রাসেলকে ভ্যানসহ দেখতে পায়। পরে শাহজাদপুরের চরাচিথুলিয়া মণ্ডলপাড়ায় ঘুষি (গোবরের তৈরি) নিয়ে আসার জন্য ৭০ টাকা চুক্তি করে ভ্যানে ওঠে জাহাঙ্গীর।
এরপর উপজেলার মণ্ডলপাড়া এলাকায় এসে ভ্যান থামিয়ে রাসেলকে পাশের একটি বালুর মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে পড়ে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে রাসেলের মাথার বাম পাশে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়।
এরপর সে রাসেলের পরিধেয় লুঙ্গি তার গলায় পেঁচিয়ে ধরে মৃত্যু নিশ্চিত করে। পরে তার পকেট থেকে মোবাইল ও ভ্যানের চাবি নিয়ে মরদেহ পাশের ধানখেতের মধ্যে ফেলে রাখে। এরপর জাহাঙ্গীর রাস্তায় এসে ভ্যান নিয়ে পালিয়ে যায়।
গত ৩ অক্টোবর ধানখেতে রাসেলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ৪ অক্টোবর রাসেলের পরিবার ফেসবুকে জানতে পেরে শাহজাদপুর থানাতে এসে মরদেহ দেখে শনাক্ত করে এবং রাসেলের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানা-পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে শাহজাদপুর থানায় তিনটি চুরি মামলা রয়েছে। সে রাসেলকে হত্যা করার কথা স্বীকার করেছে।’
অভাবের তাড়নায় ভ্যান ছিনতাই করতে গিয়ে ভ্যানচালক রাসেলকে (১৫) হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সিএনজি অটোরিকশাচালক জাহাঙ্গীরকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোবাইল, ভ্যানের ব্যাটারি, চাবি, পাঁচ হাজার ৫০০ টাকাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠি ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার অটোরিকশাচালক শাহজাদপুর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। নিহত ভ্যানচালক পাবনা জেলার ফরিদপুরের ডেমরা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর পেশায় সিএনজি অটোরিকশাচালক। পাঁচ বছর আগে সে তার অটোরিকশাটি বিক্রি করে দেয়। এরপর রাজমিস্ত্রি কাজ শুরু করে। কিন্তু অল্প আয় দিয়ে তার সংসার চালানো কঠিন হয়ে পড়ে।
অভাবের তাড়নায় সে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক গত ১ অক্টোবর জাহাঙ্গীর পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা বাজারে যায় এবং টার্গেট খুঁজতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে সে রাসেলকে ভ্যানসহ দেখতে পায়। পরে শাহজাদপুরের চরাচিথুলিয়া মণ্ডলপাড়ায় ঘুষি (গোবরের তৈরি) নিয়ে আসার জন্য ৭০ টাকা চুক্তি করে ভ্যানে ওঠে জাহাঙ্গীর।
এরপর উপজেলার মণ্ডলপাড়া এলাকায় এসে ভ্যান থামিয়ে রাসেলকে পাশের একটি বালুর মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে পড়ে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে রাসেলের মাথার বাম পাশে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়।
এরপর সে রাসেলের পরিধেয় লুঙ্গি তার গলায় পেঁচিয়ে ধরে মৃত্যু নিশ্চিত করে। পরে তার পকেট থেকে মোবাইল ও ভ্যানের চাবি নিয়ে মরদেহ পাশের ধানখেতের মধ্যে ফেলে রাখে। এরপর জাহাঙ্গীর রাস্তায় এসে ভ্যান নিয়ে পালিয়ে যায়।
গত ৩ অক্টোবর ধানখেতে রাসেলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ৪ অক্টোবর রাসেলের পরিবার ফেসবুকে জানতে পেরে শাহজাদপুর থানাতে এসে মরদেহ দেখে শনাক্ত করে এবং রাসেলের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানা-পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে শাহজাদপুর থানায় তিনটি চুরি মামলা রয়েছে। সে রাসেলকে হত্যা করার কথা স্বীকার করেছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে